Site icon Trickbd.com

পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!

পাবজিতে আপনারা অনেকেই UC খরচ করে গ্রেনেড বা অন্যান্য স্কিন নিয়ে থাকেন । কিন্তু রিউনিক আপডেটের পর প্রায় সব গ্রেনেড স্কিন ক্রেট ওপেন করে পাওয়া যাচ্ছে । তাছাড়া নিচের দুইটা স্কিন সবাই পাবেন, জাস্ট কিছু Silver অথবা AG লাগবে যেগুলো আমাদের সবার কাছেই পর্যাপ্ত পরিমাণে থাকে । তো মিতা, এবার সময় এসেছে এগুলারে কাজে লাগানোর ?

তো কিভাবে পাবজিতে ইউসি ছাড়াই গ্রেনেড স্কিন নিবেন?

(কোথাও বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখে নিতে পারেন)

প্রথমেই Shop অপশনে ক্লিক করুন

image
তারপর, others অপশনে ক্লিক করেন

image

তারপর নিচে গ্রেনেড অপশনে ক্লিক করুন

image

তারপর আপনারা এখান থেকে সিলভার অথবা AG দিয়ে নিচের দুইটা গ্রেনেড স্কিন নিতে পারবেন, আর উপরের গুলো ক্রেট ওপেন করে ভাগ্য ভালো হলে পাবেন । তবে নিচের দুইটা সিউর পাবেন ।

image

তবে কিনবেনই যখন Permanent কিনবেন, না হয় ৭ দিন বা ৩০ দিন পর চলে যাবে ।  পার্মানেন্টলি কিনলে আজীবন ইউজ করতে পারবেন ।

image

এইতো পেয়ে গেলাম

image

 

আপনাদের  কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেনঃ

 

Get Grenade Skins in PUBG Without Any UC For Free! PUBG Grenade Tips and Tricks

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★আজীবনের জন্য নেটফ্লিক্স প্রিমিয়ামের বিকল্প এপ একদম ফ্রীতে নিয়ে নিন | Android iOS এবং Windows সব প্লাটফর্মের জন্য

★★ ফেসবুক পেজের About অপশনে ছবি দিন । Add image in Facebook Page About Section

★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! ?

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!

★★Shutterstock থেকে ফ্রিতে ভিডিও ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!

FIND ME ON FACEBOOK
JOIN OUR FACEBOOK GROUP 

 

 

Exit mobile version