Be a Trainer! Share your knowledge.
Home » Hacking tutorials » !!…দারুন খবর…!! এবার আপনার Social Internet ব্যাবহার করে ডাউনলোড করুন এবং সাথে আনলিমিটেড Social Internet

!!…দারুন খবর…!! এবার আপনার Social Internet ব্যাবহার করে ডাউনলোড করুন এবং সাথে আনলিমিটেড Social Internet

আস সালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ।

আর কথা না বাড়াই। মূল কথায় আসি।
বর্তমানে সাধারন ইন্টারনেট প্যাকেজের তুলনায় সোশ্যাল ইন্টারনেটের দাম অনেক অনেক কম।
সোশ্যাল ইন্টারনেট ফ্রিও পাওয়া যায় অনেক।
ব্যবহারের অভাবে অনেকেরই সোশ্যাল ইন্টারনেট নষ্ট হয়ে যায় প্রায়ই আশা করি আর নষ্ট করতে হবে না আর।
কারণ, আজকে যে ট্রিকস শেয়ার করছি তা পড়লেই বুঝবেন।

আগে প্রধান সিস্টেমটা বলি তারপর আনলিমিটেড সোশ্যাল ইন্টারনেট নেওয়ার সিস্টেমটা বলছি।
প্রথমেই প্রয়োজন UC Browser HD, প্লে স্টোরে বর্তমানে খুঁজে পাবেন না এটা।

wap.ucweb.com থেকে UC Browser HD ডাউনলোড করুন। এরপর ইন্সটল করুন।
এখন সিমে শুধু সোশ্যাল ইন্টারনেট রেখে UC browser HD দিয়ে ফেসবুকে প্রবেশ করুন। ব্রাউজার মেনুতে গিয়ে “রিকোয়েস্ট ডেস্কটপ সাইট” অন করুন। তাহলে ফেসবুক অ্যাপের মতো পেজ পাবেন। এখানে ইচ্ছেমতো ব্রাউজিং, ভিডিও দেখা সব করতে পারবেন।

কিন্তু অনেক সময় লাইভ ভিডিও দেখতে ইচ্ছে করে না। মনে হয় যদি ডাউনলোড করে রাখা যেতো তাহলে যে কোন সময় দেখা যেতো। আর সেই ডাউনলোড যদি সোশ্যাল মেগাবাইট দিয়ে হয় তাহলে তো কথাই নেই!
হ্যাঁ, সে জন্যই আমার লিখা।

ফেসবুকে সার্চ করে প্রয়োজনীয় যেকোনো ভিডিও-ই পাওয়া যায় বর্তমানে। সার্চ করার পর কাংখিত ভিডিও প্লে করুন অনলাইনেই। উপরের ডানপাশের কর্ণার থেকে ফুলস্ক্রিন ভিডিও অন করুন। এরপর প্লে শুরু হলে একদম শেষে টেনে দিন। ভিডিও শেষ হবার এক সেকেন্ড আগেই লোডিং শুরু হবে এবং একটু পরেই স্ক্রিনে দেখাবে দুইটা অপশন। একটা অপশন বলবে “ফাইল ক্যাশ করে ডাউনলোড করুন” আরেকটা অপশন বলবে “অপেক্ষা করুন”;
আপনি ফাইল ক্যাশ করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড শুরু হয়ে যাবে তখনই।
উল্লেখ্য যে, অনলাইনে ভিডিও প্লে করার সময় যে কোন সময়ই ডাউনলোড করার ঐ অপশন আসতে পারে। তবে একদম শেষে টেনে দিলে তাড়াতাড়ি পেয়ে যাবেন অপশনটি।

এভাবে সোশ্যাল মেগাবাইট খরচ করে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

পরবর্তীতে ডাটা অফ অবস্থায় ডাউনলোড করা ভিডিও দেখতে UC Browser HD তে প্রবেশ করে মেনু থেকে “My Videos” অপশনে গেলেই সেখানে ভিডিও গুলো পেয়ে যাবেন এবং অফলাইনে যে কোন সময়ই দেখতে পারবেন।

অন্য কোন প্লেয়ার দিয়ে দেখা যাবে না। আর ব্রাউজারটি অানইন্সটল বা ডাটা ক্লিয়ার করবেন না। ফেসবুকে গুরুত্বপূর্ণ ইসলামি ভিডিও সমূহ পাবেন- Muslims, Bangla Wax প্রভৃতি পেজ এ। দেখবেন, আশা করি ভালো লাগবে।

এবারে আসছি আনলিমিটেড সোশ্যাল ইন্টারনেট কিভাবে পাবেন:
এজন্য GP সিম থেকে *৫০০০*৭৮# ডায়াল করলে ভ্যাটসহ মাত্র ১৮.২৬ টাকায় পাবেন GP-GP ৬০ মিনিট (২৪ ঘন্টা, ৩ দিন মেয়াদ) এবং ১জিবি ফ্রি সোশ্যাল ইন্টারনেট। অর্থাৎ ভ্যাটছাড়া ২৫পয়সা প্রতি মিনিট কলরেটও পাওয়া হয়ে যাচ্ছে। প্যাকটি যতবার খুশি কিনতে পারবেন। মিনিট এবং ইন্টারনেটের মেয়াদ ইচ্ছেমতো বাড়াতে পারবেন ফ্লেক্সিপ্ল্যান দিয়ে।
আজ এ পর্যন্তই।

অনলাইনে ইনকাম করতে চান তাহলে দেরি না করে দ্রুত এখানে আসুন, বেকার ঘরে বসে থাকার চেয়ে বিনা পরিশ্রমে পড়াশুনার পাশাপাশি আপনিও ইনকাম করুন দৈনিক ৩০০-৩৫০ টাকা।

9 years ago (Aug 15, 2016)

About Author (148)

Ahmed24
contributor

যুদ্ধ করে হেরে যাওয়াটা বীরত্বের কিন্তু যুদ্ধের আগেই হার মানাটা লজ্জাজনক।

30 responses to “!!…দারুন খবর…!! এবার আপনার Social Internet ব্যাবহার করে ডাউনলোড করুন এবং সাথে আনলিমিটেড Social Internet”

    • arafinaraf Contributor says:

      রিভিনিও 100% রেফার কমিসন ইন্সটেন্ট পেমেন্ট লিঙ্ক goo.gl/uZd2Ab

  1. Abdur Rahim Contributor says:

    shudu fd video download!!!!ami aro vablam all download

  2. Rouf Author says:

    From a salesperson
    From an advertisement
    From a family member
    From a friend or colleague

  3. tazulOfficial Author says:

    রানা ভাই প্লিজ আমার পোস্ট গুলো রিভিউ করুন?
    ২০ টি পোষ্ট পেন্ডিং আছে।

  4. abuzafor669 Contributor says:

    Tt তে দেখলাম

  5. Arfan Contributor says:

    ফ্লেক্সিপ্ল্যান এ মেয়াদ বাড়ায় কিভাবে actually আমি ফ্লেক্সিপ্ল্যান এর সম্পর্কে তেমন কিসু জানি না, জানালে উপকৃত হবো

  6. nabilMc Subscriber says:

    tor mar voda chudi

  7. souravbasu Contributor says:

    রানা ভাই, ৭টি পোষ্ট করলাম
    একটু দেখবেন প্লিজ। ভাল
    লাগলে পাবলিশ করবেন।

  8. mehedipur Contributor says:

    মনে হয় কাজ হবে কারন আমি আগে ব্যাবহার করছি

  9. Kawsar Hossain Author says:

    webpass.opera.com দিয়া এখন ও কি Free Download হয়।

  10. Mintu Contributor says:

    পছন্দ না।

  11. MD Rubel Hossen Contributor says:

    amar gf er phone kar kar number seve kora ami seta dekte chai….oi simti hack korar moto ki kono apps ase….thakle plz bolen

  12. taufik ahamed Contributor says:

    ai ta ki symbrian e hobe vai

  13. Mintu Contributor says:

    রানা ভাই, ২২টি পোষ্ট করলাম
    একটু দেখবেন প্লিজ।পরিশ্রমের তো মুল্য দিয়েন।
    আর আমাকে টিউনার বানান।আমি মানসম্মত পোষ্ট করবো ইনশাআল্লাহ।

  14. Sajib Ahmed Contributor says:

    fb chara download hobe

  15. Mahdi hasan mishon Contributor says:

    please কেউ কি এখোনো ফ্রি ব্রাউজার সপ্টওয়ার দিয়ে ফ্রী ইউ টিউব দেখছেন দেখলে প্লিজ জানান কিভাবে কারন আমার টা কাজ করছে না

  16. nasir006 Contributor says:

    kotodin mead

  17. khayrol islam Contributor says:

    rana vai amar post gola 1 yeaß dhore pending hocce

  18. mehedi.2 Contributor says:

    Rana vai onak valo valo post korsi
    pending a Asa plz amaka tunar kora
    dan aro valo post korbo….

  19. অচেনা পাখি Contributor says:

    Dur voliom ses hole sob ses

  20. md khan Contributor says:

    ভাই কেউ কি আমাকে হেল্প করবেন? আমার একটা ইউটিউব চ্যানেল আছে ৷ আমি ইন্টারনেট থেকে কোনো ভিডিও ডাউনলোড করে ইউটিবে আপলোড করা শেষ হলে আমার ভিডিওর পাশে লেখা থাকে Blocked Worldwide ভাই আমার কাছে কোনো কম্পিউটার নেই তাই আমি ভিডিও তৈরি করতে পারিনা ৷ আমি এড্রেয়েড মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেছি ৷
    কোনো সফট্যার দ্বারা যদি ভিডিও ইডিট করে কপি ভিডিও ইউটিউবে আপলোড করা যায় তাহলে জানাবেন প্লিজ শুধু Android এর জন্য

Leave a Reply

Switch To Desktop Version