অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন হ্যাকিং টুলস
স্বাগতম আমার পোস্টে। বেশ কয়েকমাস পর ট্রিকবিডিতে লিখছি। যখন ওয়াপকাতে মেইন সাইট ছিল তখন নিয়মিত লিখতাম। পি এইচ পি তে নেয়ার পর মোটামুটি একটিভিটি ছিল বাট ওয়ার্ডপ্রেস এ আসার পর একেবারেই কমে গেছে। সাইটে ঢোকা হত কিন্তু লেখা লেখি হত না। আজকে আবার শুরু করলাম।
আজকে ছোট খাট একটা হ্যাকিং ট্রিক শেয়ার করব। ট্রিক বা সফটওয়্যার কোনোটাই আমার না। বহুদিন আগে এটা একটা ব্লগে পাইছিলাম। আমি এটা তখন থেকেই ইউজ করি। যাই হোক, এখন মেইন টপিক আসা যাক।
যে জিনিসটা নিয়ে কথা বলব আজ সেটা হল একটা কি-লগার।
এখন বলি কি-লগার জিনিসটা কি?
কি লগার হল এমন এক প্রোগ্রাম বা সিস্টেম যেটা কিবোর্ডের প্রতিটা স্ট্রোক লগ বা সেভ করে রাখবে। কিবোর্ডে যেটাই টাইপ করবে সেটাই সেভ হয়ে থাকবে।
পিসির জন্য বিভিন্ন কি লগিং সফটওয়্যার বা হার্ডওয়্যার টুলস আছে কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য খুব কম। তার মাঝে আসল-নকল, কাজের-অকাজের একটা ব্যাপারও আছে। আমি যেটার কথা বলব সেটা ১০০% কাজ করে।
এটি চালাতে দুইটা এ্যাপ লাগবে। এক হল যেটিতে লগ সেভ হবে সেটা আরেকটা হল একটা কাস্টম কি বোর্ড। এই কাস্টম কিবোর্ডে যাই টাইপ করা হবে তা আরেকটি অ্যাপে সেভ হয়ে থাকবে।
কিবোর্ডের নাম: Soft Keyboard Pro.APK
লগ এ্যাপের নাম: Kidlogger.APK
কিডলগারকে ফোনের এন্টিভাইরাস হয়ত ভাইরাস হিসেবে ধরতে পারে। সেক্ষেত্রে কাজ নাও করতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এন্টিভাইরাস প্রথমে একটু ঝামেলা করে কিন্তু পরে আর কোনো প্রবলেম করে না।
এখন দেখুন কিভাবে এটাকে সেটাপ করবেন-
নিচের লিংক থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে নেন। এটা সরাসরি ট্রিকবিডিতে আপলোড করা আছে।
ফাইলটা লক করা আছে।
লকের পাসওয়ার্ড : Rejowan
জিপটা নামাবেন।
তারপর একস্ট্র্যাকট করবেন… পাসওয়ার্ড চাইল Rejowan দিয়ে দেন।
এক্সট্র্যাক্ট করার পর নিচের মত দুইটা এ্যাপ পাবেন।
এ্যাপ দুইটা ইন্সটল দেন। এন্টিভাইরাস প্রবলেম করতে পারে অনেকের ফোনে। সেক্ষেত্র এন্টিভাইরাসকে ফোর্সস্টপ করে দিবেন।
তারপর ফোনের সেটিংস এ যান। এবং Language and Input এ যান।
তারপর Soft Keyboard Pro তে টিক দেন।
তারপর Default এ গিয়ে Soft Keyboard Pro কে ডিফল্ট করে নিন।
এখন কিবোর্ডের নামের পাশের সেটিংস আইকনে ক্লিক করেন।
সেখান একটা পাসওয়ার্ড বক্স পাবেন। সেখানে
*123456# লিখে প্রবেশ করুন।
সেখানে একটা পেজ পাবেন। লগারটি শুধু কি লগ না তার সাথে আপনার ফোনের সব একটিভিটিই লগ করবে। যেটা সব সময় ভাল হয় না। সব কিছুর লগ বন্ধ করে শুধু কি লগ করতে চাইলে নিচের মত সেটিংস এ যান এবং কি স্ট্রোক বাদে বাকি সব আনমার্ক করে দিন।
এবার লগ শুরু করার পালা।
Start Logging এ ক্লিক করুন
এখন ব্যাক করে কোনো একটা অপশন(ম্যাসেজ, ব্রাউজার) এ গিয়ে কিবোর্ডে কোনো কিছু টাইপ করুন। এবার ক্লিয়ার করে দিন। তারপর
Settings > Language & Input > Soft Keyboard Pro এর পাশের সেটিং আইকন > Kidlogger Passoword দিন > Launch
কিড লগারে ঢোকার পর Stop Logging এ ক্লিক করে লগিং থামিয়ে দিন।
এবার নিচের Preview Log File এ ক্লিক করুন।
ক্লিক করার পর এমন একটা পেইজ পাবেন। এখানে ডেটসহ একটা Html ফাইল থাকবে। সেটি ওপেন করলে আপনি কিবোর্ডে যা টাইপ করেছেন তা পেয়ে যাবেন।
সেট আপ শেষ
# এখন যখন আপনার কোনো বন্ধু বা যে কেউ আপনার ফোন থেকে ফেইসবুক বা যেকোনো কিছুতে ঢুকতে চাইবে তখন এই কিবোর্ডকে ডিফল্ট করে Start Logging এ ক্লিক করে দিবেন। তারপর সে যা যা টাইপ করবে সব লগ হয়ে থাকবে।
## এটিকে অন্যের ফোনে সেট আপ করে দিলে তার ফোনে সে কি টাইপ করল সেটাও দেখতে পারবেন।
### খেয়াল রাখতে হবে কিবোর্ড যেন Soft Keyboard Pro ডিফল্ট করা থাকে এবং Kidlogger এ যেন Start Logging চালু থাকে। অন্যথায় লগ হবে না। আর প্রিভিউ করার আগে অবশ্যই Logging Stop করে দিবেন।
আজকে এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো কিছু নিয়ে লিখব। সে পর্যন্ত ভাল থাকবেন।
কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
ফেসবুকে আমি
লেখাটি ভাল লাগলে প্লিজ আমার পেইজটায় একটা হিট করুন: BD Band Live
ধন্যবাদ…