অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন হ্যাকিং টুলস


স্বাগতম আমার পোস্টে। বেশ কয়েকমাস পর ট্রিকবিডিতে লিখছি। যখন ওয়াপকাতে মেইন সাইট ছিল তখন নিয়মিত লিখতাম। পি এইচ পি তে নেয়ার পর মোটামুটি একটিভিটি ছিল বাট ওয়ার্ডপ্রেস এ আসার পর একেবারেই কমে গেছে। সাইটে ঢোকা হত কিন্তু লেখা লেখি হত না। আজকে আবার শুরু করলাম।

 

আজকে ছোট খাট একটা হ্যাকিং ট্রিক শেয়ার করব। ট্রিক বা সফটওয়্যার কোনোটাই আমার না। বহুদিন আগে এটা একটা ব্লগে পাইছিলাম। আমি এটা তখন থেকেই ইউজ করি। যাই হোক, এখন মেইন টপিক আসা যাক।

 

যে জিনিসটা নিয়ে কথা বলব আজ সেটা হল একটা কি-লগার

 

এখন বলি কি-লগার জিনিসটা কি?
কি লগার হল এমন এক প্রোগ্রাম বা সিস্টেম যেটা কিবোর্ডের প্রতিটা স্ট্রোক লগ বা সেভ করে রাখবে। কিবোর্ডে যেটাই টাইপ করবে সেটাই সেভ হয়ে থাকবে।

 

পিসির জন্য বিভিন্ন কি লগিং সফটওয়্যার বা হার্ডওয়্যার টুলস আছে কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য খুব কম। তার মাঝে আসল-নকল, কাজের-অকাজের একটা ব্যাপারও আছে। আমি যেটার কথা বলব সেটা ১০০% কাজ করে।

 

এটি চালাতে দুইটা এ্যাপ লাগবে। এক হল যেটিতে লগ সেভ হবে সেটা আরেকটা হল একটা কাস্টম কি বোর্ড। এই কাস্টম কিবোর্ডে যাই টাইপ করা হবে তা আরেকটি অ্যাপে সেভ হয়ে থাকবে।

 

কিবোর্ডের নাম: Soft Keyboard Pro.APK


লগ এ্যাপের নাম: Kidlogger.APK

 

কিডলগারকে ফোনের এন্টিভাইরাস হয়ত ভাইরাস হিসেবে ধরতে পারে। সেক্ষেত্রে কাজ নাও করতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এন্টিভাইরাস প্রথমে একটু ঝামেলা করে কিন্তু পরে আর কোনো প্রবলেম করে না।

এখন দেখুন কিভাবে এটাকে সেটাপ করবেন-

নিচের লিংক থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে নেন। এটা সরাসরি ট্রিকবিডিতে আপলোড করা আছে।

 

Logger-by-rejowan.zip

ফাইলটা লক করা আছে।

লকের পাসওয়ার্ড : Rejowan

 


Unnamed

জিপটা নামাবেন।

 

তারপর একস্ট্র‍্যাকট করবেন… পাসওয়ার্ড চাইল Rejowan দিয়ে দেন।

 

এক্সট্র‍্যাক্ট করার পর নিচের মত দুইটা এ্যাপ পাবেন।

Unnamed

 

এ্যাপ দুইটা ইন্সটল দেন। এন্টিভাইরাস প্রবলেম করতে পারে অনেকের ফোনে। সেক্ষেত্র এন্টিভাইরাসকে ফোর্সস্টপ করে দিবেন।

 

তারপর ফোনের সেটিংস এ যান। এবং Language and Input এ যান।

 


screenshot_2016-10-01-13-25-24-picsay

 

তারপর Soft Keyboard Pro তে টিক দেন।screenshot_2016-10-01-13-25-37-picsay

 

তারপর Default  এ গিয়ে Soft Keyboard Pro কে ডিফল্ট করে নিন।screenshot_2016-10-01-13-25-46-picsay


 

এখন কিবোর্ডের নামের পাশের সেটিংস আইকনে ক্লিক করেন।screenshot_2016-10-01-13-25-37ajaj

সেখান একটা পাসওয়ার্ড বক্স পাবেন। সেখানে

*123456# লিখে প্রবেশ করুন।

screenshot_2016-10-01-13-26-03-picsay

 

সেখানে একটা পেজ পাবেন। লগারটি শুধু কি লগ না তার সাথে আপনার ফোনের সব একটিভিটিই লগ করবে। যেটা সব সময় ভাল হয় না। সব কিছুর লগ বন্ধ করে শুধু কি লগ করতে চাইলে নিচের মত সেটিংস এ যান এবং কি স্ট্রোক বাদে বাকি সব আনমার্ক করে দিন।screenshot_2016-10-01hsh-13-26-15-picsayscreenshot_2016-10-01-13-26-24-picsay

 

এবার লগ শুরু করার পালা।

 

Start Logging এ ক্লিক করুন

screenshot_2016-10-01-13-26-11-picsay

 

এখন ব্যাক করে কোনো একটা অপশন(ম্যাসেজ, ব্রাউজার) এ গিয়ে কিবোর্ডে কোনো কিছু টাইপ করুন। এবার ক্লিয়ার করে দিন। তারপর

Settings > Language & Input > Soft Keyboard Pro এর পাশের সেটিং আইকন > Kidlogger Passoword দিন > Launch

 

কিড লগারে ঢোকার পর Stop Logging এ ক্লিক করে লগিং থামিয়ে দিন।

screenshot_2016-10-01-13-26-15-picsay

 

এবার নিচের Preview Log File এ ক্লিক করুন।

screenshot_2016-10-01-13-26ghs-15-picsay

 

ক্লিক করার পর এমন একটা পেইজ পাবেন। এখানে ডেটসহ একটা Html ফাইল থাকবে। সেটি ওপেন করলে আপনি কিবোর্ডে যা টাইপ করেছেন তা পেয়ে যাবেন।

screenshot_2016-10-01-13-26-33-picsay

 

 

সেট আপ শেষ

 

# এখন যখন আপনার কোনো বন্ধু বা যে কেউ আপনার ফোন থেকে ফেইসবুক বা যেকোনো কিছুতে ঢুকতে চাইবে তখন এই কিবোর্ডকে ডিফল্ট করে Start Logging এ ক্লিক করে দিবেন। তারপর সে যা যা টাইপ করবে সব লগ হয়ে থাকবে।
##  এটিকে অন্যের ফোনে সেট আপ করে দিলে তার ফোনে সে কি টাইপ করল সেটাও দেখতে পারবেন।
### খেয়াল রাখতে হবে কিবোর্ড যেন Soft Keyboard Pro ডিফল্ট করা থাকে এবং Kidlogger এ যেন Start Logging চালু থাকে। অন্যথায় লগ হবে না। আর প্রিভিউ করার আগে অবশ্যই Logging Stop করে দিবেন।



আজকে এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো কিছু নিয়ে লিখব। সে পর্যন্ত ভাল থাকবেন।

 

কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।

ফেসবুকে আমি

লেখাটি ভাল লাগলে প্লিজ আমার পেইজটায় একটা হিট করুন:  BD Band Live

 

ধন্যবাদ…

18 thoughts on "নিজের অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন হ্যাকিং টুলস"

  1. Avatar photo Yeasin Author says:
    ভাল পোস্ট
    1. Avatar photo Ahmmed Rejowan Author Post Creator says:
      Thanks
  2. Avatar photo Masud Rana Contributor says:
    ভালো পোস্ট
  3. Avatar photo Afsar Subscriber says:
    রানা ভাই। ওনেক দিন ধরে এই TrickBD-তে আছি। ভাল ভাল Post করছি। ওনেক দিনের ইচ্ছা TrickBD-তে Author হব। পারলে আমাকে Author করুন। Author করলে অনেখ খুশি হব।
  4. Avatar photo Shuhanur Rahman Contributor says:
    it’s really working bro…tnx
  5. Avatar photo zidan7432 Contributor says:
    মোবাইল কী রোট করা লাগবে নাকী রোট ছাড়াই হবে??
    1. Avatar photo Mr. Algorithm Contributor says:
      না। রুট করা লাগবে না।
  6. sisir Contributor says:
    asca vaia amon kono keylogger ace jeta type korle email e sent hobe??
    1. Avatar photo Mr. Algorithm Contributor says:
      কম্পিউটার এর জন্য আছে। মোবাইলের টা সঠিক বলতে পারছিনা।
  7. Avatar photo zidan7432 Contributor says:
    comment er kono answer nai kno????😡😡
  8. mohammad asad Contributor says:
    software namabo kun. address thekae
    1. Avatar photo Mr. Algorithm Contributor says:
      Logger-by-Rejowan (blue link), এটাতে ক্লিক করেন।
  9. Avatar photo Ahmmed Rejowan Author Post Creator says:
    আমার ট্রিকবিডিতে লগ ইন করতে সমস্যা হচ্ছে। তাই রিপলাই দিতে পারি নাই…

    এটার জন্য কোনো রুট লাগবে না… আর এটা মেইলের মাধ্যমে পাঠাবে না তবে এটি এদের ওয়েবসাইট kidlogger.net.এ আপলোড করতে পারে। এটি আপনি কিড লগারের ভিতরে সেটিংস এ পাবেন… আমি অবশ্য এটা ট্রাই করে দেখি নাই…

  10. wasikur Contributor says:
    wow nice post bro..
  11. jubaer hasan Subscriber says:
    টেকটিউনের চোর ট্রিকবিডিতে কেন,,, ভাগেন

Leave a Reply