আসসালামু আলাইকুম!
পোস্টের টাইটেল দেখেই আপনারা নিশ্চই ইতিমধ্যে পোস্টের টপিক সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।হ্যাঁ,আপনি ঠিকই ধরেছেন।
চলুন আমরা কি ভাবে ভিকটিম এর লোকেশন বের করবো তা দেখি ।
আমরা মুলত ভিকটিম এর আইপি এড্রেস এর ব্যবহার করবো ভিকটিম এর আইপি এড্রেস কালেক্ট করার টিউটোরিয়াল ইউটিউব এ আছে এবং আমি একটি বট তৈরি করেছি আপনাদের জন্য ওই বট ব্যবহার করে লোকেশন ট্র্যাক করতে পারবেন তো চলুন দেখি এখন ।
প্রথমে নিচের লিংক থেকে বট টি স্টার্ট করুন।
বট লিংক:- Click Hare
অথবা,
https://t.me/Ip_trackers_bot
টেলিগ্রাম বটটি ওপেন করে নেবেন এরপর হচ্ছ /Start এ ক্লিক করবেন!
তারপর [Get Information] অপশনে এ ক্লিক করবেন!
তারপর ভিকটিম এর আইপি এড্রেস টি চাইবে ওইটা দিবেন ।
এর পড়েই দেখবেন ম্যাপ লোকেশন সহ সব ডিটেইলস দিয়ে দিবে।
এই ভাবে সবাই বট ব্যবহার করুন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর আপনারা বল্লে আইপি এড্রেস কালেক্ট করার টুলস বট এ লাগিয়ে দিবো ।
14 thoughts on "টেলিগ্রাম বট দিয়ে যে কারো লোকেশন ট্র্যাক করুন"