Site icon Trickbd.com

[FaceBook] সম্পূর্ণ ফ্রিতেই ইউজ করুন ফেইসবুক Lite (ছবিসহ)।

Unnamed

প্রারম্ভিক আলোচনা:


আজকে আমি আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো।
সবাই হয়তো অবগত আছেন,গত কয়েকদিন আগে আমি “রবি সিমে আনলিমিটেড ফ্রি কলিং” ফিচার সম্পর্কে একটি পোষ্ট করেছিলাম।
আলহামদুলিল্লাহ্‌,প্রায় সবাই এই সার্ভিস চালু করতে পেরেছে।
কিন্তু এরপর Xposed সম্পর্কে করা পোষ্টে কয়েকজনের নাকি একটু আধটু সমস্যা হয়েছে।
এজন্য আমি সত্যিই দুঃখিত।
আপনারা Xposed আর Root দুটো গুলিয়ে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছেন বলেই এই সমস্যা।
তবে যারা মোটামুটি এক্সপার্ট,তাদের সমস্যা হয়নি।
হওয়ার কথা ও না।
তো,এটি আমার আলোচ্য বিষয় না।
আজকে আমি আপনাদের রবি ও জিপি সিমে ফ্রি ফেসবুক ইউজিং ট্রিকস সম্পর্কে হালকা একটু ধারণা দেয়ার চেষ্টা করবো।
আশা করি সবাই ফ্রিতেই ইউজ করতে পারবেন।
কোনো সমস্যা হলে আমি তো আছিই।
তাহলে চলুন,মূলপর্বে যাওয়া যাক।

মূলপর্ব:


এই ফ্রি ফেইসবুকিং সিস্টেমের জন্য আপনার এন্ড্রয়েডের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য।
যেমন:
(i)Clear App Data/Application Uninstalling
(ii)Apn Setting
(iii)App Downloading.
বিষয়গুলো পারেনা,
এমন কেউ সম্ভবত নেই।
তাহলে এখনই কাজ শুরু করা যাক।
প্রথমেই এইলিংক থেকে Facebook Lite/Lite এপটি ডাউনলোড করে নিন।
অবশ্যই এটিই ডাউনলোড করবেন।
কারণ,
এই সিস্টেম সাধারণত Lite এর ভার্সন 54 থেকে 55 এর এর মধ্যে থাকলেই কাজ করবে।

তবে আপনার Facebook Lite এপস এর ভার্সন যদি 54 থেকে 55 এর ভেতর হয়,
তাহলে কষ্ট করে আর ডাউনলোড করার প্রয়োজন নেই।
তো,
চলুন।
ডাউনলোড করার পর এপসটি Install করে নিন।
সবচেয়ে ভালো হয় যদি আগেরটা (যদি থাকে) আনইন্সটল করেই নতুনভাবে ডাউনলোড করা Lite এপসটি ইন্সটল করেন।
যদি আপনার আগে থেকেই উল্লেখিত ভার্সনের Lite এপস থাকে/আনইন্সটল না করেই আগেরটার উপরই Downgrade করে থাকেন,
তাহলে এপসটির ডাটা ক্লিয়ার করুন।
এবার Lite এপসটি Open করুন।
এবং আপনার Account Information (আইডি ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করুন।
যদি লগইন না হয়,তাহলে এপস থেকে বের হয়ে আবার ট্রাই করুন।
নতুবা Apn (Access Point) সেটিং ঠিক আছে কিনা যাচাই করে দেখুন।
আপনার সফলতার সম্ভাবনা ৯৯.৯৯%
যদি Login হয়ে যায়,তাহলে এবার আনলিমিটেড ফেইসবুক ব্রাউজিং চালিয়ে যান।

কিছু নির্দেশনা:


আপনি Facebook এ Login করার সময় নিচের স্ক্রিনশটে দেয়া পেইজে আটকে যেতে পারেন।

কোনো চিন্তা নেই।
আপনি শুধুমাত্র এপসটি থেকে একেবারেই বের হয়ে আসবেন।
Recent Activity থেকেও ক্লিয়ার করে দিবেন।
(এখানে সাম্প্রতিক ব্যবহৃত Apps এর তালিকা থেকে ক্লিয়ার করার কথা বলেছি।)
এবার পুনরায় Lite চালু করুন।
ব্যাস!
হয়ে গেলো………….।
কোনো ধরণের সমস্যা হলে জানান।
আমি পোষ্ট আপডেট করে সমাধান দেয়ার চেষ্টা করবো।
আর অন্যান্য সিমেও হতে পারে।
অবশ্যই ট্রাই করে দেখুন।

কাজ হলে কমেন্ট করে জানান।
যাতে অন্যরাও ফ্রি ইউজ করতে পারে।
আমি এই দুই অপারেটরে চেক করে দেখলাম।
কাজ হয়……….!!!
(ট্রিকবিডিতে আইডি যাদের নেই তাদের জন্য আমারফেইসবুকআইডি লিংক।)
বিঃদ্রঃ যেকোনো সময় ট্রিকটি অফ করে দিতে পারে।

শেষোক্ত:


আপনারা যারা আমার পোষ্ট ফলো করেন,তারা হয়তো জানেন যে আমার করা সব পোষ্টই ১০০% কার্যকর পোষ্ট।
সুতরাং,
এই পোষ্টের কার্যকারিতা সম্পর্কে কোনোরূপ সন্দেহ প্রকাশ করাটা বোকামিই হবে।
নোটঃ আমাদের ট্রেইনার প্যানেলের পক্ষ থেকে হয়তো ট্রিকবিডির কোনো বিষয় নিয়ে আলোচনা/জনমত জরিপ হতে পারে।
যদি কেউ এরকম কোনো পোষ্ট করে,তাহলে আশা করি সকলেই অংশগ্রহণ করে ট্রিকবিডির মান উন্নয়নে কাজ করার চেষ্টা করবেন।
অনুমতি ও সম্পূর্ণ ক্রেডিট ব্যতীত পোষ্ট করে নিজেকে নিচ প্রমাণ করবেন না।
কোথাও পোষ্ট করার ইচ্ছে হলে অনুমতি চেয়ে নিবেন।আশা করি কথাটা রাখবেন।

আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
আমি শীঘ্রই আবার ইউটিউবে ফিরে আসছি।
আপডেট পেতে Subscribe করে রাখবেন আশা করি।
“ধন্যবাদ”
Exit mobile version