প্রারম্ভিক আলোচনা:
আজকে আমি আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো।
সবাই হয়তো অবগত আছেন,গত কয়েকদিন আগে আমি “রবি সিমে আনলিমিটেড ফ্রি কলিং” ফিচার সম্পর্কে একটি পোষ্ট করেছিলাম।
আলহামদুলিল্লাহ্,প্রায় সবাই এই সার্ভিস চালু করতে পেরেছে।
কিন্তু এরপর Xposed সম্পর্কে করা পোষ্টে কয়েকজনের নাকি একটু আধটু সমস্যা হয়েছে।
এজন্য আমি সত্যিই দুঃখিত।
আপনারা Xposed আর Root দুটো গুলিয়ে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেছেন বলেই এই সমস্যা।
তবে যারা মোটামুটি এক্সপার্ট,তাদের সমস্যা হয়নি।
হওয়ার কথা ও না।
তো,এটি আমার আলোচ্য বিষয় না।
আজকে আমি আপনাদের রবি ও জিপি সিমে ফ্রি ফেসবুক ইউজিং ট্রিকস সম্পর্কে হালকা একটু ধারণা দেয়ার চেষ্টা করবো।
আশা করি সবাই ফ্রিতেই ইউজ করতে পারবেন।
কোনো সমস্যা হলে আমি তো আছিই।
তাহলে চলুন,মূলপর্বে যাওয়া যাক।
মূলপর্ব:
এই ফ্রি ফেইসবুকিং সিস্টেমের জন্য আপনার এন্ড্রয়েডের কিছু বিষয় সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য।
যেমন:
(i)Clear App Data/Application Uninstalling
(ii)Apn Setting
(iii)App Downloading.
বিষয়গুলো পারেনা,
এমন কেউ সম্ভবত নেই।
তাহলে এখনই কাজ শুরু করা যাক।
প্রথমেই এইলিংক থেকে Facebook Lite/Lite এপটি ডাউনলোড করে নিন।
অবশ্যই এটিই ডাউনলোড করবেন।
কারণ,
তবে আপনার Facebook Lite এপস এর ভার্সন যদি 54 থেকে 55 এর ভেতর হয়,
তাহলে কষ্ট করে আর ডাউনলোড করার প্রয়োজন নেই।
তো,
চলুন।
ডাউনলোড করার পর এপসটি Install করে নিন।
সবচেয়ে ভালো হয় যদি আগেরটা (যদি থাকে) আনইন্সটল করেই নতুনভাবে ডাউনলোড করা Lite এপসটি ইন্সটল করেন।
যদি আপনার আগে থেকেই উল্লেখিত ভার্সনের Lite এপস থাকে/আনইন্সটল না করেই আগেরটার উপরই Downgrade করে থাকেন,
তাহলে এপসটির ডাটা ক্লিয়ার করুন।
এবার Lite এপসটি Open করুন।
এবং আপনার Account Information (আইডি ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করুন।
যদি লগইন না হয়,তাহলে এপস থেকে বের হয়ে আবার ট্রাই করুন।
নতুবা Apn (Access Point) সেটিং ঠিক আছে কিনা যাচাই করে দেখুন।
আপনার সফলতার সম্ভাবনা ৯৯.৯৯%
যদি Login হয়ে যায়,তাহলে এবার আনলিমিটেড ফেইসবুক ব্রাউজিং চালিয়ে যান।
কিছু নির্দেশনা:
আপনি Facebook এ Login করার সময় নিচের স্ক্রিনশটে দেয়া পেইজে আটকে যেতে পারেন।
কোনো চিন্তা নেই।
আপনি শুধুমাত্র এপসটি থেকে একেবারেই বের হয়ে আসবেন।
Recent Activity থেকেও ক্লিয়ার করে দিবেন।
(এখানে সাম্প্রতিক ব্যবহৃত Apps এর তালিকা থেকে ক্লিয়ার করার কথা বলেছি।)
এবার পুনরায় Lite চালু করুন।
ব্যাস!
হয়ে গেলো………….।
কোনো ধরণের সমস্যা হলে জানান।
আমি পোষ্ট আপডেট করে সমাধান দেয়ার চেষ্টা করবো।
আর অন্যান্য সিমেও হতে পারে।
অবশ্যই ট্রাই করে দেখুন।
যাতে অন্যরাও ফ্রি ইউজ করতে পারে।
আমি এই দুই অপারেটরে চেক করে দেখলাম।
কাজ হয়……….!!!
(ট্রিকবিডিতে আইডি যাদের নেই তাদের জন্য আমারফেইসবুকআইডি লিংক।)
বিঃদ্রঃ যেকোনো সময় ট্রিকটি অফ করে দিতে পারে।
শেষোক্ত:
আপনারা যারা আমার পোষ্ট ফলো করেন,তারা হয়তো জানেন যে আমার করা সব পোষ্টই ১০০% কার্যকর পোষ্ট।
সুতরাং,
এই পোষ্টের কার্যকারিতা সম্পর্কে কোনোরূপ সন্দেহ প্রকাশ করাটা বোকামিই হবে।
নোটঃ আমাদের ট্রেইনার প্যানেলের পক্ষ থেকে হয়তো ট্রিকবিডির কোনো বিষয় নিয়ে আলোচনা/জনমত জরিপ হতে পারে।
যদি কেউ এরকম কোনো পোষ্ট করে,তাহলে আশা করি সকলেই অংশগ্রহণ করে ট্রিকবিডির মান উন্নয়নে কাজ করার চেষ্টা করবেন।
অনুমতি ও সম্পূর্ণ ক্রেডিট ব্যতীত পোষ্ট করে নিজেকে নিচ প্রমাণ করবেন না।
কোথাও পোষ্ট করার ইচ্ছে হলে অনুমতি চেয়ে নিবেন।আশা করি কথাটা রাখবেন।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
আমি শীঘ্রই আবার ইউটিউবে ফিরে আসছি।
আপডেট পেতে Subscribe করে রাখবেন আশা করি।
“ধন্যবাদ”
কাজ হলে জানাবেন।
আপাতত কিছুদিন পোষ্ট করবো না,ভাবছি।
এত অসাধারণ পোস্ট করা বন্ধ করবেন কেন?
সবাই ইউজ করতে পারবেন।
আমি খুঁজে পেলাম না।
মনে হয় ভুল ক্যাটাগরিতে পোষ্ট করেছে।
আমি সম্ভাব্য কয়েকটা ক্যাটাগরি ঘুরেও এরকম কোনো পোষ্ট পেলাম না।
আমার ফোনের ফন্ট Kalpurush।
তাছাড়া,আমি প্রতিটি এপস-এ ভিন্ন ভিন্ন ফন্ট ইউজ করি।
একটা হেল্প করেন প্লিজ,আমার symphony m1 ফোনটা কিছুদিন আগে নতুন সফটওয়্যার আপডেট করেছি,,,বাট এখন রিসেট দিতে চাই।ব্যাকঅ্যাপ রিসেট অপশনে গিয়ে রিসেট দিতে গেলে “Unfortunately setting has been stopped”
দেখায়, তাহলে কি করবো?
ফোনের রিকভারিতে যান।
Volume Down+Power Button টিপে ধরে অন করে দেখতে পারেন।
তারপর ওখান থেকেই Data Wipe করুন।
আমি খুঁজে পেলাম না।
মনে হয় ভুল ক্যাটাগরিতে পোষ্ট করেছে।
আমি সম্ভাব্য কয়েকটা ক্যাটাগরি ঘুরেও এরকম কোনো পোষ্ট পেলাম না।
আমি দেখছি,আছে কিনা।
কিন্তু আমি খুঁজে পাইনি।
(ফ্রি ব্যাসিক ইউজার)
তাছাড়া,ট্রেইনারদের অনেকেই জানেনা এই বিষয়ে।
আমি খোঁজ নিয়েই পোষ্ট করেছি।
ভিডিও দেখা যায়না।
ফ্রি হলে এরকম ই হয়।
তাছাড়া,Lite এপটাই এরকম।
একটু স্লো,তবে ভালো।
আপনাকে নক করতে তো ভুলেই গিয়েছিলাম!
সময় স্বল্পতার কারণে তেমন একটা হেল্প করতে পারছিনা বলে দুঃখিত।
এটাই মূল সমস্যা।
*8444# রিপ্লাই 2 এবং আপনার প্যাকেজ সিলেক্ট করে Deactive/Stop যত নং তত রিপ্লাই দেন।
সতর্কত:-
ভুলেও Terminate অপশন choose করবেননা
আমি সময় স্বল্পতার কারণে সময়মত কমেন্ট করতে পারিনি।
আরিফ ভাইয়ের ট্রিকস ফলো করুন।
অথবা,এমবি শেষ হলে ট্রাই করুন।
আমিতো আর সব সিম দিয়ে ট্রাই করিনি।
তাই নির্দিষ্টভাবে বলতে পারছিনা।
আপনি চেষ্টা করে দেখুন।
খুব সম্ভব কাজ হবে।
তাছাড়া,ইউটিউবে আমার ফোন নাম্বার দিয়ে বিপাকে পড়েছি।
সারাদিন কল আসে শুধু।
আপাতত কিছুটা কমেছে এই প্যারা।
আবার শুরু করতে চাইনা।তাছাড়া,হাতে সময়ও কম।
একটু কষ্ট করে দেখে নিন।
Tnx bro..
Ekhon hp full free net den..?
আমি ফ্রিনেট এর জন্য অনুরোধ না করতে অনুরোধ করেছিলাম।যদি ফ্রি নেট দিতেই হয়,আমি নিজ থেকেই দিবো।
ফ্রিনেট ট্রিকস যারা দেন,তাদের প্রায় সবাই কপি/আইডিয়া নকল করে পোষ্ট করেন।ফলে,কারো সমস্যা হলে হেল্প করতে কষ্ট হয়।
তাই,আমি এরকম পোষ্ট থেকে বিরত থাকতে চেষ্টা করি।
ভিডিও চলেন
ভিডিও চলেনা
তাছাড়া,এ বিষয়ে পোষ্টেও উল্লেখিত আছে।
জিপিতে মনে হয় এখন আর ফ্রিতে ইউজ করা যায়না।
আপনার কমেন্ট এতোদিন পেন্ডিং এ ছিলো।
তাই রিপ্লাই দিতে পারিনি।
ai post a apnr Screenshort a deoa “Lucky Pather” r version kto?
via plz bolen
এখানে ভার্সনটা কোনো বিষয় না।
সব ভার্সনই মোটামুটি একই।
আপনার রবি/জিপি ছাড়া অন্যান্য সিম থাকলে ট্রাই করে দেখুন।।
কাজ হলে তো ভালো!
নিশ্চয় আপনি আগে থেকেই এই ট্রিকস কোথাও পেয়েছেন?
Stock rom backup nile ki shudhu system app gulo backup hoy?naki installed app/user dada soho backup hoy?
আপনি যদি Backup অপশন থেকে সবগুলো সেক্টরই ব্যাকআপ করেন।
তাহলে আপনার পুরো ডিভাসই ব্যাকআপ হবে।
(ফাইল ম্যানেজারে থাকা ফটো,ভিডিও,গান ইত্যাদি ব্যতীত)
আপনি যে বিস্তারিত পোস্ট করেন সেটা আমার সত্যি খুব ভাল লাগে।
আপনি যদি কাস্টম রম দেওয়ার সময় কোন Data গুলো wipe করলে কনো problem হবে না বা কিভাবে কিভাবে Stock rom backup নিতে হবে,এই সম্পরকে একটা বিস্তারিত পোস্ট করেন তাহলে খুব ভাল হয়।আসলে আপনি পোস্ট করলে আর Comment এ প্রশ্ন করা লাগে না।সব উত্তর আপনার পোস্ট এই পাওয়া যায়।
ধন্যবাদ।
আমি কাস্টম রম ইউজ করিনা।
তাই বাস্তবিক আইডিয়া একটু কম।
swap ফাইলগুলে কিভাবে ব্যবহার করা যায়?
তাহলে তো অনেক ভালো।
আমি রবিতে ট্রাই করেছি,৫৪-৫৫ ছাড়া চলতো না।
আর এটা একটা ট্রিকস।
ফ্রি করে দেয়নি।
আর আমি আমার আইডিতে কখন লগইন করিনা।আজ কমেন্ট টা না করলেই নয়।তাই লগইন করে কমেন্টা করতে বাদ্ধ্য হলাম।
#রানাভাইর চোখে পড়লে ব্যাপারটা একটু দেখবেন।
কারন ট্রিকবিডিকে ভালবাসি।নাহলে উয়াও লেখে কমেন্ট করতাম,এত প্যাচাল পাড়তাম না।
সত্যিই কি একটাও কাজের পোষ্ট করিনি আমি?
তাহলে এতসব কমেন্ট!
সব ফেইক!
আপনি বলেছেন,এরকম পোষ্ট দেখলে গালি দেয়।
কিন্তু কোথায়?
আপনি ছাড়া আর কেউ তো নেতিবাচক মন্তব্য করেনি।
কমেন্ট দিয়ে আমি করবো টা কি?
আমাকে তো আর কেউ টাকা দিবেনা।
শুধু নিঃস্বার্থভাবে হেল্প করতে চেয়েছিলাম।
এটাই হয়তো অপরাধ!
অন্যদের মত দুই লাইনে পোষ্ট করে ইউটিউব ভিডিও ধরিয়ে দিলেই হয়তো ভালো হতো।
আর আপনি ট্রিকবিডির সাথে এতোদিন যাবত আছেন,কিন্তু বেসিক নীতিমালা ও তো জানেননা।
এখানে দুই লাইনের পোষ্ট এলাউ করবেনা।
আপনি বলেছেন এটা অফার!
হাস্যকর!
যখন রবিতে ফ্রিতে হাজার হাজার এমবি নিচ্ছিলো সবাই তখন মেসেজ করলে বলেছিলো,এটাও একটা অফার।
ওরা কোনোমতে রিপ্লাই দিয়ে বাঁচে।
আপনার কমেন্ট দেখে মনে হলো আপনি অনেককিছুই জানেন।
তাহলেও আপনিও সকলের ভালোর জন্য লিখুন না?
ট্রেইনার পদ দেয়ার জন্য আপনার হয়ে সুপারিশ করবো।
#হিংসা_মানুষকে_ধ্বংস_করে।
কিন্তু চাইলে আপনি এটি অফ করতে পারেন।
অফ করতে আমার পূর্ববর্তী পোষ্ট দেখুন।
Amplify extreme battery sever নিয়ে একটা পোস্ট করেন।
হাতে পর্যাপ্ত সময় নেই।
তাই আপাতত করতে পারছিনা।
বলুন?
মেইল দিলাম,মেসেজ দিলাম।
কোনো খবরই নেই।
মনে হয়না এক্টিভ!
★ এটা পাইছি, কিন্তু অথর করেনাই
যেভাবে আপনার জন্য রিকুয়েস্ট করেছি,দেয়ার ই কথা।
বলুন।
আমিতো জানিনা,আপনার পোষ্টগুলো কেমন।
আপনি ট্রেইনার রিকুয়েস্ট করুন।
এডমিনরাই রিভিউ করে দেখুক।
আপনাকেও।
এখন তো এই সিস্টেম অফ!
তাই কাজ করছেনা।
বলুন।