আসসালামু আলাইকুম…
Repost !!! Don’t mind..
যাই হোক আগের পোস্টএ মজাই হইছে।
এখন কাজের কথায় আসি।
হজ্জ না করেও হজ্জের সওয়াব লাভ করতে স্বাভাবিক ভাবে যা যা লাগবেঃ–
১। ইমান ;
২।জামাতের সাথে ফজরের নামাজ আদায় ;
৩।আর অল্প কিছু সময় !!!
Trick
ΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠ
হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন যে,
রসূলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে। অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তায়ালার যিকিরে মশগুল থাকে, তারপর দুই রাকাত নফল পড়ে তবে সে হজ্জ ও ওমরার সওয়াব লাভ করে।হযরত আনাস (রাযিঃ) বলেন,
নবী করীম সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিন বার এরশাদ করেন, পরিপূর্ণ হজ্জ ও ওমরার সওয়াব, পরিপূর্ণ হজ্জ ও ওমরার সওয়াব, পরিপূর্ণ হজ্জ ও ওমরার সওয়াব লাভ করে।
(তিরমিজি শরীফের হাদিস )
এই নামাজের নাম এশারাক। এর ওয়াক্ত সূর্যদোয়ের প্রায় ২০ মিনিট পর শুরু হয় এবং চাশতের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই নামাজের ওয়াক্ত থাকে।
অর্থাৎ যে কেউ এই নামাজ পড়বে আল্লাহ তায়ালা তার আমল নামায় হজ্জ ও ওমরার সওয়াব দান করবেন ইনশাআল্লহ….
আর এভাবেই অল্প সময়ের মধ্যে যে কেউ হজ্জ ও ওমরা না আদায় করেও হজ্জের সওয়াব সাথে ওমরার সওয়াবও অর্জন করতে পারবেন !!!
★….Now EnjoY This Real Hacking Trick…..★
Full Credit: হযরত মুহাম্মাদ সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
Modified bY mUfTy