আসসালামু আলাইকুম…

Repost !!! Don’t mind..
যাই হোক আগের পোস্টএ মজাই হইছে।

এখন কাজের কথায় আসি।

হজ্জ না করেও হজ্জের সওয়াব লাভ করতে স্বাভাবিক ভাবে যা যা লাগবেঃ–

১। ইমান ;

২।জামাতের সাথে ফজরের নামাজ আদায় ;

৩।আর অল্প কিছু সময় !!!

Trick

ΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠ

হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন যে,

রসূলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে। অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তায়ালার যিকিরে মশগুল থাকে, তারপর দুই রাকাত নফল পড়ে তবে সে হজ্জ ও ওমরার সওয়াব লাভ করে।হযরত আনাস (রাযিঃ) বলেন,

নবী করীম সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তিন বার এরশাদ করেন, পরিপূর্ণ হজ্জ ও ওমরার সওয়াব, পরিপূর্ণ হজ্জ ও ওমরার সওয়াব, পরিপূর্ণ হজ্জ ও ওমরার সওয়াব লাভ করে।

(তিরমিজি শরীফের হাদিস )
ΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠ

এই নামাজের নাম এশারাক। এর ওয়াক্ত সূর্যদোয়ের প্রায় ২০ মিনিট পর শুরু হয় এবং চাশতের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই নামাজের ওয়াক্ত থাকে।

অর্থাৎ যে কেউ এই নামাজ পড়বে আল্লাহ তায়ালা তার আমল নামায় হজ্জ ও ওমরার সওয়াব দান করবেন ইনশাআল্লহ….

আর এভাবেই অল্প সময়ের মধ্যে যে কেউ হজ্জ ও ওমরা না আদায় করেও হজ্জের সওয়াব সাথে ওমরার সওয়াবও অর্জন করতে পারবেন !!!

★….Now EnjoY This Real Hacking Trick…..★

Full Credit: হযরত মুহাম্মাদ সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

Modified bY mUfTy

15 thoughts on "আসুন জেনে নেই কিভাবে হজ্জ্ব না করেও হজ্জ্বের সমান সওয়াব পাবেন.!!!"

  1. Shadhin Author says:
    পোষ্ট করার আগে অবশ্যই আপনাকে মানসম্মত টাইটেল নির্বাচন করতে হবে ।
  2. মুফতি Author Post Creator says:
    আচ্ছা স্বাধীন ভাইয়া। ভাবছিলাম ব্যতিক্রম দেইখা অন্তত কেও post টা ভিসিট করতো তাই আর কি।
    জানেন-ইতো ভাই ইসলামিক পোস্ট দেখলেই পোলাপান কেটে পড়ে ।
    ইসলামিক দিক দিয়ে একটু excited করতে চাইছিলাম আর কিছু নাহ। ধন্যবাদ ভাই।
    1. Shadhin Author says:
      ধন্যবাদ, অবে ওইভাবে দিলে একটু খারাপ দেখা যায় 🙂
    2. মুফতি Author Post Creator says:
      আচ্ছা ভাই।
    3. মুফতি Author Post Creator says:
      কিছু মনে কইরেন না স্বাধীন ভাইয়া। আসলে Heartএ একটু pain পাইছি।
    1. মুফতি Author Post Creator says:
      আলহামদুলিল্লাহ
  3. abdulkahar Contributor says:
    vloi post caliye jan
    1. মুফতি Author Post Creator says:
      inshah Allah
  4. Md Khalid Author says:
    তাহলে আরেকটু এডিট করেন। “জেনে নিন হজ্জ করার সামর্থ না থাকলেও কিভাবে হজের সাওয়াব পাবেন?” এটা লিখলে বেস্ট হবে। নয়তো বর্তমান টাইটেলে আসল হজের দিকে গুরুত্ব কম দেওয়া হয়। ধন্যবাদ
    1. মুফতি Author Post Creator says:
      sadhin vai nije edit koira eita set koira dicen . @ Md khalid
    2. Md Khalid Author says:
      ooooooo
    3. মুফতি Author Post Creator says:
      hmmm
    1. মুফতি Author Post Creator says:
      jajakalla

Leave a Reply