অনেকদিন পর আজ লিখতে বসলাম, ঠিক বসে নেই বরং শুয়ে আছি….শুয়ে শুয়েই লিখছি আইমিন টাইপ করছি।
সময় স্বল্পতা এবং ব্যস্ততার তাগিদে ঠিকমতো লেখার ফুসরত মেলে না, শহুরে এই যান্ত্রিকতার ইট বালি আর কাঠ কাকড়ে কুকড়ে যাওয়া মানুষগুলি কি এক সুখের আশায় বোকার মতোন পথে পথে ছুটছে……..
যাই হউক এবার কাজের কথা বলি, আপনারা অনেকেই হয়তো বিভিন্ন সময় ইমেইল কেলেংকারী শব্দটা শুনে থাকবেন; যাতে টার্গেট ইমেইলে একাউন্টের কনভারসেশন ফাঁস করা হয়(সেটা হউক হ্যাকার কর্তৃক কিংবা প্রশাসনের মদদে সার্ভিস প্রোভাইডার হতে ইনফরমেশন এক্সপ্লোয়েশন)। আবার আপনি যদি আমাকে ইমেইল করেন তবে সেটা হতেও আপনার আইপি এড্রেস এনালাইসিস করে আপনাকে খুজে বের করা অসম্ভব নয়; সুতরাং বুঝতেই পারছেন সত্যিকারের এনোনিমাস হওয়া আসলেই কঠিন!
আজ আমরা আলোচনা করবো এমনি একটা ইমেইল সার্ভিস সম্পর্কে যেখান হতে আপনি কোন প্রকার তথ্য বাইপাস হওয়ার ভয় এড়িয়েই(প্রায়) যে কাউকে ইমেইল পাঠাতে পারবেন, অর্থাৎ Anonymous Email Service।
সবার প্রথমে আপনার এনড্রোয়েডে Tor (Orbot → vpn mode) কানেক্ট করে http://xmzky73umgay4kit.onion লিংকে প্রবেশ করে কোন প্রকার সাইআপ- সাইনইন করার ঝামেলা ছাড়াই ইমেইল পাঠাতে পারবেন।
To= আপনি যাকে ইমেইল পাঠাতে চাচ্ছেন তার ইমেইল আইডি
From= আপনার পছন্দমতো যেকোনো একটা এড্রেস (তবে এটা গুরুত্বপূর্ন নয়)।
Subject = আপনার লেখার বিষয়বস্তু
Message= আপনার বক্তব্য
Send Email ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ইমেইল এড্রেসে ডিপ নেটওয়ার্ক (অনিয়ম লিংক) হতে ইমেইলটি চলে যাবে, যেখানে সার্ভারের আইপি আপনার টরের প্রক্সির সাথে সাথে নিয়ত ভ্যারিয়েবল, তাই আপনাকে ট্রাকআউট/ট্রেসআউট করা প্রায় দুঃসাধ্য হবে।
আসুন নিচের স্ক্রিনশট দুটি হতে বিষয়টা আরেকটু সহজবোধ্য হই……
এহ……ভাইয়া এইটা তো আপনার ওয়েব সার্ভার; আমি চাই আমার নিজের একটা ইমেইল সার্ভার বানাতে… যতোই হউক ধার করে মাস্ক পড়ে তো আর এনোনিমাস হওয়া যায়না!
সবার আগে http://hosting.danwin1210.me সাইটে যান এবং রেজিস্টার কমপ্লিট করুন ( পোস্টের কলেবব অহেতুক যাতে না বাড়ে এবং আমার লেখাগুলি চেইন পোস্ট হওয়ায় উক্ত হোস্টিং সাইটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই লিংক হতে স্ক্রিনশটসহ দেখে দেখে ফলোআপ করুন)। এবার File Manager হতে www ডিরেক্টরি সিলেক্ট করুন, সেখানে একটি html ফাইল দেখতে পাবেন। এবার উপরের choose files লেখা অপশন হতে এই index.html এবং send.php ফাইল দুটি আপলোড করে দিন।
স্ক্রিনশট দেখুন:
ব্যাস আপনার সাইট রেডি; এবার Tor কানেক্ট করান:
আপনার ঐ ওয়েবসাইটে প্রবেশ করুন, দেখুন ইমেইল পাঠানোর ভিজ্যুয়াল সারফেস তৈরী….ব্যস এবার শুধু গরম গরম আপ্যায়ন!!
[উল্লেখ্য: আপনার এই ওয়েব সার্ভার ব্যবহার করে অন্যরাও ফ্রি’তে এনোনিমাস ইমেইল পাঠাতে পারেন,কোন প্রকার সাইনইন বা সাইনআপ ঝামেলাছাড়াই।আপনি চাইলে ফাইল দুটি মোডিফাই করে নিতে পারেন, আমি জিপ আকারে ফাইল দিলাম না…যাতে আনজিপ করতে আপনার যেন কষ্ট না হয়]
পরবর্তী পোস্ট:
(১)পরের পোস্টের বিষয়বস্তু থাকবে এমন একটা ডিপ সোস্যাল নেটওয়ার্ক তৈরী করা যেখানে আপনি শতভাগ এনোনিমাস হয়েই মনের আনন্দে সোস্যাল এক্টিভিটি করতে পারবেন,অনেকটা ফেসবুকের মতোই; তাতে কেউ আপনার গলাটিপে ট্রাক/ট্রেস করতে পারবে না;আওয়াজ হউক বাধভাঙ্গা!
এমনি একটি সোস্যাল নেটওয়ার্ক তো তৈরী হয়েই গিয়েছে DarkDoor [Link→ http://2vgwjtcnop4sjpug.onion]
DarkDoor এপ্স ডাউনলোড লিংক→ https://www.mediafire.com/download/myameol0kdasq8a
(DarkDoor এক্সেস পেতে অবশ্যই আপনাকে Tor এর সহায়তা নিতে হবে)।
(২)শুধু ডার্ক আর ডিপ হবে কেন? চাইলে আপনি সারফেস ওয়েব দিয়েও দারুণ কিছু করতে পারেন যেমন নিছক Blooger দিয়েও একদম Facebook এর মতোই ভিজ্যুয়াল স্টাইলে সোস্যাল নেটওয়ার্ক তৈরী করতে পারেন।ডেমো দেখতে পারেন→ https://soulsbox.blogspot.com [যদিওবা এটিতে সমস্ত ফিচার আনতে এখনো এটি আন্ডার কনস্ট্রাকশন]
ইনশাল্লাহ উপরে যেসব বিষয় সংক্ষিপ্ত আকারে বললাম সবকিছুই আপনাদের শেখানোর চেষ্টা করবো, শুধুমাত্র ঘড়ির কাটার সাথে কাটাকাটি করে যতোটুকু সময় পাই সেটা আপনাদের জন্যই উৎস্বর্গ করে দিলাম……
শেষে একটাই অনুরোধ রইলো “সালাত কায়েম করুন, আর সালাম কায়েম মানে নামায পড়া নয় বরং ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে সালাত প্রতিষ্ঠা করা”!
ফেসবুকে আমি→ নিশান আহম্মেদ নিয়ন
ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইলো…..টা টা বাই বাই।