হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই?
আশা করছি ভালোই আছেন।
আপনাদের দোয়ায় আমি ভালো আছি।
অনেক দিন পর আবার আসলাম।
যদিও ফেসবুক হ্যাক ভালো কাজ না। তারপরও নিজের সিকিউরিটির জন্য হ্যাকিং এর একটু খুটি নাটি জানলে নিজে সেইফ থাকা যায়।
তাই কেউ কারো ক্ষতি করার জন্য এইসব করবেন না।
ধন্যবাদ।
তো চলুন শুরু করে দেই। ➤➤➤
প্রথমে আমাদের লাগবে Termux app
এটা প্লেস্টোরে পাবেন।
এরপর ওপেন করুন। একটু অপেক্ষা করুন। নেট কানেকশন অন রাখবেন।
এবার একটা একটা করে কমান্ড দিবেন। কমান্ড গুলা নোট করে রাখতে পারেন। জাস্ট কপি প্যাস্ট করবেন।
প্রথম কমান্ড☞
pkg install python2-dev python2 git -y
এর পর এটি দিন।
apt install python2
apt install python2
Do you want to continue চাইলে Y প্রেস করে এন্টার করুন।
apt install git
pip2 install mechanize
pip2 install requests
git clone https://github.com/pashayogi/SETAN
এই কমান্ড টি খুবই ইম্পর্টেন্ট। একটুও ভুল করা যাবেনা।
উপরের কমান্ড গুলো আমাদের একবারই দিতে হবে।
পরে যতবারই কাজ করি বা টুল রান করি এই কমান্ড গুলা দিতে হবেনা।
আর টুল রান করতে নিচের কমান্ড ২ টা দিতে হবে।
এবং এই কমান্ড গুলো প্রতিবার টুল রান করার সময় দিতে হবে।
cd SETAN
python2 SETAN.py
python2 SETAN.py
এমন আসলে ভেবে নিবেন আপনার ৫০% কাজ শেষ।
আপনার Android fb হ্যাক এর জন্য প্রস্তুত।
তো আজ এই পর্যন্তই থাক। পুরো প্রসেস টা আমি ২টা পার্টে করবো যেনো বুঝতে সমস্যা না হয়।
যারা এই পর্যন্ত ঠিকমত করতে পেরেছেন তারা কমেন্টে Done লিখে যাবেন। তাহলেই আমি নেক্সট পোষ্ট করবো।
Next and final part is here
or
here
বাকি অংশ টা কাল দিবো। আমার চেনেলে চোখ রাখুন, পেয়ে যাবেন সবার আগেই।
ধন্যবাদ।
ভালো থাকেন।
আল্লাহ হাফেয।