হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই?

আশা করছি ভালোই আছেন।
আপনাদের দোয়ায় আমি ভালো আছি।
অনেক দিন পর আবার আসলাম।
যদিও ফেসবুক হ্যাক ভালো কাজ না। তারপরও নিজের সিকিউরিটির জন্য হ্যাকিং এর একটু খুটি নাটি জানলে নিজে সেইফ থাকা যায়।
তাই কেউ কারো ক্ষতি করার জন্য এইসব করবেন না।
ধন্যবাদ।

তো চলুন শুরু করে দেই। ➤➤➤
প্রথমে আমাদের লাগবে Termux app
এটা প্লেস্টোরে পাবেন।
এরপর ওপেন করুন। একটু অপেক্ষা করুন। নেট কানেকশন অন রাখবেন।
এবার একটা একটা করে কমান্ড দিবেন। কমান্ড গুলা নোট করে রাখতে পারেন। জাস্ট কপি প্যাস্ট করবেন।
প্রথম কমান্ড☞
pkg install python2-dev python2 git -y

 

এর পর এটি দিন।
apt install python2
Do you want to continue চাইলে Y প্রেস করে এন্টার করুন।

 

apt install git

 

pip2 install mechanize
pip2 install requests
এই কমান্ড টি খুবই ইম্পর্টেন্ট। একটুও ভুল করা যাবেনা।
উপরের কমান্ড গুলো আমাদের একবারই দিতে হবে।
পরে যতবারই কাজ করি বা টুল রান করি এই কমান্ড গুলা দিতে হবেনা।
আর টুল রান করতে নিচের কমান্ড ২ টা দিতে হবে।
এবং এই কমান্ড গুলো প্রতিবার টুল রান করার সময় দিতে হবে।
 cd SETAN
python2 SETAN.py
এমন আসলে ভেবে নিবেন আপনার ৫০% কাজ শেষ।
আপনার Android fb হ্যাক এর জন্য প্রস্তুত।
তো আজ এই পর্যন্তই থাক। পুরো প্রসেস টা আমি ২টা পার্টে করবো যেনো বুঝতে সমস্যা না হয়।
যারা এই পর্যন্ত ঠিকমত করতে পেরেছেন তারা কমেন্টে Done লিখে যাবেন। তাহলেই আমি নেক্সট পোষ্ট করবো।

Next and final part is here
or
here

বাকি অংশ টা কাল দিবো। আমার চেনেলে চোখ রাখুন, পেয়ে যাবেন সবার আগেই।
ধন্যবাদ।
ভালো থাকেন।
আল্লাহ হাফেয।

44 thoughts on "? ফেসবুক হ্যাক করুন আপনার এন্ড্রয়েড দিয়ে। ১০০% ওয়ার্কিং। With termux | Yahoo clonning"

  1. Zisan Islam Contributor says:
    Bro Root Na Unroot Konta?
    1. 360sharif Dark Author Post Creator says:
      thx, w8 for next post
  2. Avatar photo asmasagor Contributor says:
    হায়যে আর কত কি দেখতে হবে.এই ১টা পার্টকে ২টা পার্ট বানানোর কি দরকার.দৃষ্টি ভঙ্গিতে মানুষ চেনা যায়
    1. Avatar photo Mahedi Hasan Contributor says:
      ভাই একটা পোস্ট লিখতে আমাদের প্রচুর কষ্ট হয়, তবুও অথর রা লিখে যায় ? এরকম নেগেটিভ রেসপন্স পেলে কখনোই লিখার মানষিকতা থাকেনা

      ২ য় পার্টে আরো কিছু কাজ আছে । যেটা একটা পার্টে লিখতে গেলে উনার ও অনেক সময় প্রয়োজন আবার অনেকেই আছে যারা সবগুলো কাজ একবারে করতে পারবেনা । তাই ১ম পার্টে উনি শুধু টারমাক্স এ ইন্সটলেশন দেখাইছে ? তাও আপ্নারা এমন রেসপন্স

    2. 360sharif Dark Author Post Creator says:
      ভাই, ধন্যবাদ আমার হয়ে উত্তর দেয়ার জন্য।
      কিন্তু সবাই একরকম না ভাই।
      এই ছেলে নিজেকে পোষ্ট দাতার চাইতে চালাক ভাবে।
      ও যেদিন পোষ্ট লিখতে আসবে সেদিন টের পাবে কেমন মজা।
      thanks for your response
    3. Avatar photo Mahedi Hasan Contributor says:
      জ্বি ভাই পোস্ট লিখতে গেলে বুঝা যায় কত মজা লাগে ?
    4. Avatar photo SOJIB MiA Contributor says:
      ওই বেটা নিজে কি জানিস,, যে কখন একটা জিনিস আবিষ্কার করছিলি… অন্যের পোস্টে এসে লেকচার মারা যা
  3. Avatar photo asmasagor Contributor says:
    আপনারা পারেন বলে আপনাদের এতো কাহিনি ভাই..আসলে এটা আপনাদের ইচ্ছা তবে ১টা কথা নিজে নিজেকে আড়াল Korchen tnq
    1. 360sharif Dark Author Post Creator says:
      ভাই, আমি যদি পুরোটা এক সাথে দেখাতাম আপনার কমেন্ট টা কেমন হতো জানেন..??
      ‘ভাই কিচ্ছু বুঝিনাই, ধুর কাজ করেনা’
      তাই আমি ভাগ করে দিসি।
      তবুও যেহেতু আপনি নিজেকে চালাক ভাবেন, তাই পরের পার্টে একটা কোমেণ্ট কোরে জাইয়েন।
      আপনার কমেন্টের আশায় রইলাম।
      ধন্যবাদ।
    2. Avatar photo SOJIB MiA Contributor says:
      এইসব আবাল মার্কা ছেলেদের কারণে অধরা পোস্ট করে না
  4. Avatar photo Dip Dey Contributor says:
    Waiting For Next
  5. Avatar photo Rubel Contributor says:
    Command gula txt or zip akare dite parle khusi hoitam.
    1. 360sharif Dark Author Post Creator says:
      ekhane ki somossa vai?
  6. Avatar photo Md Shahin Contributor says:
    বাজে পোস্ট
    1. Avatar photo SOJIB MiA Contributor says:
      না বুঝলে তো বাজেই হবে
    2. 360sharif Dark Author Post Creator says:
      apni 1ta valo post koren vai
  7. Avatar photo TusHar Author says:
    waiting for next part
  8. Avatar photo ηιѕнαт ѕσмяαт Contributor says:
    $ git clone https://github.com/pashayogi/SETAN
    git: ‘clone https://github.com/pashayogi/SETAN’ is not a git command. See ‘git –help’.
    $

    vai laster dike eita ase! ki korbo???

  9. Avatar photo Sk Roy Contributor says:
    Vai ekta facebook id hack or disable kore dite hbe. Parben??
  10. Alimulislamadib Contributor says:
    Nice post bro
    amr khub ichcha fb hack korar tai next part gulo jdi ektu shohoj vabe den khuboi vlo hoy,apni murkhoder kothay kaan diyen nah.post ta onek vlo hoise.Asha kori next part gulao amon shundor r easy hobe.
    1. 360sharif Dark Author Post Creator says:
      thx bro..
      next part upload diyeci channel e,
      ekhane ratre debo
  11. rakib006 Contributor says:
    Jodi dekhi next part e “bruteforce” hoy. ai hack tar system.. taholy aita akta অচল post
    1. 360sharif Dark Author Post Creator says:
      na bro,, brute force na..
      next post aj ratei debo..
      or age pete ekhon e amr channele e dekhun
  12. Ariyan Sajid Contributor says:
    Good post,, plz next part bro
  13. SUNNY_ARK Contributor says:
    ভাইরে ফেসবুক তাদের সিকিউরিটির জন্য মিলিয়ন ডলার খরচ করে আর আপনি বলছেন মোবাইল দিয়ে হ্যাক করবেন ফেসবুক আইডি ?বাহ খুব ভালো পারলে আমারটা করে দিয়েন
    1. কোন লাভ নেই ভাই এইগুলো দেখে দেখে এখন আর কিছু বলতে ইচ্ছে করেনা।??? ?
    2. 360sharif Dark Author Post Creator says:
      facebook hack কোনভাবেই পসিবল না।
      এটা আমি আপনি বুঝলেও সাধারন আম-জনতা বুঝেনা।
      তাই ওদের কাছে সহজবোদ্ধ করার জন্য সাদারন বিষয়টাকেই হ্যাক বলে চালিয়ে দেয়া হয়।
      সো, যারা যেভাবে বুঝে তাদের এভাবেই বুঝাতে হয়।
      আসা করছি, আপনিও বুঝতে পেরেছেন।
  14. Avatar photo Rasel Ahmed Contributor says:
    নুলামি করার যায়গা পান না মিয়া?
    1. 360sharif Dark Author Post Creator says:
      What do you want to say.??
    2. Avatar photo Rasel Ahmed Contributor says:
      I want to say, please Hack my Facebook Account through this Metho.
  15. md shohel khan Subscriber says:
    ► বিকাশ অ্যাপ ডাউনলোড লিঙ্ক : https://bka.sh/RFIda9Yf নতুন বিকাশ অ্যাপ থেকে নিজের একাউন্ট খুলুন মিনিটেই, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে। কোথাও যেতে হবে না! আর অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথম লগ ইনে পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস! সাথে আছে আরো অ্যাপ অফার: – প্রথম বার ২৫ টাকা রিচার্জে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস – সেন্ড মানি ও পে বিল এ কোনো চার্জ নেই – ক্যাশ আউট খরচ হাজারে মাত্র ১৫ টাকা সবাই অ্যাকাউন্ট খুলে টাকা লুফে নিন , যারা জানেন তারা দয়া করে এড়িয়ে চলুন কারন যারা জানতে চেয়েছিল বলে ভিডিও চেয়েছিল তাদের জন্য এই ভিডিও , সামনে আরও নতুন ভিডিও আসছে সেই পর্যন্ত অপেক্ষা করুন ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেয ।
  16. MD_Tuofiq Contributor says:
    trickbd তে আগে অনেক ভালো পোস্ট পাওয়া যেত , এখন এসব ভু*য়া পোস্টে ভরপুর আর ভাল লাগে না ।।।
    1. 360sharif Dark Author Post Creator says:
      hmm, you are r8.
  17. AshrafMahamud420 Contributor says:
    ফাইজলামি নাকি ভাই সিম নামে কখনো দুইটা ইয়াহু মেইল খোলা যায় ?
  18. munna070 Contributor says:
    Bp.txt ta ami add krte parci na

Leave a Reply