Site icon Trickbd.com

[Hack Facebook] ?? ফ্রেন্ডলিষ্ট থেকে ৪/৫ টা আইডি হাতিয়ে(হ্যাক করুন) নিন। তাও সাধের এন্ড্রয়েড দিয়েই। No root. Part-2

Unnamed

 

হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই?
আশা করছি ভালো আছেন।
আজ ফেসবুক হ্যাক নিয়ে ২য় ও ফাইনাল পর্ব।
যারা আগের পোষ্ট দেখেন নি, এখান থেকে দেখে নিন।
তো কথা না বলে কাজে চলে যাই।


প্রথমে আমরা Termux রান করে দুইটা কমান্ড দিয়ে টুলটা রান করবো।
command-1: cd SETAN
command-2: python2 SETAN.py

এরপর ফেসবুকের ইউজারনেম/কোড এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করুন।
Paassword টাইপ করার সময় পাসওয়ার্ড শো করবেনা।
লগইন সাক্সেস হলে এমন আসবে।
also read..

[FB hack] ?? এবার চলুন ২/৩ টা গ্রুপ হ্যাক করে ফেলি। ১০০% কার্যকরী। Android & PC

এখন 2 প্রেস করে এন্টার দিন।
এখন 5 প্রেস করে এন্টার দিন।
এখন 1 প্রেস করে এন্টার দিন।
এবার একটু অপেক্ষা করুন। আপনার ফ্রেন্ডলিশটে যারা yahoo mail দিয়ে আইডি খুলছে তাদের আইডি দেখাবে।

আর যাদের আইডি হ্যাক করতে পারবেন তাদের আইডি White কালারে ID Code সহ দেখাবে।
Termux এর কাজ এতটুকুই।

এখানে আপনার ৮০% কাজ শেষ।??
Also read..

ফেসবুকের সকল মেসেজ এক ক্লিকে ডিলিট করুন। Delete all facebook messages in one click with Android and pc.

এখন যে আইডিটা হ্যাক করতে চান সেটার মেইল টা কপি করুন।
তারপর সেইম মেইল আইডি দিয়ে আরেকটা yahoo mail আইডি খুলুন।
তারপর ফেসবুক লগইন পেজে গিয়ে username এ yahoo mail টা আর Paassword এর ঘরে যেকোন একটা পাসওয়ার্ড টাইপ করুন।
পাসওয়ার্ড ভুল দেখাবে। ?
ভুলইতো দেখাবে, আপনিতো পাসওয়ার্ড জানেন না। ??
চলুন এবার হ্যাক এর পালায় যাই ??
এবার Did you forget your Paassword এ ক্লিক করুন।
মেইলটা সিলেক্ট করে Continue করুন।
Yahoo mail এ একটা কোড যাবে।
সেটা বসিয়ে আইডির একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিন।
 আইডি আপনার হাতে চলে আসবে।

Forgot Paassword এর কাজ গুলা আমরা কম বেশি সবাই  পারি। তাই আর স্ক্রিনশট দিলাম না।
এমনিতেই অনেক ক্লান্ত।
তো, হয়ে গেলো আইডি হ্যাক।
☞☞ এগুলা কইরা আবার কেউ কারো ক্ষতি করেন না যেনো। করলে আমি এর দায় নিবনা।
এটা জাষ্ট আপনাদের দাবি ছিলো তাই শেয়ার করলাম। আমি চাই সবাই সেইফ থাকুন।
ও হ্যা, যারা এতোক্ষন পুরো আর্টিকেল পরেও কোন কিছুই বুঝতেছেন না তারা আমার এই ভিডিও টি দেখতে পারেন।
মোটামুটি এক্সপ্লেইন করেই দেখিয়েছি।
এখানেতো এতো লিখা যায়না।

Termux নিয়ে আরো ভিডিও আসবে,
তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

রুট না করেই রুট পারমিশন দিন lucky patcher সহ যেকোন রুট অ্যাপকে। Double your Android system without Root ?三

ধন্যবাদ এতোক্ষন সাথে থাকার জন্য।
ভালো থাকুন।
আল্লাহ হাফেয।