Site icon Trickbd.com

Screen Translate অ্যাপস Free ভার্শন থেকে Pro ভার্শন বানান মাত্র ৫ মিনিটে। আর হয়ে যান মোডার। ( Part-5 )

Unnamed






সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে
প্লে স্টোর থেকে Screen Translate ফ্রী ভার্শন অ্যাপস ডাউনলোড করে Pro ভার্সন বানাবেন। যে কোন এপস ফ্রি থেকে Pro ভার্সন বানাতে 1 থেকে 2 মিনিট সময় লাগে শুধু একটু বুদ্ধি খাটাতে হয়। পোস্টে যদি ভালো আগ্রহ পায় কমেন্টে তাহলে নেক্সটে অন্য কোন Apps Pro বানানোর পোস্ট করব….

Screen Translate অ্যাপস এর কাজ আপনারা অনেক হয়ত জানেন আবার অনেকেই তো জানেন না। এই অ্যাপস এর মাধ্যমে যে কোন স্থান থেকে যে কোন লেখা কপি করতে পারবেন এবং ট্রান্সলেট করতে পারবেন। ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ যেকোনো স্থান থেকে যে কোন লেখা কপি করতে পারবেন।

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S

Apk Editor Pro ডাউনলোড লিঙ্কঃ(Google Drive)



N——————————————————————————-S

**কিভাবে Screen Translate অ্যাপস Pro ভর্শন বানাবেন। **

প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন। Translate On Screen লিখে সার্চ করুন। তারপরে অ্যাপস টি ডাউনলোড করে ওপেন করুন।

তারপর খেয়াল করবেন বিভিন্ন জায়গায় এড শো করবে।

তারপর নিচে দেখবেন Remove Ads এবং Purchese দুইটা অপশন আছে। এড রিমুভ করবেন এবং ফ্রিতে পার্সেস করবেন এটা আপনাদের আজকের শেখাবো।

ল্যাংগুয়েজ অপশনে গেলে দেখবেন বাংলা ভাষা হিন্দি ভাষা আরো অনেক ভাষা purchase না করলে ভাষাগুলো ট্রান্সলেট করা যায় না। পার্সেস অপশনে ক্লিক করলে দেখবেন।

এরকম একটা পেজ শো করবে। দেখবেন বিভিন্ন টাইম বিভিন্ন ডলার শো করবে। আমারটা ইন্ডিয়ান জিমেইল এজন্য রুপিস সো করছে। আপনাদের শেখাব কিভাবে আনলিমিটেড Purchase টা ফ্রিতে করবেন। 2250.00 রূপির জিনিস ফ্রিতে পাবেন।

এবার এপিকে এডিটর এপস টি ওপেন করুন।

স্ক্রীনশট দেখানো স্থানে ক্লিক করুন।

Screen Translate অ্যাপস টা সিলেক্ট করুন।

স্ক্রীনশট দেখানো স্থানে ক্লিক করুন।

তারপর নিচের মাঝখানে ফাইলস বাটনে ক্লিক করুন।

Smali অপশনে ক্লিক করুন।

তারপর দেখবেন smali নামে একটা ফোল্ডার শো করবে ওই ফোনে ক্লিক করুন।

Com ফোল্ডার এরকম।

recognize_text ফোল্ডারে ঢুকুন.

Translate ফোল্ডারে ঢুকুন.

Screen ফোল্ডার ওপেন করুন.

তারপর নিচের দিকে এসে MainActivity.smali অপশনে ক্লিক করুন।

তারপর নিচের তিন ডট মেনু তে ক্লিক করুন।

Java Code ক্লিক করুন.

তারপর নিচের সার্চ বাটনে ক্লিক করুন.

এপিকে এডিটর টা মিনিমাইজ করে Screen Traslate Apps ঢুকুন। তারপর অ্যাপসের ঢুকে পার্সেস অপশনে গিয়ে যেটা পার্সেস করতে চান সেই লেখাটা মুখস্ত করুন। যেহেতু আমরা আনলিমিটেড টা করবো এইজন্য আনলিমিটেড টা মুখস্ত করে নিলাম।

তারপর মিনিমাইজ থেকে এপিকে এডিটর টা ওপেন করুন। তারপর সার্চ বারে লিখুন Unlimited তারপর নিচের সার্চ বাটনে ক্লিক করুন।

তারপর দেখবেন 248 নাম্বার সিরিয়ালে আনলিমিটেড লেখাটা শো করবে। আর 241 নাম্বার সিরিয়ালে Remove ads সো করবে।

তারপর unlimited লাইনে এবং remove ads লাইনে //1 লিখে নিচের সেভ বাটনে ক্লিক করুন।

তারপর একবার আপনার মোবাইলের ব্যাক বাটন ক্লিক করুন। তারপর নিচের সার্চ বাটনে ক্লিক করুন।

তারপর উপরে ঘরে আনলিমিটেড লিখে নিচের দুইটা অপশন অন করে নিচের সার্চ বাটনে ক্লিক করুন।

তারপর দেখবেন স্ক্রিনশট দেখানোর মত লেখা শো করবে। ভালো করে লক্ষ্য করেন স্ক্রিনশট দেখানো স্থানে aw লেখা আছে। আপনাদের অন্য কিছু লেখা থাকতে পারে সেই অনুযায়ী কাজ করতে হবে। আমার যেহেতু aw লেখা সেই অনুযায়ী আমি কাজ করবো। আপনারা মোবাইলে ব্যাক বাটন ক্লিক করুন।

তারপর aw.smali অপশনে ঢুকলাম। আমার যেহেতু aw শো করছিল এজন্যই awsmali অপশনে ঢুকলাম। আপনার যেটা শো করবে ……. Smali অপশন এ ঢুকবেন।

তারপর 42 নাম্বার সিরিয়ালে আসবেন। এসে দেখবেন 0×0 লেখা আছে।

0×0 লেখার ওখানে 0×1 লেখে দেবেন। তারপর নিচের সেভ বাটনে ক্লিক করবেন।

তারপর মোবাইলের ব্যাক বাটন ক্লিক করে উপরের Build বাটনে ক্লিক করুন।

build হয়ে গেলে নিচের remove অপশনে ক্লিক করে আনইন্সটল করে দিন।

তারপর মাঝখানে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি ইন্সটল করুন।

তারপর অপেন বাটনে ক্লিক করুন।

তারপরে খেয়াল করুন সমস্ত Ads রিমোভ হয়ে গেছে এবং purchase ও হয়ে গেছে।

তারপর সিলেক্ট ল্যাংগুয়েজ অপশনে গিয়ে বাংলা সিলেক্ট করলাম।

অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম।

কিছু কিছু মোবাইলে একটা সমস্যা হবে তার সমাধান নিয়ে নিন। ট্রান্সলেট করলে দেখবেন ছোটশো করবে। স্ক্রিনশট দিয়েছি ওরকম।

তারপর একটু নিচে এসে দেখবেন সেটিং অপশন আছে ওখানে ক্লিক করুন।

প্রথমে 15 নিচের 30 সিলেক্ট করুন।

তারপর নিচের টেক্সট কালারের ক্লিক করুন। স্ক্রিনশট দেখানো স্থানে ক্লিক করুন।

কালো কালার সিলেক্ট করে দিন।

তারপর দেখুন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করলাম।

বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করলাম।

যারা অলস কাজ করতে মন চায় না। কষ্ট মনে হয় তারা নিচের ডাউনলোড লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করেন কষ্ট করে মোড করার কোন প্রয়োজন নেই।

N——————————————————————————-S

Screen Translate ডাউনলোড লিঙ্কঃ(Google Drive)



N——————————————————————————-S

হয়ে গেল Free ভার্শন অ্যাপস Pro ভার্সন। যে কোন অ্যাপস free থেকে pro বানানো কোন ব্যাপার না। আপনাদের ভালো আগ্রহ পারলে পরবর্তীতে অনেক অ্যাপস প্রো ভার্শন বানানোর টিপস শেয়ার করব।

N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। [ Modding পর্ব 1 ]

Fb Lite অ্যাপসে নাইট মোড বাটন এড করুন। [ Modding পর্ব 2 ]

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।









যোগাযোগঃ


Facebook– https://facebook.com/nsasns

Messenger– https://m.me/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

NS Sabur

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l ভাল লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।