Site icon Trickbd.com

(r1d3x0r) ডার্কওয়েবের জনপ্রিয় ইমেইল সার্ভিস কীভাবে ব্যবহার করবেন দেখুন।

Unnamed

প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো

“ডার্কওয়েবের ইমেইল সার্ভিস গুলোর কাজ কী এবং কীভাবে ব্যবহার করতে হয় ডার্কওয়েবের সিকিউরড ইমেইল এই বিষয় আজকের টিউটোরিয়াল আমার”

ডার্কওয়েব নিয়ে আমি বেশ কিছু টিউটোরিয়াল পাবলিশ করেছি এবং সেখানে আমি বলেছি যে ডার্কওয়েবে কখনোই নরমাল ওয়েবের ইমেইল ঠিকানা ব্যবহার করা সঠিক হবে না, হতে পারে আপনার ইমেইল এড্রেস হ্যাক হয়ে যাবে। আবার আপনি একটা এমন ওয়েবসাইটে আপনার ইমেইল এড্রেস ব্যবহার করলেন ওটা হতে পারে কোনো হ্যাকিং কমিউনিটির ক্লোন ওয়েবসাইট তৈরি করে রেখেছে এফবিআই।

আপনি যখন ক্লোন ওয়েবসাইটে আপনার জিমেইল এড্রেস দিয়ে একাউন্ট ক্রিয়েট বা যেকোনো কাজে ব্যবহার করবেন তখন এফবিআই গুগল কোম্পানির কাছে আপনার জিমেইল একাউন্টের ইনফরমেশন জেনে আপনাকে আইনি ব্যবস্থাও নিতে পারে। আর অন্য দিকে তো আপনার একাউন্ট হ্যাকের ভয় থাকেই; আর মূলত নরমাল ওয়েবের সকল কোম্পানিকেই যদি সরকার তথ্য দিতে বলে তাহলে কোম্পানি বাধ্য।

এই জন্য আপনার নিরাপত্তা এবং আপনার ইমেইল একাউন্টের সিকিউরিটির কথা ভেবে আপনাকে ডার্কওয়েবের ইমেইল সার্ভিস গুলো ব্যবহার করতে আমি বলবো। ততে করে আপনি নিজেকে নিরাপদ রাখার আরও একটা ধাপ এগিয়ে গেলেন। ডার্কওয়েবের কোনো ওয়েবসাইটের মালিককে ধরা মুশকিল আর ইনফরমেশন চাওয়া তো বহু দূরের বিষয় অতএব আপনি নিরাপদ।

ডার্কওয়েবে বেশ কিছু ইমেইল সার্ভিস আছে যেগুলো ডার্কওয়েবে মাত্রাধিক ব্যবহারের ফলে জনপ্রিয়তা পেয়েছে। ডার্কওয়েবে যোগাযোগের একটাই ব্যবস্থা সকল ওয়েবসাইটে সেটা হলো ইমেইল আর সবাই কিন্তু ডার্কওয়েবের ইমেইল সার্ভিস গুলো বেশীই ব্যবহার করে এতে নিরাপত্তা বেশী পাই।

আমরা নরমাল ওয়েবে যেমন জিমেইল, ইয়াহু ইত্যাদি জনপ্রিয় ইমেইল সার্ভিস গুলো যেমন আনলিমিটেড ইমেইল এবং স্টোরেজ ব্যবহার করতে পারী ফ্রিতে কিন্তু ডার্কওয়েবে এমন সিস্টেম নাই। ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন থাকে ফ্রি ভার্সনে আপনি ২৫ এমবি স্টোরেজ পাবেন ব্যবহার করার জন্য। তবে এটা তেমন কোনো সমস্যার বিষয় না একটা একাউন্টের স্টোরেজ সমাপ্ত হয়ে গেলে আরও একটা একাউন্ট ক্রিয়েট করে নিলেই সমাধান হয়ে গেলো আর এতো ইমেইল আসবেও না আর আপনিও হয়তো নরমালি এতো ইমেইল করবেন না যে ২৫ এমবি স্টোরেজ হুটহাট সমাপ্ত হয়ে যাবে।

ডার্কওয়েবের জনপ্রিয় ইমেইল সার্ভিসে প্রবেশ করতে http://secmailw453j7piv.onion এই লিংকে যেতে হবে। এখন আমরা চলে যাবো ডার্কওয়েবে আর ডার্কওয়েবে সাধারণ ওয়েবের মতো অ্যাক্সেস করা যায় না অতএব ডার্কওয়েবে কীভাবে অ্যাক্সেস করতে হয় আশা করি আপনারা জানেন আর আমি ডার্কওয়েবে হ্যাকারদের সাথে অথবা বিভিন্ন সিকিউরিটি এক্সপার্ট আর চাইলে নিজের নিমন্ত্রিত কারো সাথে নিজেকে লুকিয়ে কীভাবে কথা বলবেন দেখুন টিউটোরিয়ালেও দেখিয়ে দিয়েছি যে আপনি কীভাবে ডার্কওয়েব অ্যাক্সেস করবেন তো আশা করি নতুন করে বিষয়টা না বললেও আপনারা পারবেন এবং লিংকটি প্রবেশ করলে আপনারা নিচের স্ক্রিনশটের মতো ইমেইল সার্ভিসিং ওয়েবসাইট পেয়ে যাবেন।

এখন আমাকে এইখানে একটা একাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আমি Sing up অপশনে গিয়ে যে যে তথ্য গুলো চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি এবং তারপর আমি Sing up বাটনে একটা ক্লিক করে দিচ্ছি আর স্ক্রিনশটে আমি আমার এড্রেস এবং সিকিউরিটি কোড লুকিয়ে দিয়েছি নিরাপত্তার কথা বিবেচনা করে।

এখন নিচের স্ক্রিনশট দেখুন আমার একাউন্টটি সফল ভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে; এখন আমি লগইন করবো।

এখন দেখুন আমি আমার একাউন্টে সফল ভাবে লগইন করতে পেরেছি এবং তারপর আমাকে আমার একাউন্টের ইনবক্সে রিডাইরেক্ট করে দিয়েছে। এখন আমি এইখান থেকে ইমেইল রিসিভ করতে পারবো পাঠাতেও পারবো এবং প্রয়োজনে আমি আমার একাউন্ট ডিলেটও করে দিতে পারবো।

আশা করি আমি আপনাদের সুন্দর এবং সহজ ভাবে বুঝাতে সক্ষম হয়েছি।

ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।