কানেক্ট থাকা Wifi password বের করুন মাত্র দু মিনিটে ৷
(গতকাল এক ভাই তার পোস্টে লেখেছিল তার বিপরিত আজকের এই পোস্ট)
১ম পদ্ধতিঃ
Wifi এ যান টাচ করুন কানেন্ট থাকা wifi Router এ উপর
তারপর স্ক্রিনসুট তুলুন
এখন QR Code Scan ওপেন করুন(যদি QR code scaner না থাকে তাহলে play store ডাওনলোড৷করে নিন)
এবার স্ক্রীনসুট টি সিলেক্ট করুন
? দেখুন পাঁচওয়ার্ড দেখা যাচ্ছে ৷
নোটঃ অন্যান্য ফোনের ক্ষেত্রে share password এ ক্লিক করে QR Code বের করতে হবে ?
২য় পদ্ধতিঃ
প্রথমে আপনার কানেক্ট থাকা wifi এ যান এর পর Gateway ip কপি করুন অথবা মনে রাখুন ৷ সব ক্ষেত্রে 192.168.1.1 / 192.168.0.1 ip address হয় ৷
তারপর ক্রোম ব্রাউজারে ইন্টার করুন
এরপর উপরের ছবির মতো আসবে তখন
- Username: admin
- pass: admin
দিবেন ৷ (যদি লগিন হয় তাহলে পাঁচওয়ার্ড দেখতে পারবেন , লগিন ছাড়া পাচঁওয়ার্ড দেখা )
তারপর Wireless > Wireless security. তে যান
উপরের ছবিতে দেখুন password show করছে ৷
৩য় পদ্ধতিঃ
এই পদ্ধতি দিয়ে আপনি সারাজীবন পাচওয়ার্ড ছাড়াই ব্যবহার করতে পারবেন ৷
১মে প্লে স্টোর থেকে wps app ডাওনলোড করে নিন
তারপর রাউটারের নিচে দেখুন pin নামে যেখানে লেখা আছে তার পিন কপি করুন
তারপর wps app এ যান এবং কাস্টোমস পিন এ ক্লিক করে রাউটারের pin টা লিখুন ব্যাস কানেক্ট হয়ে গেছে দেখুন ৷
এই পিন থাকলে যতবার পাঁচওয়ার্ড চেন্জ করুক না কেন তবুও কানেক্ট হবেই ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
কোন প্রশ্ন থাকলে করতে পারেন ৷