কানেক্ট থাকা Wifi password বের করুন মাত্র দু মিনিটে ৷

 

(গতকাল এক ভাই তার পোস্টে লেখেছিল তার বিপরিত আজকের এই পোস্ট) 

 

১ম পদ্ধতিঃ

Wifi এ যান টাচ করুন কানেন্ট থাকা wifi Router এ উপর 

 

 

তারপর স্ক্রিনসুট তুলুন

 

 

এখন QR Code Scan ওপেন করুন(যদি QR code scaner না থাকে তাহলে play store ডাওনলোড৷করে নিন)

 

 

এবার স্ক্রীনসুট টি সিলেক্ট করুন 

 

 

? দেখুন পাঁচওয়ার্ড দেখা যাচ্ছে ৷ 

 

 

নোটঃ অন্যান্য ফোনের ক্ষেত্রে share password এ ক্লিক করে QR Code বের করতে হবে ?

 

২য় পদ্ধতিঃ

 

প্রথমে আপনার কানেক্ট থাকা wifi এ যান এর পর Gateway ip কপি করুন অথবা মনে রাখুন ৷ সব ক্ষেত্রে 192.168.1.1 / 192.168.0.1 ip address হয় ৷

তারপর ক্রোম ব্রাউজারে ইন্টার করুন 

এরপর উপরের ছবির মতো আসবে তখন 

  • Username: admin
  • pass: admin 

দিবেন ৷ (যদি লগিন হয় তাহলে পাঁচওয়ার্ড দেখতে পারবেন , লগিন ছাড়া পাচঁওয়ার্ড দেখা ) 

তারপর Wireless > Wireless security. তে যান 

উপরের ছবিতে দেখুন password show করছে ৷ 

 

৩য় পদ্ধতিঃ

এই পদ্ধতি দিয়ে আপনি সারাজীবন পাচওয়ার্ড ছাড়াই ব্যবহার করতে পারবেন ৷

১মে প্লে স্টোর থেকে wps app ডাওনলোড করে নিন 

তারপর রাউটারের নিচে দেখুন pin নামে যেখানে লেখা আছে তার পিন কপি করুন

 তারপর wps app এ যান এবং কাস্টোমস পিন এ ক্লিক করে রাউটারের pin টা লিখুন ব্যাস কানেক্ট হয়ে গেছে দেখুন ৷ 

এই পিন থাকলে যতবার পাঁচওয়ার্ড চেন্জ করুক না কেন তবুও কানেক্ট হবেই ৷

 
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
কোন প্রশ্ন থাকলে করতে পারেন ৷

44 thoughts on "কানেক্ট থাকা Wifi password বের করুন মাত্র দু মিনিটে"

  1. Babucool Contributor says:
    Mac filtering thakleo kaj korbe….?
    1. sopon Author Post Creator says:
      Hmm
  2. Nazmul Huda Contributor says:
    Wps app er kaj ki bhai
  3. Nafis Fuad Contributor says:
    Wps off thakle pin kaj kore na
    Tp link e kaj hoy na pin dia ?
    1. sopon Author Post Creator says:
      Try korsen
  4. Md Parvej Contributor says:
    Faltu post,aisob jinis sobai jane r purono post bar bar kno
  5. BORNO Contributor says:
    HELLO, আসা করি ভালো আছো । তোমার এই পোস্ট জানি না যে সঠিক কিনা । আমার MOBILE টি SAMSUNG GALAXY J2. এটি ROOT করতে পারছি না । তোমার পোস্ট আমার MOBILE এ কাজ ও করে না । VMOS APP আমার MOBILE এ কাজ ও করে না কারন আমার মোবাইলে জায়গার সল্পতা এই সল্পতার কারোনেই । আমি COMPUTER ছাড়াই ROOT করতে চাই । এছাড়া আমি KINGROOT,KINGROOT, i ROOT ,360 ROOT, ETC ব্যবহার করেছি । তাও হয় নি । ROOT ছাড়া কোন ভাবেই WI-FI PASSAWED দেখা যায় এরাকোম একটা APP বের করুন আপনার কাছে এটা একটা অনুরোধ ।
    1. Dark_Superman (Mr. Merciless) Contributor says:
      ভাই, আমার বাবার জে২ প্রাইম রুট করতে হয়েছে ওডিন দিয়ে। কাস্টম রিকোভারি twrp দিয়ে যা পাইসিলাম xda developers site এ।
      আপনার ফোনেরটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
      আর ওরা রুটের টেকনিকও দিয়ে দেয়।
    2. sopon Author Post Creator says:
      Sorry.. emon apps nai.. thakleo segula okejo ekhon
    3. ibrahim_khalil Contributor says:
      আমার আগের ফোনটা ও j2 ছিলো।
      এমন কোনো এপস নাই যে ট্রাই করি নাই।
      শেষে কম্পিউটার দিয়েই রুট করতে হইছিলো
    4. HQ Shakib Author says:
      Pc chara hobe na j2
  6. Sohel Rana Contributor says:
    apnar moto sobai to ar bolod na……je admin penel er passward admin rakhbr
  7. Sohag21 Author says:
    it’s really working ! thanks
    1. sopon Author Post Creator says:
      Wellcome
  8. Wps নিয়ে একটা আর্টিকেল তৈরী করুন ৷
  9. Vodrosoytan Contributor says:
    eigula onk agei share kora ase trickbd te..ektu khujlei paiya jaiben
    1. sopon Author Post Creator says:
      Hmm.. tobe update post eta
  10. Nishan khan Subscriber says:
    রুট করা মুবাইল এর জন্য একটা ট্রিক শেয়ার করেন।
    1. sopon Author Post Creator says:
      Root kora mane bujlam na
  11. ruhul45 Contributor says:
    Amar symphony i68 root korte parchina pc diye try disi 51 Tay fail marche
    1. sopon Author Post Creator says:
      Ken fail marlo?
  12. Foysal Contributor says:
    Redmi/mi phone e kono app ba root lagena.. Emni tei connect wifi password dekha jay.. Ami nijei evabe use kori..
    1. sopon Author Post Creator says:
      Hmm
  13. SPK Contributor says:
    অটোমেটিক পাসওয়ার্ড পাওয়ার সিস্টেম আছে কি? মনেকরেন যে ওয়াই ফাই চালায় তার ঘরেই যাবার কোনো উপায় নেই। তার ওয়াই ফাই কিভাবে চালাবো? যদি কোনো সিস্টেম থাকে তবে বলবেন প্লিজ!
    1. sopon Author Post Creator says:
      সব wifi এর ক্ষেত্রে কাজ করবে না ৷ কিছু উপায় আছে? তা নিয়ে আগামিকালকে পোস্ট আপডেট দিবো দেখে নিবেন ৷
    2. SPK Contributor says:
      এই পোষ্টই ইডিট করে আপডেট দিবেন, নাকি নতুন পোষ্ট দিবেন। একটু জানিয়েন ভাই।
  14. HQ Shakib Author says:
    Root thakle esob kicchu kora lage na just 1 minute, joto strong sequrity e hok time nei root er kache.
    1. SPK Contributor says:
      ফোন রুট কাকে বলে জানিনা ভাই। এটাতে কোনো সমস্যা হয় কিনা তাও জানিনা। তার জন্যই এপের কথা বলেছি।
  15. Ratul Sohag Contributor says:
    দ্বিতীয় পদ্ধতি নট ওয়ার্ক।

    http://192.168.0.107/ এটা আমার আইপি।

    এড্রেস বারে এটা দিয়া ক্লিক করলে কোন পেইজ আসে না।

    1. sopon Author Post Creator says:
      আমি বিশ্বাস করতে পারলাম না
  16. Ratul Sohag Contributor says:
    দাদা কোন কাজের না পোস্ট টা।
    নট ওয়ার্ক।
    1. sopon Author Post Creator says:
      দাদা নয় বরং বলুন ভাই ৷ আমি হিন্দু নই মুসলিম
      ৷ এই পোস্ট 100% কাজের ৷ সব কটা ধাপ পরিক্ষার পর পাবলিশ করেছি ৷
  17. Ratul Sohag Contributor says:
    আর তৃতীয় পদ্ধতিতে কাস্টমস পিন এ ক্লিক নেয় না

    যদি ফেসবুক আইডিটা দিতেন ভালো হত।

    1. sopon Author Post Creator says:
      কোন এপস দিয়ে ট্রাই করছেন
  18. 《ßHĀØÑ》 Contributor says:
    @Hq Shakib vai kivabe akta post den plz
  19. Ratul Sohag Contributor says:
    আমিও হিন্দু নই দাদা শব্দ যে হিন্দুদের আজকেই জানলাম।

    যাই হোক স্বপন ভাই আপনার ফেসবুক আইডি দিলে ভালো হয়।
    ম্যাসেনজারে স্কিনশর্ট দিতে পারতাম।

    1. Shamim Author Post Creator says:
      amar profile chack korun.. Fb od link deowa ase.
  20. Ratul Sohag Contributor says:
    এখানে বয়েচ সিস্টেম থাকলে সমস্যা বুঝায়া বলতে পারতাম।
    আপনার ফেসবুক আইডি লিংক টা দিলে হয়তো সমাধান নিতে পারতাম।
    1. Shamim Author Post Creator says:
      আপনি তিন দিন অপেক্ষা করুন তৃতীয় পদ্ধতি নিয়ে দীর্ঘ বিস্তারিত সহকারে পোস্ট পাবলিশ করবো ৷
  21. Bule Attack Contributor says:
    কেউ কি ৩ নাম্বার পদ্ধতিতে কানেক্ট হতে পেরেছেন?

    পোস্টকারীর কোন রেসপন্স নেই।

    হতাশ হলাম।

    আর ফোন কি রোট থাকা লাগবে?

    1. Shamim Author Post Creator says:
      আমি ভিষন ভাবে দুঃখিত ৷ আমি ট্রিকবিডিতে আর তেমন এক্টিভ থাকিনা তাই উওর দিতেে পারিনি ৷ আপনার সমস্যা বুঝিয়ে বলেন ৷ অথবা FB তে নক করুন ৷

Leave a Reply