Site icon Trickbd.com

?proxychains – privacy র দরকার? তাহলে আপনাকে এটা এখনি শিখতে হবে।

আসসালামুয়ালাইকুম

আজকে tor এর পোস্ট দেখে আমারও procychain নিয়ে আপনাদের সথে একটু আলোচনা করার ইচ্ছা জাগল। যাদের এর সম্পর্কে জানা নেই তারা অবশ্যই কিছু স্কিপ করবেন না। privacy , security এর ব্যাপার এ কোনো কিছু অর্ধেক জেনে কাজ করা উচিত না । আর যারা জানেন আশা করি দেখে গেলেও নতুন কিছু হলেও জানবেন।

Proxychain টা আসলে কি সেইটা বলে নেই। Proxychain একটা সিস্টেম যেখানে আপনার আইপি একবার নয় দুইবার নয় পরপর 3 টা বা তার বেশি node বা প্রক্সি সার্ভার দিয়ে তারপর সাইট এ অ্যাকসেস করবে ।

জিনিস টা একটু কমপ্লেক্স লাগে বুঝতে । তাই আমি এই ডায়াগ্রাম দিয়ে দিলাম।

এখানে দেখেন একটা জিনিস লক্ষ করেন। যখন আপনি tor এ onion সাইট ব্যাবহার করেন। তখন প্রথমে আপনার আইপি থেকে আরেক প্রক্সি কানেক্ট হয় তারপর আরেক তারপর আরেক। এত গেলো আপনার security। কিন্তু অন্যদিকে ওয়েবসাইট তার ও সিকিউরিটি আসে। ওয়েবসাইট টাও এমন একটা প্রক্সি থেকে আরেকটা থেকে আরেকটা এভাবে কিছু node এর পর কানেক্ট করে।

এত সিকিউরিটির পর ও যে কেমন করে যে track করে । হয়তো তেমন টেকনোলজি আছে security সার্ভিস দের কাছে। তাই কেই খারাপ কাজ করার আগে ১০০ বার ভাববেন । খারাপ কাজ না করেও বেচে থাকা যায়। ? আর হ্যা এটা অবশ্যই educational tutorial । Web Security and privacy এর জন্য । সবকিছুর ই ভালো খারাপ দিক আছে। তেমনি এটার খারাপ দিকে গেলে আমি, আমরা, গ্রুপ এর কেউ বা trickbd দায়ী নই। ?

আমি আশা করি আপনারা সবাই জানেন ই vpn গুলা কিভাবে কাজ করে বা কিভাবে নেটওয়ার্ক টানেল করে। তবে খুব ভালো ভাবে একটা explain করার পোস্ট চাইলে নিচে কমেন্ট box বা telegram গ্রুপ এ আমাকে শুধু বলেন ।

এই গেলো concept । মনে করি সবাই বুঝতে পারছেন। লিনাক্স এ বা অন্য কোথাও না বুজে মুখস্ত এর মত করে কিছু করা ঠিক না বলে আমি মনে করি। এখন proxychain programme / tool টা কিভাবে ব্যাবহার করতে হয় সেইটা দেখাবো।

installation:

Procychain কাজ করার জন্য আমাদের tor service এর দরকার। তাহলে;

প্রথমে সিস্টেম এর apt প্যাকেজ ম্যানেজার এর এর repository গুলো আপডেট করে নেই:

Sudo apt update

এবার। Tor সার্ভিস ইনস্টল করে নেই।

Sudo apt install tor

এখন আমরা proxychain ইনস্টল করবো। তার জন্য সহজেই apt থেকে ইনস্টল করতে :

Sudo apt install proxychains4

 

লিনাক্স , security , tech বিষয়ে কোনো active সাহায্যর জন্য আমাদের গ্রুপ এ join করে রাখেন।
https://t.me/unknownintellect

আশা করি একজন আরেকজনকে সাহায্য করবেন এবং নিজে ও অন্যকে জানতে ও জানাতে পারবেন।

আজ এই পর্যন্তই। নেক্সট epesiod soon মধ্যেই দিয়ে দিবো ।

A simple request to trickbd developers from the visitors : bro ,consider looking at the trickbd.com homepage loading speed.