Chains Background Images, Vectors and PSD Files for Free Download | Pngtree

আসসালামুয়ালাইকুম

আগের পর্বে:

Proxychains installation আর কনফিগারেশন।

আজ আমরা দেখব কিভাবে proxychains এর সাথী ইন্টারনেট ব্রাউজ করা যায়।

প্রথমেই বলে রাখি। যারা যারা আগের পর্ব গুলো পড়েন নি তারা এখনই পরে আসুন । নাহয় পোস্ট এর আগামাথা কিছুই বুজবেন না।

 

Epesiod 1 : https://trickbd.com/hacking-tutorials/784601

epesiod 2 : https://trickbd.com/hacking-tutorials/784720

 

Proxychains ব্রাউজার এর সাথে ব্যাবহার করতে শুধু টার্মিনাল এ লিখেন

Proxychains4 <browser>

For eg ; proxychains4 Firefox

 

with dynamic chains

তারপর নতুন একটা ফায়ারফক্স tab ওপেন হবে । * proxychains দিয়ে কানেক্ট করার আগে আগের ফায়ারফক্স ওপেন থাকলে সেগুলো একটা দিবেন

 

 

প্রথমে ব্রাউজার এ আপনার আইপি অ্যাড্রেস ট চেক করে নিন । লিস্ট এ দেয়া আইপি অ্যাড্রেস এর মধ্যে আছে কিনা।

with dynamic chain

Proxychains এর আরেকটা important ফিচার হলো এটা দিয়ে আপনি শুধুমাত্র ফায়ারফক্স এই চালাতে পারবেন না।
টার্মিনাল এর যেকোনো টুল এর সাথে এটা ব্যাবহার করতে পারবেন ।

একটা example দেখাই:

proxychains4 <tool > <tool flags>

 

এবার বুঝতে পারছেন proxychains এর আসল সুবিধা


আগের epesiod এ বলেছিলাম ভালো proxy কিভাবে পাবেন।আসলে high quality প্রক্সি সবগুলাই কেনা লাগে বলেই আমি জানি।

 

Freeproxy এর মধ্যে proxyscrap , hideme,hidemyass, spys। অথবা গুগল এ ফ্রি প্রক্সি লিস্ট লিখে সার্চ করলে কিছু
সাইট পেতে পারেন | এগুলা সাইট থেকে কিছু পাবেন। কিন্তু এগুলোর সবগুলা প্রক্সি alive থাকে না।আর স্পীড ও কম। এগুলো থেকে নিয়ে প্রথমে প্রক্সি গুলা একটা অনলাইন প্রক্সি চেকের দিয়ে চেক করে নিবেন যে alive নাকি dead।

 

 

ফ্রী প্রক্সির মধ্যে Weshare থেকে ব্যাবহার করতে পারেন। এখানে একাউন্ট করলে ১০ টা free good quality প্রক্সি দেয়।

 

 

প্রক্সি গুলার মধ্যে সিকিউরিটির র ও ব্যাপার আছে। অনেক প্রক্সি তে normal সিকিউরিটি , আবার অনেকগুলো তে anonymous সিকিউরিটি। এই বিষয়টা খেয়াল রাখতে পারেন।


আজেবাজে কিছু কথা:

এই সিরিজ এ তেমন একটা মানুষের আগ্রহ দেখলাম না। গ্রুপ এও শুধু একজন মেসেজ করলো । আজকাল সব trickbd র সব পোস্ট এই কেনজানি ১.৫k এর নিচে ভিউ ।expected কমেন্ট আর visitor এর review রেস্পন্ড না পেলে কনটেন্ট বানানো আর ভূতের সাথে কথা বলা একই বলে মনে হয়। এটা সব writter এ বোঝে | নতুন জিনিস আশায় পুরোনোতে আর আগ্রহ থাকে না মানুষের , আগে আমাদের সবার কাছে স্মার্টফোনে না,  সিল button জাভা ফোন। শেখার ইচ্ছায় মানুষ ব্লগ পড়তো। ভালো ভালো writter ও সিল ।time has changed |  এখন তো কোনো কিছুর দরকার হলে ইউটুব এই পাওয়া যায় 🙂  hahhaha,  however it doesn’t matter where you learn from .  as long as the will of fire exists…….

Consider any mistake . and also mentioning the disclaimer .

 

telegram group :- https://t.me/unknownintellect

 

The end of the proxychains series.

This is me MR.Polite

cat.meow.mewo.sleep(indefinite_time) ?

3 thoughts on "(Final epesiod) proxychains এর ব্যবহার এবং প্রক্সি"

  1. Tanjid Contributor says:
    Ei sob proxy use kore YouTube channel e ki views deya jay?
    1. Mr. Polite(θ‿θ) Author Post Creator says:
      YouTube e কোনো রকম fake ভিউ দিয়ে চ্যানেল grow করতে পারবেন না। হ্যাঁ এটা ঠিক যে আপনার চ্যানেল এ ভিউ আসবে। But কিছুদিন পর আবার ইউটিউব fake ভিউ গুলা ডিলেট করে দিবে আর এইটা দিয়ে কতইবা ভিউ দিবেন। ভিডিও কোয়ালিটি ভালো দেন seo করেন। Emnitei মানুষ ভিউ দিবে।

Leave a Reply