আস সালামু আলাইকুম
সবাই কেমন আছেন?ভালো নিশ্চয়ই।
বর্তমান আমাদের ৯৫% তার ও বেশি মানুষ একটাই অভ্যাস আছে যে দিনের বেলা অথবা রাঁতে ঘুমানোর সময় কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই।
এই মেয়েটি হেডফোন কানে লাগিয়ে
মোবাইল চার্জ দিয়ে গান শুনতে শুনতে
ঘুমিয়ে পড়েছিল আর কয়েক ঘণ্টা পর
দেখুন তার অবস্থা।
যদি আপনাদের কারো এই বদ অভ্যাস
থেকে থাকে তাহলে ত্যাগ করে ফেলুন।
গান শোনাকালীন যদি কোন লোক মারা
যায়,তাহলে মহান আল্লাহর কাছে,কি
জবাব দিব।
কুরআনে ও হাদিসে এই বিষয়ের উপর অনেক প্রকার দলিল আছে তাছাড়া ইসলামী শরীয়াত ও এর বিভিন্ন মতভেদ রয়েছে।
সবশেষে একটাই কথা
“যদি কোন ব্যক্তি মরণের সময় গান শোনা,টিভি দেখা অশ্লীল কথা বলতে বা শুনতে মারা যায় নিশ্চিত ভাবে তার ঈমান থাকে না।কাফের অবস্থায় মৃত্যু হয়।”
আল্লাহ আমাদের হেদায়াত
করুক। আমীন
প্রথম প্রকাশিত