আস সালামু আলাইকুম
সবাই কেমন আছেন?ভালো নিশ্চয়ই।
বর্তমান আমাদের ৯৫% তার ও বেশি মানুষ একটাই অভ্যাস আছে যে দিনের বেলা অথবা রাঁতে ঘুমানোর সময় কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই।
এই মেয়েটি হেডফোন কানে লাগিয়ে
মোবাইল চার্জ দিয়ে গান শুনতে শুনতে
ঘুমিয়ে পড়েছিল আর কয়েক ঘণ্টা পর
দেখুন তার অবস্থা।


যদি আপনাদের কারো এই বদ অভ্যাস
থেকে থাকে তাহলে ত্যাগ করে ফেলুন।
গান শোনাকালীন যদি কোন লোক মারা
যায়,তাহলে মহান আল্লাহর কাছে,কি
জবাব দিব।
কুরআনে ও হাদিসে এই বিষয়ের উপর অনেক প্রকার দলিল আছে তাছাড়া ইসলামী শরীয়াত ও এর বিভিন্ন মতভেদ রয়েছে।

সবশেষে একটাই কথা
“যদি কোন ব্যক্তি মরণের সময় গান শোনা,টিভি দেখা অশ্লীল কথা বলতে বা শুনতে মারা যায় নিশ্চিত ভাবে তার ঈমান থাকে না।কাফের অবস্থায় মৃত্যু হয়।”
আল্লাহ আমাদের হেদায়াত
করুক। আমীন
প্রথম প্রকাশিত

ট্রিকপ্রিয় ডট কম

11 thoughts on "দেখুন হেডফোন কানে লাগিয়ে মোবাইল চার্জ দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার কি ভয়ংকর পরিনতী!"

  1. Dihan Contributor says:
    tnx bro
  2. hossain Contributor Post Creator says:
    welcome
  3. Avatar photo Raselahammed Author says:
    আল্লাহ আমাদের রক্ষা করুন ভাই।।। খুব ভাল সময় উপযোগী পোস্ট করেছেন অনেক ধন্যবাদ আপনাকে
    1. hossain Contributor Post Creator says:
      welcome ভাইয়া আমার জন্য দোয়া করবেন
  4. Avatar photo FP Rana Contributor says:
    ছবিতে পুড়ে যাওয়া মেয়েটা দারুন একটা সেক্সি মাল ছিল।
    এই মালটা এত তারাতারি মরে গেল।
    না এটা সহ্য করার মত না।
    আমি শুধু পস্থায় মালটার জন্য।
    1. Avatar photo Riadrox Legend Author says:
      মানুষ আপনি????!!!
    2. আল্লাহ তুমাকে হিদায়েত দান করুক। (আমিন)
      @
      FP Rana
  5. Avatar photo Rihan Author says:
    hay hay…..ki mritthu…
    dekhe tho mone hoy kunu provabshali’r meye

Leave a Reply