Be a Trainer! Share your knowledge.
Home » Hadith & Quran » [ইসলামিক পোষ্ট] [শিক্ষামূলক পোষ্ট] এই পোষ্টটি,মেসেজটি শেয়ার করুন, শেয়ার করলে সুখবর পাবেন গ্যারান্টি,৩দিনের মধ্যে ইত্যাদি ইত্যাদি। আর চলে গেলে ক্ষতি হবে। ইসলামের দৃষ্টিতে এটা কি দেখে নিন।

[ইসলামিক পোষ্ট] [শিক্ষামূলক পোষ্ট] এই পোষ্টটি,মেসেজটি শেয়ার করুন, শেয়ার করলে সুখবর পাবেন গ্যারান্টি,৩দিনের মধ্যে ইত্যাদি ইত্যাদি। আর চলে গেলে ক্ষতি হবে। ইসলামের দৃষ্টিতে এটা কি দেখে নিন।

# শিক্ষামূলক_পোস্ট
.
আচ্ছা এমন কোন ম্যাসেজ কি আপনিও পেয়েছিলেন?
.
(১) আল্লাহর এই ৭টি নাম ১২ জনকে দাও দেখবে ৩দিনের মধ্যে একটা খুশির খবর পাবে 100%গ্যারান্টি। আর যদি Avoid কর তাহলে আগামী ১২বছরে অনেক কষ্ট করতে হবে। .
(২) এই কালেমাটি ১২জনকে দাও দেখবে ১দিনের মধ্যে তোমার একটা আশা পূর্ণ হবে 100% গ্যারান্টি।
.
(৩) এই সূরা টি ২২জনকে দাও দেখবে আজ রাতের মধ্যে তুমি একটা সু-খবর পাবেই পাবে 100% গ্যারান্টি। আর যদি Avoid কর তাহলে আগামী ১০ বছরে অনেক ক্ষতি হবে। plz share it.
.
.
এবার আলোচনায় আসি- প্রথমেই পরম করুনাময় ও দয়ালু আল্লার নামখানি স্মরণ করছি। কারন, একমাত্র আল্লহই আছেন যিনি তার বান্দার মনের খবর সু-স্পষ্ট ভাবে জানেন এবং বুঝেন।
.
এই যে উপরিউক্ত ম্যাসেজ গুলো দেখলেন ঐ ব্যাপারে আপনার বক্তব্যটা কি? হয়ত ভাবছেন,- আসলেই আল্লাহর নাম, আল্লাহর কালিমা এসব অন্যদের মাঝে পৌছে দেয়াটা সওয়াবেরই কাজ। আর এসব Avoid করলে যদি সত্যিই বড় কোন ক্ষতি হয়ে যায়? .
হ্যাঁ আমরা মুসলিম জাতি শত ভাগ বিশ্বাস করি যে, আল্লাহর নাম/কালাম অন্যদের মাঝে পৌছে দেয়াটা অবশ্যই অধিক পরিমান সওয়াবের কাজ। আর তাই হয়ত আমরা এই ম্যাসেজ গুলো লিষ্টে থাকা পরিচিত- অপরিচিত প্রায় সবাইকেই দিচ্ছি। কিন্তু আমারা কি এই ম্যাসেজ গুলোর সঠিক অর্থ জানি? আসুন জেনে নেই-
.
আচ্ছা তার আগে বলুন, আপনি কি এইসব ম্যাসেজ কাউকে কখনও দিয়েছেন? অথবা অন্য কেউ আপনাকে কখনও এসব দিয়েছিল? তবে আজ তাদের উদ্দেশ্যে কিছু কথা, .
.

এইসব নাস্তিক্যপনাকে এড়িয়ে চলুন! আমি আল্লাহর কালামকে নাস্তিক্যপনা বলছি না, বলছি ঐ সমস্ত লেজ লাগানো কিছু বাক্য গুচ্ছকে যা নাস্তিকতার পরিচয় বহন করে। আসুন উক্ত ম্যাসেজ গুলোর ভাষ্যগত কিছু শব্দের ব্যাখ্যা করে দেখি-
.
((১। আল্লাহর এই ৭টি নাম ১২ জনকে দিলে # ৩দিনের মধ্যেই একটা খুশির সংবাদ পাবেই পাবে (100%গ্যারান্টি)
.
২। এই কালেমাটি ১২জনকে দিলে # ১দিনের মধ্যে একটি মনের আশা পূর্ণ হবে (100%গ্যারান্টি)
.
৩। এই সূরা টি ২২জনকে পাঠালে আজ # রাতের মধ্যেই একটি সু-খবর পাবেই পাবে (100%গ্যারান্টি)
.
# আর_যদি_Avoid_কর_তাহল­­ে_আগামী_অম ুক_বছর_পর্যন্ত_অনেক_­­ক্ষতি_বা_ক ষ্ট_পেতে_হবে ))
.
আচ্ছা এবার বলুন, (# ট্যাগে) লিখিত যেই শব্দ গুলো দেখতে পাচ্ছেন সেগুলো কি যথার্থ? নিজের বিবেককে একটি বার প্রশ্ন করে দেখুন তো বিবেক কি বলে? আমরা জানি ইসলাম কোন যুক্তি দিয়ে চলে না। ইসলাম শুধু মাত্র ইসলামের পথে তখা শান্তির পথেই চলে। আমরা যদি উক্ত বাক্য গুলোকে ইসলামী শরীয়তের ভিত্তিতে বিচার-বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারি যে, বর্তমানে মুসলিম জাতি কতটাই নাস্তিকতার মাঝে ডুবে আছে। প্রতিনিয়তই নাস্তিকতা বিড়াজ করছে তাদের মুখে উচ্চারিত প্রত্যেকটি বাক্যে বাক্যে ও কলিতে কলিতে।
.
কিন্তু কেন? মানুষের তো একটা কমনসেন্স বলেও কিছু একটা থাকে। অনেক শিক্ষিত মানুষ গুলোও আজকাল এইসব ম্যাসেজ প্রচার করে বেরাচ্ছে। কিন্তু তবুও তার বিবেক নাড়া দিচ্ছে না। ভাবতে পারছেন নাস্তিকতা মানুষকে কতটাই হ্রাস করে ফেলেছে? চোখ জোড়া যেন কালো পর্দায় ঢেকে দিয়েছে এই নাস্তিকতা। ফলে অনেক শিক্ষিত ব্যক্তিবর্গও এই নাস্তিকতার কুচক্রে বশীভূত হয়ে পরেছে। .
আচ্ছা আপনাকে কে বলেছে, আল্লাহর ৭টি নাম/কালিমা ১২জনকে দিলে (৩দিনের) মধ্যেই একটা না একটা খুশির সংবাদ পাবেন? আপনাকে কে বলেছে, অমুক সূরা টি এত জনকে দিলে (৭দিনের) মধ্যেই মনের আশাটি পূর্ণ হবেই হবে? শুধু কি তাই? সেটা আবার (১০০% গ্যারান্টি) দিয়ে বীর-বাহাদুরী চ্যালেঞ্চ ছুড়ে বুকের পাটা ফুলিয়ে কন্ঠ উজার করে বলে যাচ্ছেন। হায় রে মানুষ! .
আল্লাহ কখন কার কোন আশাটি পূরণ করবে তা একমাত্র আল্লাহই ভাল জানে। কিন্তু আমরা সেই আল্লাহর উপর এই দৃঢ় বিশ্বাসটুকু মাটি চাপা দিয়ে নিজেরাই (১০০%গ্যারান্টি) দিয়ে জোড় গলায় চেচিয়ে বলে বেরাচ্ছি।
.
আরে নাস্তিক তো তারাই যাদের কথা শুনলে মনে হবে, এ যেন সত্যিই কোরআন-সুন্নাহর অনুকূলেই কথা বলছে! কিন্তু তার উচ্চারিত কথা গুলোকে ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন, তারা কথাটির ভিতরে কেমন একটা প্যাঁচ মেরে তারপরে উচ্চারণ করেছে। যা সাধারণ মানুষের পক্ষে বুঝা বড়ই কঠিন। .
আরে ম্যাসেজ গুলো তো এভাবেও লিখা যেত,
.
(আল্লাহর এই নাম/কালিমা গুলো নিজে পড়ুন এবং অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিন! এতে অনেক সওয়াব আছে। যার ফলে পরম করুনাময় আল্লাহ্ যে কোন সময় আপনার মনের যে কোন নেক আমল বা নেক আশাটি পূরণ করলে করতেও পারে)
.
কিন্তু আমরা কথাটি এভাবে উচ্চারণ না করে নিজেরাই ১০০%গ্যারান্টি দিয়ে অমুক দিনের মধ্যেই অমুক আশাটি পূরণ হবেই হবে বলে গলা চেচিয়ে সবার মাঝে প্রচার করছি। যে বাক্য গুচ্ছের মধ্যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের চিটে ফোটাও বেঁচে নেই সেগুলোই গলা চেচিয়ে বলে বারাচ্ছি! সেটাও আবার ১০০%গ্যারান্টি দিয়ে। একটু কি ভাবতে পারছেন নাস্তিকতা পুরো মুসলিম জাতিকে ধীরে ধীরে কিভাবে হ্রাস করে নিচ্ছে?
.
আর এই সমস্ত নাস্তিকতা ও ইবলিসের কুচক্রের স্বিকার দিন দিন নারীই বেশি হচ্ছে। যা সেই আদি মানবী হাওয়া (আঃ) এর আমল থেকেই হয়ে আসছে। আর তাই হয়ত নারী জাতিই ইবলিসের ধোঁকায় বেশি পতিত হয়। তাছাড়া এই সমস্ত ম্যাসেজ আজ পর্যন্ত যত্ত গুলো পেয়েছি তা সবই ছিল কোন না কোন নারীরই দেওয়া।
.
আমরা আল্লাহর নাম/কালাম প্রতিটি নিঃশ্বাষেই স্বরণ রাখব ঠিকই, কিন্তু সেটা অবশ্যই অবশ্যই আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও পূর্ণ আস্থা রেখে। নিজেরাই যদি ১০০%গ্যারান্টির চ্যালেঞ্চ দিয়ে এমন কিছু প্রচার করি তাহলে আল্লাহর উপর আমাদের বিশ্বাসটা কি রইল বলুন?
.
আর আমি নাস্তিক তাদেরকে বলছি না যারা এইসব ম্যাসেজ সবার কাছে প্রচার করে বেরাচ্ছেন। নাস্তিক হল সেই ব্যক্তি, যিনি সর্ব প্রথম এই ম্যাসেজটির সূত্রপাত ঘটিয়ে পুরো মুসলিম সমাজে ছড়িয়ে দিয়েছে। .
.
তাই আসুন! এসমস্ত নাস্তিকতার কুচক্র থেকে আমরা আমাদের মা-বোনকে রক্ষা করি এবং নিজেরাও শতর্ক হই। লেখাটি শেয়ার করে অন্যদের কাছেও পৌছে দিন। এবং নাস্তিকের কুচক্র থেকে গোটা মুসলিম জাতিকে রক্ষা করতে এগিয়ে আসুন।

পোষ্টটি ফেসবুক,টুইটার,ব্লক,সাইটে সর্বোচ্চ শেয়ার করে সকলকে জানান। লেখায় কোন ভুল থাকলে যানান আমাকে।
আপনাদের যদি কেউ মেসেজ দেয় তবে এটা তাকে Forward করেন।

8 years ago (Feb 24, 2017)

About Author (117)

Tuner
author

Trickbd Official Telegram

20 responses to “[ইসলামিক পোষ্ট] [শিক্ষামূলক পোষ্ট] এই পোষ্টটি,মেসেজটি শেয়ার করুন, শেয়ার করলে সুখবর পাবেন গ্যারান্টি,৩দিনের মধ্যে ইত্যাদি ইত্যাদি। আর চলে গেলে ক্ষতি হবে। ইসলামের দৃষ্টিতে এটা কি দেখে নিন।”

  1. Hridoy-khan-1 Contributor says:

    Good post bro…!!! ai sms gulo amak jei diyechilo takei same vabe bujhay diyechilam….r kao k to direct gali sunaici….!! esob sms er sotti kono mane hoy na..

  2. AhsanBD Subscriber says:

    very nice post

  3. Imranpabna Contributor says:

    এই মেসেজ আমিও পাইছিলাম।।।

  4. sm saddam Contributor says:

    গত পরশু একজন রে বকা দিছি,,,বুঝায় দিছি

  5. Md Khalid Author says:

    thanks for this good informative post . ———— ami ekbar ekjon ke kichu hadith lekha sadharon ekta page dilam, se nite voy pelo, bollo ” copy kore ki soabike dite hobe?” ami bollam ta keno? valo lagle dite paren eta apnar issa, ditei hobe ke bollo? tokhon apnar moto airokom ghotona bollo – “ekbar ekjon dichilo ja 100 jonke copy na didle amar khoti hoto”- ami tajjob bone gelam………. bollam, ash pashe Imam alem thakte ektu ask kore nile 100 taka bachto, faw khoroch korchen.

  6. ismail Author says:

    ভাই এরকম পোষ্ট আমি করছি কিন্তুু মানুষকে কিছুতে বুঝাইতে পারিনা,,,তারা শেয়ার করেই যায়,,ধন্যাবাদ

  7. Khairul Author Post Creator says:

    আপনাদের যদি কেউ এরকম মেসেজ দেয় তো তাকে এই পোষ্টটা সেন্ড করেন।
    সে পড়লেেবুঝতে পারবে।

  8. foyjullah Torun Author says:

    অনেক ভাল একটা পোস্ট।

  9. জাজাকাল্লাহ

  10. Shaheen Uddoula Author says:

    কিছু অসাধু ভন্ড লোক এইসব করে।এবং ইসলাম এর ভাব মুর্তি নষ্ট করার চেষ্টা করে।তাই এদের থেকে দূরে থাকুন।এবং এই সব কাজ করা থেকে দূরে থাকুন।সুরা কুনুত পাঠ করুন।

  11. ABU TALHA Contributor says:

    ভালো, পোস্ট,

  12. Md Khalid Author says:

    আছে মহাপাপ = trickbd. com/islamic-stories/288346 = রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর কে রওজা বলার বিষয়ে বিস্তারীত জেনে নিন –

Leave a Reply

Switch To Desktop Version