আসসালামু আলাইকুম….
রসূল (স) এর পক্ষ থেকে ঔই সকল লোকদের উপর বারবার মোবারকবাদ, বারবার মোবারকবাদ , বারবার মোবারকবাদ যারা উনাকে [♥রসূল(স)-কে ] না দেখে ঈমান আনছে ।
আনন্দিত হওয়া উচিত…
আর ট্রিকবিডির লগে থাকার সাথে ভালো থাকার কোনো সম্পর্ক নাই। অনেক Author হাওয়া দিয়ে বলে থাকে — ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে হাহাহাহ…..
যাই হোক সমালোচনা সবাই করতে পারে। বাকি সংশোধন উদ্দেশ্য।
#####@@@@@####
আসুন পোস্টের কথায় আসি..।
যদি কেউ সালাতে ও কিরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত হয় তবে, তার জন্য দো‘আ
বলবে,
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيطَانِ الرَّجِيمِ
===বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি।
===আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম
।
অত:পর বামদিকে তিন বার থুথু ফেলবে।
মুসলিম ৪/১৭২৯, ২২০৩
@ “উসমান ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! শয়তান আমার ও আমার নামাযের মাঝে অনুপ্রবেশ করে এবং কিরাআতে বিভ্রান্তি সৃষ্টি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটি বলার নির্দেশ দেন, তিনি এটি করার পর আল্লাহ তাঁকে তা থেকে মুক্ত করেন। ”
(সুবহানআল্লাহ…..)
(যেহেতু হাদিস নতুন করে বানানো যায় না তাই কপি করছি। )
★ আল্লাহ হাফিয