আসসালামু আলাইকুম….
রসূল (স) এর পক্ষ থেকে ঔই সকল লোকদের উপর বারবার মোবারকবাদ, বারবার মোবারকবাদ , বারবার মোবারকবাদ যারা উনাকে [♥রসূল(স)-কে ] না দেখে ঈমান আনছে ।
আনন্দিত হওয়া উচিত…
আর ট্রিকবিডির লগে থাকার সাথে ভালো থাকার কোনো সম্পর্ক নাই। অনেক Author হাওয়া দিয়ে বলে থাকে — ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে হাহাহাহ…..
যাই হোক সমালোচনা সবাই করতে পারে। বাকি সংশোধন উদ্দেশ্য।
#####@@@@@####
আসুন পোস্টের কথায় আসি..।
যদি কেউ সালাতে ও কিরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত হয় তবে, তার জন্য দো‘আ
বলবে,
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيطَانِ الرَّجِيمِ
===বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি।
===আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম
।
অত:পর বামদিকে তিন বার থুথু ফেলবে।
মুসলিম ৪/১৭২৯, ২২০৩
@ “উসমান ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! শয়তান আমার ও আমার নামাযের মাঝে অনুপ্রবেশ করে এবং কিরাআতে বিভ্রান্তি সৃষ্টি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটি বলার নির্দেশ দেন, তিনি এটি করার পর আল্লাহ তাঁকে তা থেকে মুক্ত করেন। ”
(সুবহানআল্লাহ…..)
(যেহেতু হাদিস নতুন করে বানানো যায় না তাই কপি করছি। )
★ আল্লাহ হাফিয
আসলে ভালো করে পোস্টটা পড়ে দেখো।
আরবি +বাংলা অর্থ+আরবি উচ্চারণ সবই দেয়া আছে।
আলহামদুলিল্লাহ।
Cngrtzzz Mubarak ভাই….
যারা নামাজ পরতে চেয়ে ও নামাজ পরতে পারেনা জাব জাব বলে যেতে পারে না এদের জন্য কিছু পাইলে বলেন কাজের কাজ করেন না হয় কমন জিনিস দিয়া টাইম বরবাদ করবেন না
সমস্যা হইলো ইসলামের ক্ষেত্রে সবাই নিজেরে আলেম ভাবে । সবাই শিখাবার চায়।
কিন্তু আমার পোস্ট সেইটা বলে নাই।
কিন্তু নামাজের ক্ষেত্রে বাড়তি বাম দিকে তিন বার থু থু নিক্ষেপ করা লাগে।
আর এই ভাবে আমল চালাইতে থাকলে ইনশাআল্লাহ prblm Slv হবে।
আমার জন্য দোয়া করবেন।
Ok . তুমার গুরুত্বপূর্ণ সময় ণোষ্ট করি না। দোয়ার মধ্যে আমার জন্যও দোয়া কইরো। যেনো হেদায়েত পাই।
আসসালামু আলাইকুম
সব মিলিয়ে রসূল(স)+উনার সাহাবী (রা)-দের মতো নিজের সময়, নিজের দেহ আর টাকা নিয়ে আল্লাহর রাস্তায় বের হতে হবে ।
আর এই জামানায় তাবলীগ হচ্ছে নূহ(আ) এর নৌকার মতো। যারাই তাবলিগে যাবে তারাই সুরক্ষিত। বের হন, নিজের জীবনকে মূল্যবান করুন।
আর দুই রাকাত নফল পড়ার পর। মানে নফল নামাজ শেষ করে Extra. একটা সিজদা দিয়ে সেখানে বাংলায় দোয়া করতে পারেন।
(মহল্লা মসজিদের বিশ্বস্ত ইমামের কাছ থেকে আরও ভালোভাবে যেনে নিন)
১. হিসনুল মুসলিম।
২. রাহে বেলায়াত।
অনলাইনে পাবেন দোকানেও পাবেন । সার্স করুন
ami elkta link dicchi….. space gulo kete din peye jaben,
www. youtube. com/watch?v=I34ERjL4FN8
হানাফি মাজহাবের কথা কি শুনলা???
আর হাদিসের Rfrnc দেওয়া আছে। সব খুজতে হবে নাহ।
মুসলিম ৪/১৭২৯, ২২০৩
আর মিলতো আছেই।
নামাজে মনোযোগ বসাতে prblm করে শয়তান। আর শয়তানের ওয়াছওয়াছা থেকে বাচার জন্য এই পোস্ট। কি সমস্যা?
Ok . তুমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি না। দোয়ার মধ্যে আমার জন্যও দোয়া কইরো। যেনো হেদায়েত পাই।
আসসালামু আলাইকুম