আসসালামু আলাইকুম….

রসূল (স) এর পক্ষ থেকে ঔই সকল লোকদের উপর বারবার মোবারকবাদ, বারবার মোবারকবাদ , বারবার মোবারকবাদ যারা উনাকে [♥রসূল(স)-কে ] না দেখে ঈমান আনছে ।

আনন্দিত হওয়া উচিত…

আর ট্রিকবিডির লগে থাকার সাথে ভালো থাকার কোনো সম্পর্ক নাই। অনেক Author হাওয়া দিয়ে বলে থাকে — ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালোই থাকে হাহাহাহ…..
যাই হোক সমালোচনা সবাই করতে পারে। বাকি সংশোধন উদ্দেশ্য।

#####@@@@@####

আসুন পোস্টের কথায় আসি..।

যদি কেউ সালাতে ও কিরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত হয় তবে, তার জন্য দো‘আ

——-

বলবে,

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيطَانِ الرَّجِيمِ

===বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি।

===আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম

অত:পর বামদিকে তিন বার থুথু ফেলবে।

মুসলিম ৪/১৭২৯, ২২০৩

@ “উসমান ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! শয়তান আমার ও আমার নামাযের মাঝে অনুপ্রবেশ করে এবং কিরাআতে বিভ্রান্তি সৃষ্টি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটি বলার নির্দেশ দেন, তিনি এটি করার পর আল্লাহ তাঁকে তা থেকে মুক্ত করেন। ”

(সুবহানআল্লাহ…..)

(যেহেতু হাদিস নতুন করে বানানো যায় না তাই কপি করছি। )
★ আল্লাহ হাফিয

55 thoughts on "নামাজে মনোযোগ বসে না? নিয়ে নাও সমাধান .. ##$$##"

    1. মুফতি Author Post Creator says:
      জাযাকাল্লাহ
  1. khokon53 Contributor says:
    nice post
    1. মুফতি Author Post Creator says:
      জাযাকাল্লাহ
    1. মুফতি Author Post Creator says:
      জাযাকাল্লাহ ♥♥♥
    1. মুফতি Author Post Creator says:
      জাযাকাল্লাহ খায়ের….
    2. Shaheen Uddoula Author says:
      ভাই বাংলা অর্থ কি?
    3. মুফতি Author Post Creator says:
      সচরাচর পড়ো এবং জানোও। তাই ওই অংশটুকুকে তুমি দোআ মনে করো নাই।।।
      আসলে ভালো করে পোস্টটা পড়ে দেখো।
      আরবি +বাংলা অর্থ+আরবি উচ্চারণ সবই দেয়া আছে।
      আলহামদুলিল্লাহ।
    4. Shaheen Uddoula Author says:
      “জাযাকাল্লাহ খায়ের” এইটার অর্থ কি?
    5. মুফতি Author Post Creator says:
      তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন
  2. Md Sajid Subscriber says:
    ভালো পোস্ট
    1. মুফতি Author Post Creator says:
      আল্লাহ যেন আপনার উপর জাযাখায়ের দান করেন। (আমিন)
  3. MUbarak Contributor says:
    ভালো পোস্ট
    1. মুফতি Author Post Creator says:
      ইসলামিক পোস্টকে Support করা, ইসলামকে Support করারই নামান্তর।
      Cngrtzzz Mubarak ভাই….
  4. MUbarak Contributor says:
    ভাই,আমার নাম মোবারক না,আমার নাম এ, স, ম, মুন্তাসির (রাকিব)/মোঃ মোজাম্মেল হক,
    1. মুফতি Author Post Creator says:
      আচ্ছা রাকিব। কিন্ত এই নামটাতো কোথাও উল্লেখ নাই !!!
  5. shakil-ahmed Contributor says:
    এটা সবাই জানে এই দুয়া সবাই পরে
    যারা নামাজ পরতে চেয়ে ও নামাজ পরতে পারেনা জাব জাব বলে যেতে পারে না এদের জন্য কিছু পাইলে বলেন কাজের কাজ করেন না হয় কমন জিনিস দিয়া টাইম বরবাদ করবেন না
    1. মুফতি Author Post Creator says:
      shakil-ahmed আমি আপনাকে আগে এস্তেগফার করতে বলবো। আগে মাফ চাইয়া নাও আল্লাহর কাছে, তার পর আবার মনোযোগ দিয়া পোস্টটা পড়ো।
      সমস্যা হইলো ইসলামের ক্ষেত্রে সবাই নিজেরে আলেম ভাবে । সবাই শিখাবার চায়।
    2. মুফতি Author Post Creator says:
      আপনি যাহা ভাবিয়াছেন তাহা ছানার পরে পড়া হয়। মানে ফাতিহা শুরুর আগে । r8??
      কিন্তু আমার পোস্ট সেইটা বলে নাই।
    3. shakil-ahmed Contributor says:
      এইত নিজেরে পন্ডিত আবিস্কার করলে এটা বলে,আমি এমন টা বলিনাই বলছি এটা সবাই জানে আর আমি ঘুমানুর আগে নামাজ সুরুর আগে খাওয়ার আগে টয়লেট এর আগে বলি এই দুয়া সব কিছুর আগে পরি যখন মনে না থাকে তখন পরতে মিস হয় ভাই আর আমি পস্ট পরছি ভাল ভাবেই বুজছি আমাকে এই ভিসয় গেয়ান দিতে হবেনা আমি জা বলছি তার উত্তর জানা থাকলে জনাব বলবেন আমি সব সময় তউবা করি নামাজ পরি পরে আবার কি হয় নামাজ ছেরে দেই এটাই সমস্যা আমার
    4. মুফতি Author Post Creator says:
      #পোস্টটা সবায় জানে না। জানে আঊযুবিল্লাহ… বললে শয়তান ওয়াছওয়াছা দিতে পারে না।
      কিন্তু নামাজের ক্ষেত্রে বাড়তি বাম দিকে তিন বার থু থু নিক্ষেপ করা লাগে।
      আর এই ভাবে আমল চালাইতে থাকলে ইনশাআল্লাহ prblm Slv হবে।
      আমার জন্য দোয়া করবেন।

    5. Md Khalid Author says:
      থু থু ফেলা নয়, শোব্দ করতে বলা আছে / তা যথেষ্ট
    6. Md Khalid Author says:
      আউযুবিল্লাহ বললে শয়তান ওয়াছওয়াছা দিতে পারে না ঠিক আছে, কিন্তু নামাজে ? নামাজে এই আউযুবিল্লাহ পড়তে হয় কোয়থায় পেলেন? দেখুন ভাই দলীল অনেক পাওয়া যায় কিন্তু সুন্নাত দেখতে হবে যে রাসুল (সঃ) ও সাহাবীরা কেউ নামাজে এইটা পড়েছেন এমন হাদীস আছে কিনা>? ————————- যেমন সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার গুরুত্ব অন্বক, অনেক দলীল আছে, কিন্তু আজান দেবার আগে বস্মিল্লাহ আর রহ্মানির রহীম বলে আজান দিলে তো সুন্নাতের খেলাফ হবে, আর তা প্রচলন করলে বিদাত হবে ভাই। কারণ আজানের আগে বিসমিল্লাহ সুন্নাতে নাই।
    7. মুফতি Author Post Creator says:
      কি বলি আর বুঝে কি !
      Ok . তুমার গুরুত্বপূর্ণ সময় ণোষ্ট করি না। দোয়ার মধ্যে আমার জন্যও দোয়া কইরো। যেনো হেদায়েত পাই।
      আসসালামু আলাইকুম
    8. মুফতি Author Post Creator says:
      ★নামাজকে টিকিয়ে রাখতে মসজিদের সাথে আপনার দ্বিলকে লাগায় রাখতে হবে।
      সব মিলিয়ে রসূল(স)+উনার সাহাবী (রা)-দের মতো নিজের সময়, নিজের দেহ আর টাকা নিয়ে আল্লাহর রাস্তায় বের হতে হবে ।
      আর এই জামানায় তাবলীগ হচ্ছে নূহ(আ) এর নৌকার মতো। যারাই তাবলিগে যাবে তারাই সুরক্ষিত। বের হন, নিজের জীবনকে মূল্যবান করুন।
    9. shakil-ahmed Contributor says:
      ভাইরে আমি এমন মালাউন রুজা চরমুনাই গেছি ৩ দিনের জন্য তাউ কয়দিন ভাল ছিলাম আবার জেই সেই এভাবে ভাল হই খারাপ হই আমি সব সময় আশংকায় থাকি এটা নিয়া সব কিছুর পর নামাজ ছাড়া কুনু ভাবেই বাচার পথ নাই আমি খুব অসান্তি তে আছি আমার ঘুমের প্রব্লেম আছে ৩ ৪ বছর হয় ঘুম ভাল মত হয়না সমাধান পাইনা কুনু ভাবে আমি নামাজের মাদ্ধমে অনেক কিছু পাইছি আর আমার সাথে অনেক গঠনা ও হইছে তা অলউকিক জাইহক দুয়া করবেন আল্লাহ জেন নামাজ পরার ও হেদায়ত হওয়ার তৌফিক দেন আমাকে and sorry for mistake bangla word
    10. মুফতি Author Post Creator says:
      আমিন
  6. Tanjid Contributor says:
    vaai…..namaz er modde ki Allah er kase kisu chawa jai or pray kora jai??
    1. মুফতি Author Post Creator says:
      নফল নামাজের সিজদায় আরবি দোয়া করা যায় (আরবি দোয়াটা মুন্তাখাব হাদিসে থাকতে পারে)। কিন্তু বাংলা না।
      আর দুই রাকাত নফল পড়ার পর। মানে নফল নামাজ শেষ করে Extra. একটা সিজদা দিয়ে সেখানে বাংলায় দোয়া করতে পারেন।

      (মহল্লা মসজিদের বিশ্বস্ত ইমামের কাছ থেকে আরও ভালোভাবে যেনে নিন)

    2. Tanjid Contributor says:
      tnx bro
    3. Md Khalid Author says:
      যায় ভাই। সেজদা ই দোয়া করার উত্তম সময়। আরবীতে করা উত্তম আর চেষ্টা করবেন শিখতে। আরবী ভাষা সহজ। না পারলে বাংলা চলবে। তবে শেখার চেষ্টা থাকতে হবে। আরবী দোয়ার সেরা সুন্নাহ সম্মত সহীহ দোয়ার বইঃ
      ১. হিসনুল মুসলিম।
      ২. রাহে বেলায়াত।
      অনলাইনে পাবেন দোকানেও পাবেন । সার্স করুন
    4. Tanjid Contributor says:
      mufti vai j bole kora jabe na….sudu nofol e kora jabe…vai sejdai banglai pray kora jabe atar prove kothai pabo??
    5. Md Khalid Author says:
      Ai kotha ta hubohu paben na, karon BANGLA vasha niye hadis kothau paben na. tobe related prof paben onek ….. mufti aheb ja bolechen thik ache jara arbi jane o pare tader jonno. # Tanjid
    6. Md Khalid Author says:
      apni kono Real mufti (ai vai er moto naam mufti noy emon) kauke follo korte paren,
      ami elkta link dicchi….. space gulo kete din peye jaben,

      www. youtube. com/watch?v=I34ERjL4FN8
    7. মুফতি Author Post Creator says:
      এই লিংকের ভিডিও তুমি দেখছো???
      হানাফি মাজহাবের কথা কি শুনলা???
    8. Md Khalid Author says:
      জি দেখেছেন – তবে হাফ দেখে কেটে দেন নি, পরের লাইন গুলোও শুনেছেন ও জেনেছেন। হুজুর বলছেন যা তার অর্থ হলো = হানাফি মাজহাব থেকে ১০ ইমামের ৩ ইমাম বলছেন এটা, বাকি ৭ ইমাম বলছেন অন্যটা।আর শেষ ৩ লাইন ও শুনুন।
  7. Md R Masud Contributor says:
    অনেক ধন্যবাদ
  8. Mahfuj Contributor says:
    এই পোস্ট টি পরে অনেক কিছু জানতে পারলাম
    1. মুফতি Author Post Creator says:
      আলহামদুলিল্লাহ
  9. Nishan khan Subscriber says:
    আলহামদুলিল্লাহ্‌ ভাই সুন্দর পোষ্ট
    1. মুফতি Author Post Creator says:
      জাজাকাল্লাহ খায়ের
  10. Md Khalid Author says:
    নামাজের ভেতর এটা পড়ার কথা কোথায় আছে জানিনা। (বুখারী মুস্লিম নাসাঈ তিরমিজি রিয়াদুস সালেহীন ইত্যাদি হাদিস কিতাবে নামাজ অধ্যায় এর হাদিস গুলো তে পাইনি) – মনোযোগ অন্যত্র গেলে আবার ফিরাতে হবে, কোন কাজ পেছনে রাখা যাবেনা যাতে মন সেদিকে যায় , ও কে
    1. মুফতি Author Post Creator says:
      নামাজের ভিতরে আবার কখন পড়বা !!! বুজলাম না হয় পড়লা , থু থু কেমনে ফালাবা !??!!
      আর হাদিসের Rfrnc দেওয়া আছে। সব খুজতে হবে নাহ।
      মুসলিম ৪/১৭২৯, ২২০৩
    2. Md Khalid Author says:
      ভাই কি নিজে হাদিস এ এয়া দেখে পোস্ট দিলেন? আমি পাচ্ছিনা । খন্ড ও হাদিস নাম্বার টা দেখে বলুন তো যদি হাদিস এর বই থাকে, মিলবেনা যদি প্রকাশনি না বলেন।
    3. Md Khalid Author says:
      accha sob baad den, abar bolen to—- apni shironam dichen ki ar post a likhchen ki? mil ache kina?
  11. Md Khalid Author says:
    মুসলিম ৪ নাম্বার খন্ড ২৩৬৩ নাম্বার হাদিস থেকে শুরু। অধ্যায় রমজান। ১৭২৯ ও, ২২০৩ নাম্বার হাদিস আছে ৩ নম্বর খন্ডে। অনেক কস্টে সেই থেকে খুঁজে পেলাম। কিন্তু তা অন্য বিষয়ে
  12. মুফতি Author Post Creator says:
    mobile app???
  13. মুফতি Author Post Creator says:
    মুসলিম শরিফ কি আপনার আছে? নাকি Ply str থেকে নামানো???

    আর মিলতো আছেই।
    নামাজে মনোযোগ বসাতে prblm করে শয়তান। আর শয়তানের ওয়াছওয়াছা থেকে বাচার জন্য এই পোস্ট। কি সমস্যা?

  14. মুফতি Author Post Creator says:
    কি বলি আর বুঝে কি !
    Ok . তুমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি না। দোয়ার মধ্যে আমার জন্যও দোয়া কইরো। যেনো হেদায়েত পাই।
    আসসালামু আলাইকুম
  15. Swopon Contributor says:
    Apni Dekhsi Dhormero Tune Likhen. Tahole Achoron Amn kano?
    1. মুফতি Author Post Creator says:
      যখন যেভাবে যার সাথে, তখন সেভাবে তার সাথে @ swopon
    1. মুফতি Author Post Creator says:
      জাযাকাল্লাহ

Leave a Reply