হাদীস অনুসারে লাইলাতুল ক্বদর বা ক্বদরের রাতের বেশ কিছু আলামত রয়েছে যা তাকে অন্যান্য রাত থেকে আলাদা করে। আলামতগুলো হল :
(সহীহ ইবনু খুযাইমাহ : ২১৯০ ; বুখারী : ২০২১ ; মুসলিম : ৭৬২)
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নাবী ﷺ রমযানের শেষ দশ দিনে ইতিকাফ করতেন এবং বলতেন, “তোমরা রমযানের শেষ দশ দিনে শবে ক্বদর অনুসন্ধান কর।” (রিয়াদুস স্বালেহীন ১১৯৯। সহীহুল বুখারী ২০২০, ২০১৭, মুসলিম ১১৬৯)