হাদীস অনুসারে লাইলাতুল ক্বদর বা ক্বদরের রাতের বেশ কিছু আলামত রয়েছে যা তাকে অন্যান্য রাত থেকে আলাদা করে। আলামতগুলো হল :
⚫ রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
⚫ রাতটি নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
⚫ রাতটিতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
⚫ সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
⚫ কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো রাতটি সম্পর্কে জানিয়েও দিতে পারেন।
⚫ সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মত।
(সহীহ ইবনু খুযাইমাহ : ২১৯০ ; বুখারী : ২০২১ ; মুসলিম : ৭৬২)
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নাবী ﷺ রমযানের শেষ দশ দিনে ইতিকাফ করতেন এবং বলতেন, “তোমরা রমযানের শেষ দশ দিনে শবে ক্বদর অনুসন্ধান কর।” (রিয়াদুস স্বালেহীন ১১৯৯। সহীহুল বুখারী ২০২০, ২০১৭, মুসলিম ১১৬৯)
9 thoughts on "লাইলাতুল ক্বদর কোন রাতটি হবে তা বোঝার উপায়"