Site icon Trickbd.com

হরে কৃষ্ণ নাকি বিসমিল্লাহ ? ৭৮৬ এর আসল রহস্য জেনে নিন বিশ্লেষণসহ।

ﺑِﺴۡﻢِ ﺍﻟﻠّٰﮧِ ﺍﻟﺮَّﺣۡﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣِﯿۡﻢِ

আসসালামু আলাইকুম

হরে কৃষ্ণ নাকি বিসমিল্লাহ ? ৭৮৬ আসল রহস্য কী ?

আমাদের দেশে আমরা অনেকেই বিভিন্ন চিঠি-পত্র, নিমন্ত্রন পত্র, অফিসের প্যাড, লিফলেট, পোস্টার, ব্যানার, নেইমপ্লেট, ঘরের দরজা ইত্যাদি স্থানে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” না লিখে সংক্ষেপে ৭৮৬ লিখে থাকি। এটা অযৌক্তিক এবং ইসলামসম্মত না।তা নিম্মে তুলে ধরা হলো।

প্রথমেই আসুন দেখে নেই বিসমিল্লাকে কিভাবে ৭৮৬ তে রুপান্তরিত করা হলোঃ
রোমান সংখ্যায় যেমন V=5, X=10, L=50, C=100, D=500, M=1000 বুঝানো হয়, তেমনি ভাবে আরবি ভাষার প্রতিটি বর্ণেরও একটি নির্দিষ্ট মান আছে।

আরবি ২৮টি বর্ণের মান নিম্নরূপঃ

ﺍ = ১, ﺏ=২, ﺝ =৩, ﺩ=৪, ﻫـ=৫, ﻭ =৬, ﺯ= ৭, ﺡ =৮, ﻁ=৯
ﻱ =১০, ﻙ = ২০, ﻝ=৩০, ﻡ =৪০, ﻥ =৫০, ﺱ =৬০, ﻉ =৭০, ﻑ =৮০, ﺹ=৯০

ﻕ =১০০, ﺭ=২০০, ﺵ =৩০০, ﺕ=৪০০, ﺙ=৫০০, ﺥ =৬০০, ﺫ =৭০০, ﺽ =৮০০, ﻅ=৯০০
ﻍ =১০০০

বিসমিল্লাহর বর্ণগুলোর মানঃ
আরবিতে বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে যে বর্ণগুলো ব্যবহৃত হয়েছে তা হলো- ( ﺏ، ﺱ، ﻡ، ﺍ، ﻝ، ﻝ، ﻩ، ﺍ، ﻝ، ﺭ، ﺡ، ﻡ، ﺍ، ﻥ، ﺍ، ﻝ، ﺭ، ﺡ، ﻱ، ﻡ )

বর্ণগুলোর মান বসায়ে যোগ করলে আমরা পাই- (২+৬০+৪০+১+৩০+৩
০+৫+১+৩০+২০০+৮+৪০+১+৫০+১+৩০+২০০+৮+১০+৪০)= ৭৮৭

এখানে দেখা গেল বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে ব্যবহৃত বর্ণগুলোর মান ৭৮৭

এখন প্রশ্ন হলো… তাহলে আমরা ৭৮৬ কিভাবে পেলাম?

তার জওয়াব হল …. যে সকল পণ্ডিত বিসমিল্লাহর এই সংখ্যা বের করেছেন তারা ভুল বশতঃ আররাহমান (ﺍﻟﺮَّﺣۡﻤٰﻦِ) লিখতে মীমের উপড়ে যে আলিফ আছে (খাড়া যবর) যার মান হলো-১, তা বাদ দিয়ে হিসাব করে ৭৮৬ বানিয়েছেন।

হতবাক হওয়ার মত বিষয় হলো এই ৭৮৬ ধূর্তবাজদের একটা চক্রান্ত।(কোন হিন্দুকে ধুর্তবাজ বলা হয়নি। যে ওই কাজটি করেছে তাকে indicate করা হয়েছে। হতে পারে সে মুসলিম লেবাসী মুনাফিক,বিধর্মী অথবা নাস্তিক। মনে কিছু নিয়েন না। আপনি লেখেন আমার আপত্তি নেই। এটা মুসলিমদের জন্য) তারা এর মাধ্যমে মুসলিমদের দৈনন্দিন জীবনে আল্লাহর নামের পরিবর্তে দেবতা “কৃষ্ণ” এর নাম নেয়ার ব্যবস্থা করেছে!! বিশ্বাস না হলে চলুন দেখে নেই “হরে কৃষ্ণ” শব্দটির আরবি মান বসিয়ে কত হয়।

“হরে কৃষ্ণ” শব্দটি আরবিতে লিখতে ৮টি বর্ণ লাগে ( ﻫﺮﻱ ﻛﺮﺷﻨﺎ ) এদের মান বসায়ে যোগ করলে আমরা পাই- (৫+২০০+১০ +২০+২০০+৩০০+৫০+১)= ৭৮৬।

কোন কাজের শুরুতে বিসমিল্লাহ লিখলে বা পড়লে প্রতিটির বর্ণের জন্য দশটি করে সাওয়াব পাওয়া যাবে। কাজের মধ্যে আল্লাহ তায়ালা বরকত দিবেন। পক্ষান্তরে ৭৮৬/৭৮৭ আমৃত্যু জপলেও একটি সাওয়াবও পাওয়া যাবে না।

( Collected from uncopyrightable source. So don’t be tensed )

বি.দ্র. এই বিষয়ে অনাবগত মুসলিমদের জন্য পোস্ট করেছি।কোনো গোষ্ঠীকে ছোটো করার জন্য নয়।

জাযাকাল্লাহ খাইরান