ﺑِﺴۡﻢِ ﺍﻟﻠّٰﮧِ ﺍﻟﺮَّﺣۡﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣِﯿۡﻢِ
আসসালামু আলাইকুম
হরে কৃষ্ণ নাকি বিসমিল্লাহ ? ৭৮৬ আসল রহস্য কী ?
আমাদের দেশে আমরা অনেকেই বিভিন্ন চিঠি-পত্র, নিমন্ত্রন পত্র, অফিসের প্যাড, লিফলেট, পোস্টার, ব্যানার, নেইমপ্লেট, ঘরের দরজা ইত্যাদি স্থানে “বিসমিল্লাহির রাহমানির রাহীম” না লিখে সংক্ষেপে ৭৮৬ লিখে থাকি। এটা অযৌক্তিক এবং ইসলামসম্মত না।তা নিম্মে তুলে ধরা হলো।
প্রথমেই আসুন দেখে নেই বিসমিল্লাকে কিভাবে ৭৮৬ তে রুপান্তরিত করা হলোঃ
রোমান সংখ্যায় যেমন V=5, X=10, L=50, C=100, D=500, M=1000 বুঝানো হয়, তেমনি ভাবে আরবি ভাষার প্রতিটি বর্ণেরও একটি নির্দিষ্ট মান আছে।
আরবি ২৮টি বর্ণের মান নিম্নরূপঃ
ﺍ = ১, ﺏ=২, ﺝ =৩, ﺩ=৪, ﻫـ=৫, ﻭ =৬, ﺯ= ৭, ﺡ =৮, ﻁ=৯
ﻱ =১০, ﻙ = ২০, ﻝ=৩০, ﻡ =৪০, ﻥ =৫০, ﺱ =৬০, ﻉ =৭০, ﻑ =৮০, ﺹ=৯০
ﻍ =১০০০
বিসমিল্লাহর বর্ণগুলোর মানঃ
আরবিতে বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে যে বর্ণগুলো ব্যবহৃত হয়েছে তা হলো- ( ﺏ، ﺱ، ﻡ، ﺍ، ﻝ، ﻝ، ﻩ، ﺍ، ﻝ، ﺭ، ﺡ، ﻡ، ﺍ، ﻥ، ﺍ، ﻝ، ﺭ، ﺡ، ﻱ، ﻡ )
বর্ণগুলোর মান বসায়ে যোগ করলে আমরা পাই- (২+৬০+৪০+১+৩০+৩
০+৫+১+৩০+২০০+৮+৪০+১+৫০+১+৩০+২০০+৮+১০+৪০)= ৭৮৭
এখানে দেখা গেল বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে ব্যবহৃত বর্ণগুলোর মান ৭৮৭
এখন প্রশ্ন হলো… তাহলে আমরা ৭৮৬ কিভাবে পেলাম?
তার জওয়াব হল …. যে সকল পণ্ডিত বিসমিল্লাহর এই সংখ্যা বের করেছেন তারা ভুল বশতঃ আররাহমান (ﺍﻟﺮَّﺣۡﻤٰﻦِ) লিখতে মীমের উপড়ে যে আলিফ আছে (খাড়া যবর) যার মান হলো-১, তা বাদ দিয়ে হিসাব করে ৭৮৬ বানিয়েছেন।
হতবাক হওয়ার মত বিষয় হলো এই ৭৮৬ ধূর্তবাজদের একটা চক্রান্ত।(কোন হিন্দুকে ধুর্তবাজ বলা হয়নি। যে ওই কাজটি করেছে তাকে indicate করা হয়েছে। হতে পারে সে মুসলিম লেবাসী মুনাফিক,বিধর্মী অথবা নাস্তিক। মনে কিছু নিয়েন না। আপনি লেখেন আমার আপত্তি নেই। এটা মুসলিমদের জন্য) তারা এর মাধ্যমে মুসলিমদের দৈনন্দিন জীবনে আল্লাহর নামের পরিবর্তে দেবতা “কৃষ্ণ” এর নাম নেয়ার ব্যবস্থা করেছে!! বিশ্বাস না হলে চলুন দেখে নেই “হরে কৃষ্ণ” শব্দটির আরবি মান বসিয়ে কত হয়।
“হরে কৃষ্ণ” শব্দটি আরবিতে লিখতে ৮টি বর্ণ লাগে ( ﻫﺮﻱ ﻛﺮﺷﻨﺎ ) এদের মান বসায়ে যোগ করলে আমরা পাই- (৫+২০০+১০ +২০+২০০+৩০০+৫০+১)= ৭৮৬।
কোন কাজের শুরুতে বিসমিল্লাহ লিখলে বা পড়লে প্রতিটির বর্ণের জন্য দশটি করে সাওয়াব পাওয়া যাবে। কাজের মধ্যে আল্লাহ তায়ালা বরকত দিবেন। পক্ষান্তরে ৭৮৬/৭৮৭ আমৃত্যু জপলেও একটি সাওয়াবও পাওয়া যাবে না।
( Collected from uncopyrightable source. So don’t be tensed )
বি.দ্র. এই বিষয়ে অনাবগত মুসলিমদের জন্য পোস্ট করেছি।কোনো গোষ্ঠীকে ছোটো করার জন্য নয়।
জাযাকাল্লাহ খাইরান
very poor post
এখানে 786 একটা কুয়েন্সিডেন্ট ঘটনা,,বাস্তবে মিল নাই।
যেমন BSC= Bechelor of science
কিন্তু এটাকে তো Batpar of science বানানো যায়,
সো এসব আজাইরা গবেষনা বাদ দেন,
এগুলজ সেইসমস্ত ফটকা হুজুরদের কাজ, যাদের কাজই অন্যর ভুল ধরা, অথচ নিজে কিছুই জানে না,
?????
R jara ai rokom poste a o gala gale kore faltu cm kore ….
Ogo kono dormo nai
সবাইকে জানানোর জন্য ধন্যবাদ…??
পোস্টের টাইটেল এটা কি?
ধর্ম নিয়ে পোস্ট করা যেতেই পারে। কিন্তু, এমন কিছু যোগ করতে নেই, যাতে অন্য ধর্মের কারো সাথে দ্বন্ধ লাগতে পারে।
যাদের নিজেদের ধর্মকেই জানে না, তারা অন্য ধর্মকে হেয় করার চেষ্টা করে।
নিজের ধর্মকে শেয়ার করো, ভালো কথা। কিন্তু অন্য ধর্মকে সম্মান রেখে…
✔আল্লাহ থেকে খোদা✔
↩কুরআন কারীম থেকে কোরআন শরীফ↪
☞বিসমিল্লাহ থেকে 786 ☜
jajakallahu khoir…
তবে একজন নিরপেক্ষ বিচারক হিসেবে আমি এটা,তাহলে এই পোস্ট এর কোন ভুল নাই।ভুল টা আছে এর টাইটেলএ।৭৮৬ নিয়ে আমাদের ইসলাম ধর্মে কোন কিচ্ছু বলা নাই,হাদিস এ ত নাই ই। সুতরাং অক্ষর দিয়ে কোরআন কে অনুবাদ করার কোন দরকার ই নেই। আর টাইটেল এ ‘হরে কৃষ্ঞ’ বলা উচিত হয় নি।কারন যার যার ধর্ম তার তার জন্য। ৭৮৬ দারা ইসলাম এ কি বুঝায় সেটা বড় কথা।৭৮৬ দারা অন্য ধর্মে র কি বুঝায় তা না বিশ্লেষণ করায় ভাল।