Site icon Trickbd.com

রোজা রাখার নিয়ত আরবি উচ্চারণ এবং বাংলা অর্থ সহ বিস্তারিত পোস্টে।

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

 

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ ।

 

আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আমরা সকলেই জানি রোজা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা হয়তো অনেকে বাসায় তারাবি নামাজ শেষ করে ফেলেছি। ইনশাআল্লাহ হয়তো এবার আমরা রাতে সেহরি খাওয়ার নিয়ত অলরেডি করে ফেলেছি।

তো আজকের পোস্টে আলোচনা করব কিভাবে রোজার নিয়ত করতে হয় অনেকে শুধু বাংলায় রোজার নিয়ত করে সেটা করলে যে ভুল হবে তা নয় কিন্তু আরবীতে করলে আল্লাহ তায়ালা বেশি খুশি হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আরবিতে রোজার নিয়ত করতেন ।

 

তাই যেটায় আল্লাহতালা খুশি হবেন সেটা করাই উত্তম তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কিভাবে রোজার নিয়ত করতে হয় । আর যারা জানেন তারা দয়া করে পোষ্টটি এড়িয়ে যান।

প্রথমেই বলে নেই নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। মুখে উচ্চারণ করার নাম নিয়ত নয় সেটা নামাজের ক্ষেত্রে হোক আর রোজার ক্ষেত্রে হোক। এটা অবশ্যই অন্তরের সংকল্পের নাম অন্তরে যদি আপনি সংকল্প করেন যে আমি কালকে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য রোজা রাখব তাহলে সেটাই হবে রোজা রাখার নিয়ত ।

 

এখনো যারা আরবীতে নিয়ত করতে চান না বা বাংলায় নিয়ত করেন তারা এভাবে নিয়ত করতে পারেন যে হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কালকে একটি ফরজ রোজা রাখার নিয়ত করিলাম এতোটুক বলে যদি আপনি রাতে ঘুমিয়ে পড়েন কিন্তু সেহরি খাবার সময় না পান , ঘুম থেকে উঠতে না পারেন তারপরও আপনি রোজা রাখতে পারবেন কারণ আপনি রাতে নিয়ত করে নিয়েছিলেন । এক্ষেত্রে আপনি যদি সেহরি খেতে না পারেন তাহলে রোজা হবে । সেহরি খাওয়া বাধ্যতামূলক নয় তবে এটা সুন্নত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন তাই সর্বদা চেষ্টা করবেন সেহরি খাওয়ার ।

 

তবে হঠাৎ করে ভুল হয়ে গেলে সেটা আলাদা কথা। এখন যারা আরবিতে ইফতার করার নিয়ত করতে চান তাদের জন্য বাংলা উচ্চারণ এবং অর্থ নিচে দিয়ে দেওয়া হল।

 

“আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু”

 

বাংলা অর্থঃ হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার দেয়া রিযিক দ্বারা ইফতার করছি ।

 

আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি যে নিয়ত আরবিতে করতে হবে এটার কোন মানে নেই। বাংলাতে করলেও হবে কেননা নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প। আপনি যে ভাষাতেই করেন না কেন মনের সংকল্প প্রকাশ করলেই সেটা নিয়ত হিসেবে গণ্য হবে।

 

যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন যে আমাকে অনুপ্রাণিত করবে আরো ভালো ইসলামিক পোস্ট করার জন্য। ধন্যবাদ।