আগামীকাল রবিবার (২৬-ই নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করবে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এরপর বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে.!
HSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে।
১) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
২) অনলাইনে
অনলাইন এ রেজাল্ট দেখার নিয়ম.!
নিছের দুই টা লিংক থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে
LINK-1 ==> http://www.educationboardresults.gov.bd
LINK-2 ==> https://www.eboardresults.com/app/stud
এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম.!
উদাহরণঃ HSC DHA 641322 2023
মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে
উদাহরণঃ HSC MAD 641322 2023
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণঃ HSC TEC 641322 2023
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন