আগামীকাল রবিবার (২৬-ই নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করবে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এরপর বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে.!

HSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে

১) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
২) অনলাইনে

অনলাইন এ রেজাল্ট দেখার নিয়ম.!

নিছের দুই টা লিংক  থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে

LINK-1 ==> http://www.educationboardresults.gov.bd

LINK-2 ==> https://www.eboardresults.com/app/stud

এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

ঢাকা বোর্ড

চট্টগ্রাম বোর্ড

কুমিল্লা বোর্ড

যশোর বোর্ড

বরিশাল বোর্ড

দিনাজপুর বোর্ড

সিলেট বোর্ড

ময়মনসিংহ বোর্ড

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম.!

সে কোনো অপারেটর মোবাইল ফোনের মেসেজ অপশন এ গিয়ে লেখবেন HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণঃ HSC DHA 641322 2023

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে
উদাহরণঃ HSC MAD 641322 2023

কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৩ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণঃ HSC TEC 641322 2023

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

 

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

4 thoughts on "HSC পরিক্ষার রেজাল্ট সবার আগে ও দ্রুত দেখে নিন খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই.!"

  1. Abdus Sobhan Author says:
    Vai Rajshahi board er link den ni.
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Add kora hoini bro
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ??

Leave a Reply