¤¤¤ রসূলুল্লাহ (সঃ) এর মূল্যবান উপদেশ¤¤¤
******* সবার সাথে শেয়ার করলাম ****……
১। যদি পরিপূর্ণ
ঈমানওয়ালা হতে চাও
তবে উত্তম চরিত্র অর্জন কর ।
২। যদি সবচেয়ে বড় আলেম হতে চাও
তবে তাকওয়া অর্জন কর ।
৩। যদি সবচেয়ে বেশী সম্মান
পেতে চাও
তবে মানুষের নিকট হাত পাতা বন্ধ
করে দাও
।
৪। যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান
পেতে চাও তবে অধিক
পরিমাণে আল্লাহর
৫। যদি রিযিকের প্রশস্ততা চাও
তবে সর্বদা ওজুর সাথে থাকার
চেষ্টা কর ।
৬। যদি সমস্ত দোয়া কবুল হওয়ার
আশা কর
তবে অবশ্যই হারাম
থেকে বেঁচে থাকো ।
৭। যদি কেয়ামতের দিন আল্লাহর
দরবারে গুনাহমুক্ত উঠতে চাও
তবে সহবাসের
পর দ্রুত পবিত্র হয়ে নাও ।
৮। যদি কেয়ামতের দিন আল্লাহর নূর
নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর
জুলুম
করা ছেড়ে দাও ।
৯। যদি আল্লাহর প্রিয়
বান্দা হতে চাও
তবে আল্লাহর ফরজ বিষয়াদির
১০। যদি জাহান্নামের আগুন
নেভাতে চাও
তবে দুনিয়ার বিপদাপদে সবর কর ।
১১। যদি আল্লাহ তায়ালার রাগ
থেকে বাঁচতে চাও
তবে গোপনে সদকা কর ,
আত্নীয়তা রহ্মা করে চলো এবং মানুষের
উপর রাগ করা ছেড়ে দাও ।