¤¤¤ রসূলুল্লাহ (সঃ) এর মূল্যবান উপদেশ¤¤¤
******* সবার সাথে শেয়ার করলাম ****……

১। যদি পরিপূর্ণ
ঈমানওয়ালা হতে চাও
তবে উত্তম চরিত্র অর্জন কর ।
২। যদি সবচেয়ে বড় আলেম হতে চাও
তবে তাকওয়া অর্জন কর ।
৩। যদি সবচেয়ে বেশী সম্মান
পেতে চাও
তবে মানুষের নিকট হাত পাতা বন্ধ
করে দাও

৪। যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান
পেতে চাও তবে অধিক
পরিমাণে আল্লাহর
জিকির কর ।
৫। যদি রিযিকের প্রশস্ততা চাও
তবে সর্বদা ওজুর সাথে থাকার
চেষ্টা কর ।
৬। যদি সমস্ত দোয়া কবুল হওয়ার
আশা কর
তবে অবশ্যই হারাম
থেকে বেঁচে থাকো ।
৭। যদি কেয়ামতের দিন আল্লাহর
দরবারে গুনাহমুক্ত উঠতে চাও
তবে সহবাসের
পর দ্রুত পবিত্র হয়ে নাও ।
৮। যদি কেয়ামতের দিন আল্লাহর নূর
নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর
জুলুম
করা ছেড়ে দাও ।
৯। যদি আল্লাহর প্রিয়
বান্দা হতে চাও
তবে আল্লাহর ফরজ বিষয়াদির
প্রতি যত্নবান হও ।
১০। যদি জাহান্নামের আগুন
নেভাতে চাও
তবে দুনিয়ার বিপদাপদে সবর কর ।
১১। যদি আল্লাহ তায়ালার রাগ
থেকে বাঁচতে চাও
তবে গোপনে সদকা কর ,
আত্নীয়তা রহ্মা করে চলো এবং মানুষের
উপর রাগ করা ছেড়ে দাও ।

4 thoughts on "¤¤¤ রসূলুল্লাহ (সঃ) এর মূল্যবান উপদেশ ¤ ¤¤"

  1. Avatar photo shamim al mamun Subscriber says:
    Admin @RANA Boss Copy post ধরা পরছে ৷ এরে কি করবেন ৷
    1. Avatar photo JIHAD KHAN Author Post Creator says:
      এই পোষ্ট টা আপনের মনে হয় আমি কপি করছি? ভাই আপনাকে একটা কথা বলি আগে নিজের চরকায় তেল দেন… কারণ আপনি নিজেই কপি করার জন্য বেন হইয়া রইছেন… আর আমি এটা কোথাও থেকে কপি পেষ্ট করি নাই… আমার কাছে ইসলামিক বই আছে সেখান থেকে লেখা…
  2. Avatar photo shamim al mamun Subscriber says:
    ঐ মিয়া আমারে সিখাও কপি পোস্ট কাকে বলে ৷ ১০ মিনিটে ১০ পোস্ট করেন আবার বলেন আমি কোথায় থেকে কপি করছি ৷ আপনাকে কি অন্য লোক লেখেছে দিছে বাকি ৯ টা পোস্ট ৷
    1. Avatar photo JIHAD KHAN Author Post Creator says:
      ভাইয়া এই পোষ্ট গুলা আমার কম্পিউটারে আগে থেকে লেখা ছিল… তাই এক সাথে এই গুলা করলাম… আর কিছু পোষ্ট পেন্ডিং ছিল সেগুলা পাবলিস করলাম।।

Leave a Reply