রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জামায়াত সহকারে নামায পড়ার ব্যাপারে অবহেলা করবে, আল্লাহ তায়ালা তাকে বারটি মুসীবতে জড়িত করবেন। এ বারটি মুসীবত হচ্ছে, তিনটি মুসীবত দুনিয়াতে আসবে, তিনটি মুসীবত মৃত্যুর সময়, তিনটি মুসীবত কবরে এবং তিনটি মুসীবত কেয়ামতের দিনে। যে তিন মুসীবত দুনিয়াতে আসবে , সেগুলো হচ্ছে- আল্লাহ তায়ালা তার রুজি রোজগার থেকে বরকত ওঠিয়ে নিবেন, তার থেকে নেককারদের নূর বিদুরীত হবে এবং সমস্ত ঈমানদারের কাছে সে অপছন্দনীয় হবে।
কবরে যে তিন মুসীবত সম্পর্কে ইরশাদ করা হয়েছেঃ- ১. প্রথম মুসীবত হলো মুনকার ও নকীর খুবই কঠোরতার সাথে প্রশ্ন করবেন ২, কবরের মধ্যে ঘোর অন্ধকার হবে এবং ৩. তৃতীয় মুসীবত হল, কবর এমন সংকীর্ণ হয়ে যাবে যে উভয় পাজরের হাড্ডি একাকার হয়ে যাবে।