Site icon Trickbd.com

অসুস্থতা বা সফরে থাকা কালীন সময়ে রমজানের বাদ যাওয়া রোজা অন্য মাসে কাজা করার সময় তারাবীহ পড়তে হবে কিনা?

আসসালামু আলাইকুম,

অনেকে অসুস্থতা বা সফরে থাকা কালীন সময়ে রোজা বাদ যায়, যা অন্য সময়ে কাজা করতে হয় (১ টির পরিবির্তে ১ টি রাখতে হয়)

প্রশ্ন হলোঃ  রমজানের বাদ যাওয়া রোজা এখন কাজা করার সময় তারাবীহ পড়তে হবে কিনা?

উত্তরঃ  রমজানে প্রতিটি ইবাদত ই আলাদা। রোজা অন্য মাসে কাজা করার জন্য তারাবীহ পড়তে হবেনা।  কুরআন তেলাওয়াত, তারাবীহ, নফল দান সদকাহ, রোজা পালন সব আমরা রমজান মাসে করি। ঠিক যেমন- প্রত্যেক মাসে কিছু নফল রোজা রাখতে গেলে আমরা তারাবীহ পড়িনা তেমন। তবে এই কাজার নিয়ত টা হবে “ফরজ রোজার কাজা আদায় করছি” । সুতরাং, তারাবীহ ও রোজা আলাদা ইবাদত, একই মাসে আদায় করতে হয়,   কিন্তু একটির সাথে অপরটি যুক্ত নয়।  তাই    রমজানের বাদ যাওয়া রোজা অন্য মাসে কাজা করার সময়  তারাবীহ পড়তে হবেনা।


 

গৃহীত ———-

আলোচনাঃ সিয়াম ও রমাদান

রোজা বিষয়ক সরাসরী প্রশ্নোত্তর অনুষ্ঠান,

অতিথীঃ  আলেমে দ্বীন, আবুবকর মুহাম্মদ জাকারিয়া।

(অনুষ্ঠানের ছবি টি দিতে পারিনি এজন্য দুঃখিত। )