আসসালামু আলাইকুম,
অনেকে অসুস্থতা বা সফরে থাকা কালীন সময়ে রোজা বাদ যায়, যা অন্য সময়ে কাজা করতে হয় (১ টির পরিবির্তে ১ টি রাখতে হয়)
প্রশ্ন হলোঃ রমজানের বাদ যাওয়া রোজা এখন কাজা করার সময় তারাবীহ পড়তে হবে কিনা?
উত্তরঃ রমজানে প্রতিটি ইবাদত ই আলাদা। রোজা অন্য মাসে কাজা করার জন্য তারাবীহ পড়তে হবেনা। কুরআন তেলাওয়াত, তারাবীহ, নফল দান সদকাহ, রোজা পালন সব আমরা রমজান মাসে করি। ঠিক যেমন- প্রত্যেক মাসে কিছু নফল রোজা রাখতে গেলে আমরা তারাবীহ পড়িনা তেমন। তবে এই কাজার নিয়ত টা হবে “ফরজ রোজার কাজা আদায় করছি” । সুতরাং, তারাবীহ ও রোজা আলাদা ইবাদত, একই মাসে আদায় করতে হয়, কিন্তু একটির সাথে অপরটি যুক্ত নয়। তাই রমজানের বাদ যাওয়া রোজা অন্য মাসে কাজা করার সময় তারাবীহ পড়তে হবেনা।
আলোচনাঃ সিয়াম ও রমাদান
রোজা বিষয়ক সরাসরী প্রশ্নোত্তর অনুষ্ঠান,
অতিথীঃ আলেমে দ্বীন, আবুবকর মুহাম্মদ জাকারিয়া।
(অনুষ্ঠানের ছবি টি দিতে পারিনি এজন্য দুঃখিত। )
2 thoughts on "অসুস্থতা বা সফরে থাকা কালীন সময়ে রমজানের বাদ যাওয়া রোজা অন্য মাসে কাজা করার সময় তারাবীহ পড়তে হবে কিনা?"