নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শাইখ মো. রফিকুল ইসলাম আল মাদানী।
বিশেষ আপনার জিজ্ঞাসার ৫১৭তম পর্বে জিনেরা মিষ্টি খায় কি না, সে সম্পর্কে কেরানীগঞ্জ থেকে টেলিফোনে জানতে চেয়েছেন আনোয়ার। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : জিনরা কি মিষ্টি খায়? আমরা বিভিন্ন জায়গায় শুনি, জিনরা নাকি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খায়? এই কথাটি কতটুকু সত্য?
উত্তর : জিনেরা আমাদের মতোই একটি জাতি। যখন আমরা ছিলাম না, তখন জিনেরা ছিল। তাদের হাতে এখন নেতৃত্ব-কর্তৃত্ব নেই। কিন্তু তারা আছে। তাদের বিভিন্ন রকমের খাবার রয়েছে। আমরা যেগুলো খাই না, সেগুলো অনেক সময় ধরলে তাদের খাবার হয়ে যায়। যেমন : হাড় বা অন্যান্য পরিত্যক্ত জিনিস ইত্যাদি। তারা মিষ্টি কিনে খেতে পারে।
তবে জিনেরা যেহেতু আমাদের মতো নয়, তারা যখন তাদের আসল আকৃতিতে থাকে, তখন আমরা তাদের দেখি না। যদি তারা অন্য কোনো আকৃতি ধারণ করে, তখন মানুষ সেটিই দেখে। হতে পারে সে জিন, সে ব্যাপারে আল্লাহতায়ালা ভালো জানেন। জিনেরা এই খাবার-দাবার গ্রহণ করতে পারে, এমনকি মিষ্টিও খেতে পারে।
সৌজন্যঃ- NewTips25.Com