নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শাইখ মো. রফিকুল ইসলাম আল মাদানী।
প্রশ্ন : জিনরা কি মিষ্টি খায়? আমরা বিভিন্ন জায়গায় শুনি, জিনরা নাকি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খায়? এই কথাটি কতটুকু সত্য?
উত্তর : জিনেরা আমাদের মতোই একটি জাতি। যখন আমরা ছিলাম না, তখন জিনেরা ছিল। তাদের হাতে এখন নেতৃত্ব-কর্তৃত্ব নেই। কিন্তু তারা আছে। তাদের বিভিন্ন রকমের খাবার রয়েছে। আমরা যেগুলো খাই না, সেগুলো অনেক সময় ধরলে তাদের খাবার হয়ে যায়। যেমন : হাড় বা অন্যান্য পরিত্যক্ত জিনিস ইত্যাদি। তারা মিষ্টি কিনে খেতে পারে।
সৌজন্যঃ- NewTips25.Com
উত্তর :- জিন এবং ভুত একিই জিনিস যাকে বলে কুসংস্কার।