Site icon Trickbd.com

জেনে নিন নামাযে দাড়িয়ে কিভাবে অন্য সব চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন

Unnamed

আসসালামুয়ালাইকুম!
অনেক দিনন পর লিখলাম!!

আমরা নামায পড়ি ,
নামায আমাদের প্রতি ফরজ।
নামাযের কিছু বিধি বিধান রয়েছে ।
আমরা অনেকে নামাযে দাড়িয়ে বিভিন্ন চিন্তাভাবনর মধ্যে ডুবে থাকি ।
আমরা যদি সুস্পষ্ট ভাবে পালন করতে চাই তবে অবশ্যই নামাযের সময় অন্য সব চিন্তা ভাবনা ভুলে বিধানমতে নামায পড়তে হবে।

আর এর জন্য প্রয়োজন নামাযে মনোযোগী হওয়া ।

আমরা নামাযের মধ্যে চিন্তা করতে থাকি অনেক খারাপ ভাবনা এবং কিছু চিন্তা।
এসবের কারনে নামায হয় না ।

তাই আরো একটি সলুশন হচ্ছে নামাযে সূরা পড়ার সাথে সাথে তার অর্থ বোঝা এবং অনুসরন করা । ★ আর ভাবতে থাকা,,,, আমি এই ইমামের পিছনে নামাজ পড়ছি,
আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন!

যদি আপনি এইটা করেন তবে অবশ্যই নামাযে দাড়িয়ে অন্য চিন্তা থেকে দূরে থাকতে পারবেন ।

পোস্ট টি কেমন লাগলো