আসসালামুয়ালাইকুম!
অনেক দিনন পর লিখলাম!!
আমরা নামায পড়ি ,
নামায আমাদের প্রতি ফরজ।
নামাযের কিছু বিধি বিধান রয়েছে ।
আমরা অনেকে নামাযে দাড়িয়ে বিভিন্ন চিন্তাভাবনর মধ্যে ডুবে থাকি ।
আমরা যদি সুস্পষ্ট ভাবে পালন করতে চাই তবে অবশ্যই নামাযের সময় অন্য সব চিন্তা ভাবনা ভুলে বিধানমতে নামায পড়তে হবে।
আর এর জন্য প্রয়োজন নামাযে মনোযোগী হওয়া ।
আমরা নামাযের মধ্যে চিন্তা করতে থাকি অনেক খারাপ ভাবনা এবং কিছু চিন্তা।
এসবের কারনে নামায হয় না ।
তাই আরো একটি সলুশন হচ্ছে নামাযে সূরা পড়ার সাথে সাথে তার অর্থ বোঝা এবং অনুসরন করা । ★ আর ভাবতে থাকা,,,, আমি এই ইমামের পিছনে নামাজ পড়ছি,
আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন!
যদি আপনি এইটা করেন তবে অবশ্যই নামাযে দাড়িয়ে অন্য চিন্তা থেকে দূরে থাকতে পারবেন ।
পোস্ট টি কেমন লাগলো
নামায আমাদের প্রতি ফরজ।
নামাযের কিছু বিধি বিধান রয়েছে ।
আমরা অনেকে নামাযে দাড়িয়ে বিভিন্ন চিন্তাভাবনর মধ্যে ডুবে থাকি ।
আমরা যদি সুস্পষ্ট ভাবে পালন করতে চাই তবে অবশ্যই নামাযের সময় অন্য সব চিন্তা ভাবনা ভুলে বিধানমতে নামায পড়তে হবে।
আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন!
ধন্যবাদ।।।। আবারো বলছি তাবলীগে যান।