আপনি আল্লাহ তায়ালাকে কতটুকু ভালোবাসেন আল্লাহ তায়ালার প্রতি আপনার কতটুকু ভালোবাসা রয়েছে এটা কি বুঝার জন্য ছোট্ট একটি উদাহরন দিচ্ছি।
ছোট্ট একটি ঘটনা বলছি একটি ছেলে পড়াশোনা করার জন্য জার্মানিতে গিয়েছিল আট বছর যাবত জার্মানিতে পড়াশোনা করেছে।
তার মা ছিলো একেবারেই সহজ সরল গ্রাম্য মানুষ তিনি পড়ালেখা জানতেন না আর সেই সময়ে ইন্টারনেট ছিল না।
মোবাইল ফোনের প্রচলন ছিলনা যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি পত্র আদান প্রদান ছেলেটি প্রত্যেক মাসে মায়ের কাছে একটি করে চিঠি পাঠাত।
তার মা যেহেতু পড়াশোনা জানতেন না তাই প্রথম মাসে চিঠিটি আসা মাত্রই তিনি দৌড়ে প্রতিবেশীর কাছে ছুটে গেলেন।
তাদেরকে একটু চিঠিটি পড়ে শোনাতে বললেন যে তার আদরের সন্তান তার কাছে কি বার্তা পাঠিয়েছে প্রতিবেশী যখন চিঠিটি পড়ে শোনাল তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়লো আর তার আদরের সন্তানের কথা স্মরণ হতে লাগলো।
দ্বিতীয় মাসে যখন চিঠিটি আসলো তখন তিনি পূর্ব মাসের নেয় একি কাজ করলো তৃতীয় মাসে যখন চিঠি আসলো তখন সেই প্রতিবেশী যাকে দিয়ে চিঠি পড়াতো সে কোন একটা কাজে শহরের বাইরে গিয়েছিল।
তার সন্তানেরা যখন স্কুল থেকে আসলো তখন সে তাদেরকে বলল আমাকে চিঠিটি পড়ে শোনাও তারা তাকে চিঠিটি পড়ে শোনাল তার মন প্রশান্ত হল।
কিন্তু এই চিঠিটি সোনার আগ পর্যন্ত সে সারা দিন পেরেশান হয়েছিল বারবার চিঠিটি কে নিয়ে ভাব ছিল যে তার সন্তান তার কাছে কি লিখেছে তার সন্তানদের কাছে কি বার্তা পাঠিয়েছে।
সেদিন যেহেতু এই চিঠিটির ব্যাপারে অনেক কষ্ট হয়েছিল তাই সে সংকল্প করল যে আমি আর এমনটা হতে দিব না সে তার সন্তানের চিঠি পড়ার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া সিকলো।
শুধুমাত্র সে তার সন্তানের চিঠি পড়ার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া সেকলো প্রিয় বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে।
আপনারা বলুন তো সে তার সন্তানকে কতটুকু ভালোবাসতো ? নিশ্চয়ই আপনারা বলবেন সে তার সন্তানকে অনেক বেশি ভালোবাসতো অনেক ভালবাসত।
যখন সেই মা লেখাপড়া শিখে গেল তখন সে তার সন্তানের চিঠিগুলোকে তার কাছেই রাখত সে চিঠি গুলোকে দিনে কয়েকবার পড়তো সেগুলোকেই চুমু খেত এবং বুকের সাথে জড়িয়ে রাখত কারণ সেই মা তার সন্তানকে অনেক ভালবাসত।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতিপালক আল্লাহ তালা শ্রেষ্ঠ বার্তাবাহক মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে আপনাদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন সেই চিঠি টাকে আপনারা এই পর্যন্ত কতবার পরেছেন ?
প্রতিদিন সেই চিঠিটি কে আপনারা কতবার পড়েন কুরআন পড়ার সুযোগ কি আপনাদের হয় মনে আছে ঠিক কবে কোরআনকে পড়েছিলেন ?
আপনারা কোরআনকে কতটুকু বুঝেন আপনারা মনোযোগ সহকারে কতটুকু সময় কুরআন কে বোঝার চেষ্টা করেন।
অনেক সময় দেখা যায় আমরা বাস্তবতাকে ভুলে যায় কিন্তু যদি একটু চিন্তা করা হয় তাহলে বাস্তবতা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়।
আমরা এতক্ষণ পর্যন্ত যে মহিলার কথা আলোচনা করছিলাম সেও একজন মানুষ ছিল সে তার সন্তানকে অনেক ভালবাসত শুধুমাত্র এই ভালোবাসার কারণেই শুধু তার চিঠি গুলোকে দিনে কয়েকবার পড়তো আর এই ভালোবাসার কারণেই সে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছিল শুধুমাত্র সন্তানের প্রতি ভালোবাসার কারণেই এত পরিশ্রম করে লেখাপড়া শিখে ছিল।
আপনি দিনে কতটুকু সময় কুরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আল্লাহর প্রতি আমাদের ভালবাসা বোঝার জন্য এটি একটি ছোট্ট উদাহরণ মাত্র।