আপনি আল্লাহ তায়ালাকে কতটুকু ভালোবাসেন আল্লাহ তায়ালার প্রতি আপনার কতটুকু ভালোবাসা রয়েছে এটা কি বুঝার জন্য ছোট্ট একটি উদাহরন দিচ্ছি।
ছোট্ট একটি ঘটনা বলছি একটি ছেলে পড়াশোনা করার জন্য জার্মানিতে গিয়েছিল আট বছর যাবত জার্মানিতে পড়াশোনা করেছে।
তার মা ছিলো একেবারেই সহজ সরল গ্রাম্য মানুষ তিনি পড়ালেখা জানতেন না আর সেই সময়ে ইন্টারনেট ছিল না।
মোবাইল ফোনের প্রচলন ছিলনা যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি পত্র আদান প্রদান ছেলেটি প্রত্যেক মাসে মায়ের কাছে একটি করে চিঠি পাঠাত।
তার মা যেহেতু পড়াশোনা জানতেন না তাই প্রথম মাসে চিঠিটি আসা মাত্রই তিনি দৌড়ে প্রতিবেশীর কাছে ছুটে গেলেন।
তাদেরকে একটু চিঠিটি পড়ে শোনাতে বললেন যে তার আদরের সন্তান তার কাছে কি বার্তা পাঠিয়েছে প্রতিবেশী যখন চিঠিটি পড়ে শোনাল তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়লো আর তার আদরের সন্তানের কথা স্মরণ হতে লাগলো।
দ্বিতীয় মাসে যখন চিঠিটি আসলো তখন তিনি পূর্ব মাসের নেয় একি কাজ করলো তৃতীয় মাসে যখন চিঠি আসলো তখন সেই প্রতিবেশী যাকে দিয়ে চিঠি পড়াতো সে কোন একটা কাজে শহরের বাইরে গিয়েছিল।

সেদিন চিঠি পড়ানোর মত কেউই ছিল না তার অন্যান্য সন্তানেরা ওই স্কুলে গিয়েছিল তাই সে সারা দিন পেরেশান হয়েছিল।
তার সন্তানেরা যখন স্কুল থেকে আসলো তখন সে তাদেরকে বলল আমাকে চিঠিটি পড়ে শোনাও তারা তাকে চিঠিটি পড়ে শোনাল তার মন প্রশান্ত হল।
কিন্তু এই চিঠিটি সোনার আগ পর্যন্ত সে সারা দিন পেরেশান হয়েছিল বারবার চিঠিটি কে নিয়ে ভাব ছিল যে তার সন্তান তার কাছে কি লিখেছে তার সন্তানদের কাছে কি বার্তা পাঠিয়েছে।
সেদিন যেহেতু এই চিঠিটির ব্যাপারে অনেক কষ্ট হয়েছিল তাই সে সংকল্প করল যে আমি আর এমনটা হতে দিব না সে তার সন্তানের চিঠি পড়ার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া সিকলো।
শুধুমাত্র সে তার সন্তানের চিঠি পড়ার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া সেকলো প্রিয় বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে।
আপনারা বলুন তো সে তার সন্তানকে কতটুকু ভালোবাসতো ? নিশ্চয়ই আপনারা বলবেন সে তার সন্তানকে অনেক বেশি ভালোবাসতো অনেক ভালবাসত।
যখন সেই মা লেখাপড়া শিখে গেল তখন সে তার সন্তানের চিঠিগুলোকে তার কাছেই রাখত সে চিঠি গুলোকে দিনে কয়েকবার পড়তো সেগুলোকেই চুমু খেত এবং বুকের সাথে জড়িয়ে রাখত কারণ সেই মা তার সন্তানকে অনেক ভালবাসত।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতিপালক আল্লাহ তালা শ্রেষ্ঠ বার্তাবাহক মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে আপনাদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন সেই চিঠি টাকে আপনারা এই পর্যন্ত কতবার পরেছেন ?
প্রতিদিন সেই চিঠিটি কে আপনারা কতবার পড়েন কুরআন পড়ার সুযোগ কি আপনাদের হয় মনে আছে ঠিক কবে কোরআনকে পড়েছিলেন ?
আপনারা কোরআনকে কতটুকু বুঝেন আপনারা মনোযোগ সহকারে কতটুকু সময় কুরআন কে বোঝার চেষ্টা করেন।
অনেক সময় দেখা যায় আমরা বাস্তবতাকে ভুলে যায় কিন্তু যদি একটু চিন্তা করা হয় তাহলে বাস্তবতা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়।
আমরা এতক্ষণ পর্যন্ত যে মহিলার কথা আলোচনা করছিলাম সেও একজন মানুষ ছিল সে তার সন্তানকে অনেক ভালবাসত শুধুমাত্র এই ভালোবাসার কারণেই শুধু তার চিঠি গুলোকে দিনে কয়েকবার পড়তো আর এই ভালোবাসার কারণেই সে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছিল শুধুমাত্র সন্তানের প্রতি ভালোবাসার কারণেই এত পরিশ্রম করে লেখাপড়া শিখে ছিল।
আপনি আল্লাহ তালাকে কতটুকু ভালোবাসেন ভালোবাসার পরিমাণ সম্পর্কে আমাকে বলার দরকার নেই শুধুমাত্র এই বিষয়টিকে নিয়ে একটু চিন্তা করেন
আপনি দিনে কতটুকু সময় কুরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আল্লাহর প্রতি আমাদের ভালবাসা বোঝার জন্য এটি একটি ছোট্ট উদাহরণ মাত্র।

24 thoughts on "আপনি আল্লাহ্ তায়ালাকে কতটুকু ভালোবাসেন?"

  1. mdanondo Author says:
    হুম ভাবার মতো একটা কথা।
    ভাই এই রকম উদাহারণ পোস্ট আরো কইরেন?
    1. Imran Khan Contributor Post Creator says:
      চেষ্টা করব প্রতি সপ্তাহে দুইটা করে ইসলামিক পোষ্ট করার জন্য।
    2. mdanondo Author says:
      হুম ভাই দিয়েন
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks bro
    1. Imran Khan Contributor Post Creator says:
      welcome
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks bro
  2. JS JIBON Contributor says:
    valo post
    1. Imran Khan Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  3. JS JIBON Contributor says:
    ভাই একটা হেল্প করবেন পোষ্টের ভিতরে ডাউনলোড লিঙ্ক বা সাইট লিঙ্ক দেয় কিভাবে
    1. mdanondo Author says:
      new post a jan tar por add bb code a giye dekhte par ber ki kore link add korte hoy
    1. Imran Khan Contributor Post Creator says:
      Thanks bro
  4. mominahmed Contributor says:
    vaiya apni j upore ekti ss a Allah ta alake apni koto tuko valo basen sei pic ti kon ss a lagaisen plz bolun
  5. Md Yousuf Ctg Author says:
    JaZaKallah. …..
    ai post ta ummah network ar akta video….
    ar moto……
    1. Imran Khan Contributor Post Creator says:
      Hmm
  6. Fahim Uddin Contributor says:
    মাশাআল্লাহ ভালো লাগলো পড়ে।
  7. My_idiea Contributor says:
    ভালো…
  8. Haseev Author says:
    উম্মাহ নেটওয়ার্ক এর লিনক দিলে চ্যানেলটার সাথে সকলে পরিচিত হতে পারত।
  9. Gangster Contributor says:
    Pohela boisak neya akta post koren please

Leave a Reply