ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

বর্তমানে ইন্টারনেটে একটি জনপ্রিয় অ্যাক্টিভিটি হলো কন্টেন্ট ক্রিয়েশন করা। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর পর থেকেই ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হয়েছে।এক‌ই সাথে অনলাইন কন্টেন্ট কনজ্যিউমার এর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্রিয়েটরদের সংখ্যাও।আগে বিভিন্ন টপিকের উপর বাংলায় ভিডিও না থাকলেও এখন কমবেশি বাংলা কন্টেন্ট এর সংখ্যা আগের চাইতে বৃদ্ধি পেয়েছে।

সাধারনত কন্টেন্ট ক্রিয়েশন এ সফল হ‌ওয়ার অন্যতম শর্ত হলো কত ভালোভাবে অডিয়েন্সের মনযোগ আকর্ষণ করা যায়।তাই এর একটি অন্যতম অংশ হলো ভিজ্যুলাইজেশন‌। অ্যানিমেশন,স্টক ফুটেজ,এআই জেনারেটেড ছবি ইত্যাদি দ্বারা যত ভালোভাবে বোঝানো যায়, তত আসলে সে ভিডিও বেশি আকর্ষণীয় হয়।

কন্টেন্ট ক্রিয়েশন এর জন্য সাধারনত মোবাইল এর চাইতে কম্পিউটার বেশি সুবিধাজনক। মোবাইল ডিভাইসের বেশ কিছু লিমিটেশন থাকাতে, কম্পিউটার এ আরো সহজভাবে সব এডিটিং করা যায়।

সাধারনত ভিডিও কন্টেন্ট তৈরিতে adobe এর অ্যাপ সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। এডোবি এর প্রিমিয়ার প্রো,ফটোশপ ইত্যাদি সফটওয়্যার কম্পিউটার এর জন্য‌ই বিল্ড করা হয়েছে।তবে যারা মোবাইল দিয়ে তৈরি করতে চাইছেন,বা করে আসছেন তাদের জন্য কিছু লিমিটেশন থেকেই যায়।এর একটি অন্যতম হলো ম্যাপ অ্যানিমেশন তৈরি করা।

আজকে দেখাবো কিভাবে আপনারা ম্যাপ অ্যানিমেশন তৈরি করবেন তাও মোবাইল দিয়ে। যেটি এক‌ই সঙ্গে high quality মেইন্টেইন করবে এবং দেখতেও চমৎকার হবে। চলুন শুরু করা যাক।

মোবাইল দিয়ে ম্যাপ অ্যানিমেশন

এজন্য আপনাকে শুরুতে এই লিংকে ক্লিক করতে হবে।

লিংকে ক্লিক করার পর এই ধরনের ওয়েবপেইজ লোড নিবে।সেখানে create map animation অপশনে ক্লিক করে নিন।

এখন এখানে আপনাকে সাইন‌আপ করতে হবে। এজন্য আপনারা temp mail দিয়ে করতে পারেন। আমি temp mail দিয়ে ট্রাই করেছি,টেম্পমেইল ব্যবহার করলে ভ্যারিফিকেশন মেইল চলে আসবে।সেখান ক্লিক করে একাউন্ট ভ্যারিফাই করে নিবেন।

এখন এই মার্ক করা অংশে ক্লিক করে নিন।

এখানে আপনাদের pre ready কিছু destination থাকবে। আপনারা সেগুলো কেটে দিবেন। নিচের যেখানে name co-ordination সেটিতে ক্লিক করে লোকেশন অ্যাড করবেন। আমি Dhaka এবং Chicago অ্যাড করলাম।আপনি যেই destination থেকে যাত্রা শুরু করবেন সেটি প্রথমে রেখে দিবেন।

এখন অপশন এ ক্লিক করে day night ইত্যাদি কাস্টমাইজড করে নিতে পারবেন। এরপর উপর থেকে নিচে স্ক্রল করে নিন।

দেখুন আমার ম্যাপ অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে। এরপর export এ ক্লিক করে নিন ডাউনলোড এর জন্যে।

এখানে download echo তে ক্লিক করলে ডাউনলোড হতে শুরু করবে। প্রতিটি মেইল থেকে ১০ ক্রেডিট পাবেন অর্থাৎ ১০ টি ভিডিও জেনারেট করতে পারবেন। তবে যেহেতু, tempmail দিয়ে রেজিস্ট্রি করা যায়, সুতরাং আপনারা আনলিমিটেড তৈরি করতে পারবেন।

তো, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো টিউটরিয়াল নিয়ে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। সবাইকেই ধন্যবাদ।

4 thoughts on "ম্যাপ travel animation তৈরি করুন মোবাইল দিয়েই ওয়েবসাইটে! (লাগবে না adobe app)"

  1. Bita Paradox Contributor says:
    Fix the link…………… https://mult.dev/
    1. Avatar photo Cyber Grindelwald Author Post Creator says:
      লিংক সরাসরি ওয়েবসাইট থেকে কপি করা। সম্ভবত ট্রিকবিডিতে bug এর কারনে নিচ্ছিল না। আপডেটেড।
  2. larakibby Contributor says:
    Great guide on creating travel map animations using just a mobile device! For those who love adding music to their projects, you can easily convert YouTube videos to MP3 at yt to mp3. It’s super handy for travel vlogs!
    https://thecapcut.live

Leave a Reply