আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.
একটি তরুণ দম্পতি একটি
নতুন পাড়ায় থাকার জন্য চলে আসে।
.
পরদিন সকালে তারা
সকালের নাস্তা খাওয়ার
সময়, যুবতী তার
প্রতিবেশীকে বাইরে
কাপড় শুকানোর কাপড় বাইরে ঝুলাতে দেখল।
.
সে দেখল”
কাপড় গুলো খুব পরিষ্কার নয়”,
.
তিনি বলেছিলেন। “সে
কীভাবে সঠিকভাবে
ধুয়ে ফেলতে হয় তা সে জানে না।
.
সম্ভবত তার আরও ভাল
কাপড় ধোয়ার সাবান দরকার।”
.
তার স্বামী তাকিয়ে
রইল, কিন্তু চুপ করে রইল।
.
প্রতিবার তার
প্রতিবেশী কাপড় শুকানোর জন্য
তার জানালার বাইরে ঝুলিয়ে দিত,
.
যুবতী একই মন্তব্য করত।
.
প্রায় এক মাস পরে,
মহিলাটি একটি
দেখে অবাক হয়ে তার
স্বামীকে বললেন: “দেখুন,
তিনি সঠিকভাবে ধোয়া
শিখলেন।
.
আমি আশ্চর্য
হয়েছি কে তাকে এই
শিক্ষা দিয়েছে।”
.
“স্বামী বলেছিলেন,”
আমি খুব সকালে উঠে
আমাদের জানালা
পরিষ্কার করেছি “।
.
আমাদের মনের জানালা গুলো যদি
নোংরা হয় তবে আমরা
অন্যকেও নোংরা
হিসাবে দেখব।
.
আমরা
অন্যের মধ্যে যা দেখি
তা সত্যই আমাদের
অভ্যন্তরের প্রতিচ্ছবি!
.
সুতরাং জীবনের সাথে
আমরা অন্যকে দেখার সময়
যা দেখি তা নির্ভর করে
আমাদের মনের জানালার
শুদ্ধতার উপর নির্ভর করে
যা আমরা দেখি।
.
আমাদের পক্ষে অন্য
লোকেদের, তাদের জীবন
ও বিষয়গুলি নিয়ে
আলোচনা করা সহজ যা
আমাদের সত্যিকার
অর্থেও উদ্বিগ্ন করে না
এবং আমরা ভুলে যাওয়ার
প্রবণতা করি – আমাদের
মনের জানালাগুলি এতটা
পরিষ্কার নাও হতে
.
আমরা যদি ভাল হই
তবে আমরা অন্যকে ভাল দেখতে
পাবো …
.
জীবনে আমরা সাধারণত
বিচারমূলক হয়ে থাকি
এবং সেই ব্যক্তি কেন
এমনভাবে আচরণ করছে সে
সম্পর্কে গভীরভাবে
অন্বেষণ না করে আমরা
প্রায়শই অন্যের দিকে
তাকাতে থাকি।
.
আল্লাহর প্রিয়তম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে: “একজন
মুসলমান অন্য মুসলমানের
কাছে আয়না।” (আবু দাউদ)
.
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।