আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.
একটি তরুণ দম্পতি একটি
নতুন পাড়ায় থাকার জন্য চলে আসে।
.
পরদিন সকালে তারা
সকালের নাস্তা খাওয়ার
সময়, যুবতী তার
প্রতিবেশীকে বাইরে
কাপড় শুকানোর কাপড় বাইরে ঝুলাতে দেখল।
.
সে দেখল”
কাপড় গুলো খুব পরিষ্কার নয়”,
.
তিনি বলেছিলেন। “সে
কীভাবে সঠিকভাবে
ধুয়ে ফেলতে হয় তা সে জানে না।
.
সম্ভবত তার আরও ভাল
কাপড় ধোয়ার সাবান দরকার।”
.
তার স্বামী তাকিয়ে
রইল, কিন্তু চুপ করে রইল।
.
প্রতিবার তার
প্রতিবেশী কাপড় শুকানোর জন্য
তার জানালার বাইরে ঝুলিয়ে দিত,
.
যুবতী একই মন্তব্য করত।
.
প্রায় এক মাস পরে,
মহিলাটি একটি
দেখে অবাক হয়ে তার
স্বামীকে বললেন: “দেখুন,
তিনি সঠিকভাবে ধোয়া
শিখলেন।
.
আমি আশ্চর্য
হয়েছি কে তাকে এই
শিক্ষা দিয়েছে।”
.
“স্বামী বলেছিলেন,”
আমি খুব সকালে উঠে
আমাদের জানালা
পরিষ্কার করেছি “।
.
আমাদের মনের জানালা গুলো যদি
নোংরা হয় তবে আমরা
অন্যকেও নোংরা
হিসাবে দেখব।
.
আমরা
অন্যের মধ্যে যা দেখি
তা সত্যই আমাদের
অভ্যন্তরের প্রতিচ্ছবি!
.
সুতরাং জীবনের সাথে
আমরা অন্যকে দেখার সময়
যা দেখি তা নির্ভর করে
আমাদের মনের জানালার
শুদ্ধতার উপর নির্ভর করে
যা আমরা দেখি।
.
আমাদের পক্ষে অন্য
লোকেদের, তাদের জীবন
ও বিষয়গুলি নিয়ে
আলোচনা করা সহজ যা
আমাদের সত্যিকার
অর্থেও উদ্বিগ্ন করে না
এবং আমরা ভুলে যাওয়ার
প্রবণতা করি – আমাদের
মনের জানালাগুলি এতটা
পরিষ্কার নাও হতে
.
আমরা যদি ভাল হই
তবে আমরা অন্যকে ভাল দেখতে
পাবো …
.
জীবনে আমরা সাধারণত
বিচারমূলক হয়ে থাকি
এবং সেই ব্যক্তি কেন
এমনভাবে আচরণ করছে সে
সম্পর্কে গভীরভাবে
অন্বেষণ না করে আমরা
প্রায়শই অন্যের দিকে
তাকাতে থাকি।
.
আল্লাহর প্রিয়তম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে: “একজন
মুসলমান অন্য মুসলমানের
কাছে আয়না।” (আবু দাউদ)
.
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।
ss: https://i.postimg.cc/KjM7QNjh/screenshot-49.png
kintu se link a amon icon nei tahole apni kivabe sure je uni apnar copy kore time change korechen?
jai hok ami nemechi ai bisoy niye investigate korte ke kar copy koreche..
jodi se copy kore thakto (je bisoye apni sure) tahole to time change korar karone time icon show korto jar prove ami ss soho live link diye dekhiyechi apni kivabe bolen je se apnar copy koreche setai main bisoy
apni jehetu sure chilen tai abar apni apnar jukti, proman din
https://www.facebook.com/needmoney2017
kivabe apni sure je se apnar copy kore time change korlo?