Site icon Trickbd.com

একসাথে ৩ টি সিরিজ মিলে (মোট ১৫ টি বই) রিভিউ

আস্সালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম একসাথে ৩ টি সিরিজ (SET) বইয়ের রিভিউ। 

যেখানে প্রথম সিরিজে ৪ টি,

দ্বিতীয় সিরিজে ৬ টি ও

৩য় সিরিজে ৫ টি  বই রয়েছে .

অর্থাৎ মোট এখানে আজকের এই টিউনে আপনারা একসঙ্গে ১৫ টি বইয়ের তালিকা পেয়ে যাচ্ছেন এবং এগুলি ১টি সিরিজের লিংক আমি আজকে টপিকের শেষে দিয়ে দেবো। কারণ ট্রিকবিডির নিয়ম ২ টির বেশি লিংক দেওয়া নিষিদ্ধ। 

আপনাদের উপকারের উদ্দেশ্যে বইসেট গুলির বিস্তারিত পেশ করিলাম। 

 

[BOOK SET= 1 ]

জিজ্ঞাসা ও জবাব (১ম-৪র্থ খণ্ড) .

Author: ড. খোন্দকার আব্দল্লাহ জাহাঙ্গীর
Publisher: আস-সুন্নাহ পাবলিকেশন

যে কেউ নিজের ইসলামিক জ্ঞানকে সমৃদ্ধ করে তুলতে  বইগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের মাধ্যমে খুব সহজে।

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রচিত জিজ্ঞাসা ও জবাব সিরিজটি প্রতিটি মুসলিমের জন্য খুবই চমৎকার একটি উপহার। শাইখ এখানে দৈনন্দিন জীবনের বহু মাসআলা-মাসায়েল কুরআন সুন্নাহর আলোকে স্পষ্ট করে তুলেছেন, আলহামদুলিল্লাহ।

[BOOK LINK SEE AT THE LAST SET OF THIS TUNE ]

এই  বই আমি নিজে পড়েছি, গুরুত্ববহ ও অনেক ভালো .

[BOOK SET= 2] 

ইমাম সিরিজ .

আমাদের জন্য জ্ঞানরাজ্যের সকল দ্বার উন্মুক্ত করে যাওয়া ৪ ইমাম সহ আরও ২ জন, মোট ৬ ইমামদের জীবনী মলাটবদ্ধ করা হয়েছে ‘ইমাম সিরিজ’-এ।

(১) ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
সংকলন : আবুল হাসানাত কাসিম
(২) ইমাম মালিক রাহিমাহুল্লাহ
সংকলন : আব্দুল্লাহ মাহমুদ
(৩) ইমাম শাফিয়ি রাহিমাহুল্লাহ
সংকলন : আব্দুল্লাহ মাহমুদ, আব্দুল্লাহিল মা’মুন
(৪) ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ
সংকলন : যোবায়ের নাজাত
(৫) ইমাম হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহ
সংকলন : আব্দুল বারি
(৬) ইমাম আব্দুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহ
সংকলন : আবুল হাসানাত কাসিম

সংকলক: আবুল হাসানাত কাসিম, আব্দুল্লাহ মাহমুদ, আব্দুল্লাহিল মা’মুন, যোবায়ের নাজাত, আব্দুল বারি
প্রকাশনী: সমকালীন প্রকাশন.
[BOOK LINK SEE AT THE LAST SET OF THIS TUNE ]

[BOOK SET= 3]

দাম্পত্য সিরিজ

দাম্পত্য মানবজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে থাকা চাই স্পষ্ট জ্ঞান। আর এ উদ্দেশ্যে নিক্তি নিয়ে এলো দাম্পত্য সিরিজ। যেখানে বিয়ে, দাম্পত্য ও পারিবারিক বিষয়ে ৫ টি গুরুত্বপূর্ণ ইসলামি বই রয়েছে।

১. ভালোবাসার চাদর (ড. বিলাল ফিলিপ্স) [Post Link On This Book] আগের পোস্ট,
২. প্রিয়তমা (সালাহউদ্দীন জাহাঙ্গীর)
৩. বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর (মির্জা ইয়াওয়ার বেইগ,
৪. প্রদীপ্ত কুটির (আরিফুল ইসলাম),
৫. সুখময় জীবনের খোঁজে (মাওলানা তারিক জামিল)।

শেষ সিরিজ টি দাম দেখতে পারেন এই লিংকে #THIS BOOK SET LINK IS HERE

অনেক সহজবোধ্য এবং প্রচ্ছদটাও চমৎকার। বইয়ের সাথে সম্পৃক্ত সবাইকে
 আল্লাহ উত্তম জাযাহ দান করুক, আমিন.
তবে অনেকগুলো বইয়ের রিভিউ একসঙ্গে দিতে গেলে 
অনেক তথ্য বাদ পড়ে যায় শুধু সারমর্ম দেওয়া যায়।
 আর যদি শুধুমাত্র একটি বইয়ের রিভিউ দেওয়া যায়. 
যেমন আমার আগের টি ছিল যার লিংক
 আমি এই টপিকের নিচেই দিয়েছি সে রকম দেওয়াকে 
একটা বই সম্পর্কে খুব বিস্তারিত এবং খুবই গভীর ভাবে
 লেখা সম্ভব যা দেখে একজন পাঠক বুঝতে পারেন 
বইটি ক্রয় করার প্রয়োজন কি প্রয়োজন না।

Thank you all for reading my book review Topics. Allah Hafez.