রমজান মাসে যে অভ্যাস গুলো গড়ার চেষ্টা করবোঃ
আমরা অনেক সারাবছর নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু অনেক কারনে হয়ে উঠে না। কারন গুলো হতে পারে নিজের অবহেলা, ব্যাস্ততা ইত্যাদি।আমরা চাইলে কিন্তু এই রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার অভ্যাস করতে পারি। কারন এই রমজানে মাসে আমাদের সবারই ব্যাস্ততা কম থাকে। নামাজের সময় অধিকাংশ মানুষ নামাজ আদায় করে। নামাজের সময় আড্ডামারার লোক কম থাকে। আমি অনেক বইতে বা নিউজে দেখেছি ২১ দিন কোনো কাজ একটানা করলে সেটা অভ্যাসে পরিণত হয়।
অনেকে ভাবছেন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো, এটা খুবই কষ্টকর একটা কাজ। বিশ্বাস করুন যারা নিয়মিত নামাজ আদায় করে ইমানের সাথে তাদের কাছে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, তার থেকে অনেক বেশি কষ্ট কর।
মহান আল্লাহ যেন আমাদের সবাইকে নেক নিয়তে রোযা ও ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তাউফিক দান করেন।
আমার ওয়েবসাইটঃ
দৈনিক পড়ার রুটিন এসএসসি ও এইচএসসি