Ramadan Image by starline on Freepik
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আমি আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আগামী ২৩ মার্চ ২০২৩ রমজান শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের কিন্তু এখনি রমজান মাসের প্রস্তুতি নিতে হবে এখন। আমাদের অনেকের রমজান মাস অবহেলায় আর আলসেমি করে কটে যায়।১-২ টা রোযা রাখি , ২-১ দিন জামাতে নামাজ আদায় করে হারিয়ে যাই। এবার ও তাই করবেন?

রমজান মাসে যে অভ্যাস গুলো গড়ার চেষ্টা করবোঃ

আমরা অনেক সারাবছর নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি। কিন্তু অনেক কারনে হয়ে উঠে না। কারন গুলো হতে পারে নিজের অবহেলা, ব্যাস্ততা ইত্যাদি।

আমরা চাইলে কিন্তু এই রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার অভ্যাস করতে পারি। কারন এই রমজানে মাসে আমাদের সবারই ব্যাস্ততা কম থাকে। নামাজের সময় অধিকাংশ মানুষ নামাজ আদায় করে। নামাজের সময় আড্ডামারার লোক কম থাকে। আমি অনেক বইতে বা নিউজে দেখেছি ২১ দিন কোনো কাজ একটানা করলে সেটা অভ্যাসে পরিণত হয়।

অনেকে ভাবছেন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো, এটা খুবই কষ্টকর একটা কাজ। বিশ্বাস করুন যারা নিয়মিত নামাজ আদায় করে ইমানের সাথে তাদের কাছে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, তার থেকে অনেক বেশি কষ্ট কর।

মহান আল্লাহ যেন আমাদের সবাইকে নেক নিয়তে রোযা ও ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তাউফিক দান করেন।

আপনারা চাইলে আমি এই রমজানে ছোট ছোট পরিবর্তন নিয়ে পোষ্ট করবো ইনশাআল্লাহ। এই ছোট ছোট পরিবর্তন, সুন্দর করবে আমাদের জীবন ইনশাআল্লাহ।

আমার ওয়েবসাইটঃ
দৈনিক পড়ার রুটিন এসএসসি ও এইচএসসি

3 thoughts on "প্রিয় রমজান মাস আসছে-প্রস্তুতি নেওয়ার সময় এখনি- ১ম পর্ব"

  1. Avatar photo Mohammad Rakib Hasan Author says:
    মাশাল্লাহ ভাই, দারুন টপিক নিয়ে পোস্ট করেছেন।

    তবে, আপনার পোস্ট এবং ধর্মীয় বিষয় বিবেচনা করলে, প্রোফাইল পিকচারটা আপনাকে মানায় না।

    1. Avatar photo samim ahshan Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। অবশ্যই পরিবর্তন করবো ভাইয়া।
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    বেশ ভালো লাগলো

Leave a Reply