Site icon Trickbd.com

যে কোনো জাভা অ্যাপ থেকে স্কিনশর্ট নিনো খুব সহজেই, না দেখলেই মিস

Unnamed

আসসালামু-আলাইকুম,

আমরা অনেকেই আছি যারা জাভা ফোন ব্যবহার করি l আমিও করি l আমাদের অনেক সময় অনেক জায়গা থেকে স্কিনশর্ট নিতে হয় l কিন্তু আমরা জাভা ইউজাররা এই সুবিধা থেকে বঞ্ছিত l আজ আমি আপনাদের যে ট্রিক টা দেব সেটা ব্যবহার করে আপনারা যে কনো জাভা অ্যাপ থেকে স্কিনশর্ট নিতে পারবেন l তো চলুন শুরু করা যাক l

নিচের স্টেপ গুলা ফলো করে আপনি যে কোনো জাভা অ্যাপ এ স্কিনশর্ট নিতে পারবেন l
১. নিচের লিঙ্ক থেকে jar অ্যাপ দুইটি ডাউনলোড করুণ l
1.
Screenshot Moderator by SF
2. MobY eXplorer
২. অ্যাপ দুইটা install করুণ l
৩. যে অ্যাপ থেকে স্কিনশর্ট নিতে চান স্বেতা মেমোরির মেইন ফোল্ডার এ নিয়ে আসুন l
৪. moby eXplorer অ্যাপ টাতে প্রবেশ করুণ l

৫. যে অ্যাপ থেকে স্কিনশর্ট নিতে চান সেটা menu >> action >> rename থেকে রিনেম করে .jar কেটে .zip করুণ l নিচের মতো করে l

৪. তাঁরপর Screenshot Moderator by SF অ্যাপ এ প্রবেশ করে যে অ্যাপ থেকে স্কিনশর্ট নিতে চান সেটার .zip রিনেম করা ফাইল টিতে ok করুণ l নিচের মতো করে l

কিছুক্ষণ লোডিং হবে লোডিং শেষ হলে কেটে দিয়ে মেমোরিতে প্রবেশ করুণ l দেখুন সেখানে Modifyed apps by SF নামে একটি নুতুন ফোল্ডার তৈরী হইছে l এই ফোল্ডার টিতে প্রবেশ করে দেখুন যে অ্যাপ টা এডিত করেছেন সেটার একটি কপি সেখানে আছে l

৫. এই অ্যাপ টি install করুণ l
৬ . install করা শেষ হলে অ্যাপ টিতে প্রবেশ করে কলার ব্যাটন চেপে ধরুন পারমিশন চাইলে yes দিন l নিচের মতো করে l

৭. তাঁরপর মেমোরিতে প্রবেশ করে দেখুন মেইন ফোল্ডার এর নিচে স্কিনশর্ট গুলো আছে l নিচের মতো করে l

{আর যদি না থাকে তাহলে মেমরি কার্ড একবার computer এ ঢুকান l তাহলে স্কিনশর্ট গুলা দেখতে পাবেন এর পর থেকে আর সমস্যা হবে না}

পোস্ট টি লিখেছে আমার বন্ধু সাখাওয়াত। সকল প্রকারের জাভা অ্যাপস পেতে তার ওয়েবসাইট Sf App Store ভিজিট করতে পারেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন সুস্থ খাকবেন আল্লাহ
হাফেজ।

Exit mobile version