আসসালামু-আলাইকুম,

আমরা অনেকেই আছি যারা জাভা ফোন ব্যবহার করি l আমিও করি l আমাদের অনেক সময় অনেক জায়গা থেকে স্কিনশর্ট নিতে হয় l কিন্তু আমরা জাভা ইউজাররা এই সুবিধা থেকে বঞ্ছিত l আজ আমি আপনাদের যে ট্রিক টা দেব সেটা ব্যবহার করে আপনারা যে কনো জাভা অ্যাপ থেকে স্কিনশর্ট নিতে পারবেন l তো চলুন শুরু করা যাক l

নিচের স্টেপ গুলা ফলো করে আপনি যে কোনো জাভা অ্যাপ এ স্কিনশর্ট নিতে পারবেন l
১. নিচের লিঙ্ক থেকে jar অ্যাপ দুইটি ডাউনলোড করুণ l
1.
Screenshot Moderator by SF
2. MobY eXplorer
২. অ্যাপ দুইটা install করুণ l
৩. যে অ্যাপ থেকে স্কিনশর্ট নিতে চান স্বেতা মেমোরির মেইন ফোল্ডার এ নিয়ে আসুন l
৪. moby eXplorer অ্যাপ টাতে প্রবেশ করুণ l

৫. যে অ্যাপ থেকে স্কিনশর্ট নিতে চান সেটা menu >> action >> rename থেকে রিনেম করে .jar কেটে .zip করুণ l নিচের মতো করে l

৪. তাঁরপর Screenshot Moderator by SF অ্যাপ এ প্রবেশ করে যে অ্যাপ থেকে স্কিনশর্ট নিতে চান সেটার .zip রিনেম করা ফাইল টিতে ok করুণ l নিচের মতো করে l

কিছুক্ষণ লোডিং হবে লোডিং শেষ হলে কেটে দিয়ে মেমোরিতে প্রবেশ করুণ l দেখুন সেখানে Modifyed apps by SF নামে একটি নুতুন ফোল্ডার তৈরী হইছে l এই ফোল্ডার টিতে প্রবেশ করে দেখুন যে অ্যাপ টা এডিত করেছেন সেটার একটি কপি সেখানে আছে l

৫. এই অ্যাপ টি install করুণ l
৬ . install করা শেষ হলে অ্যাপ টিতে প্রবেশ করে কলার ব্যাটন চেপে ধরুন পারমিশন চাইলে yes দিন l নিচের মতো করে l

৭. তাঁরপর মেমোরিতে প্রবেশ করে দেখুন মেইন ফোল্ডার এর নিচে স্কিনশর্ট গুলো আছে l নিচের মতো করে l

{আর যদি না থাকে তাহলে মেমরি কার্ড একবার computer এ ঢুকান l তাহলে স্কিনশর্ট গুলা দেখতে পাবেন এর পর থেকে আর সমস্যা হবে না}

পোস্ট টি লিখেছে আমার বন্ধু সাখাওয়াত। সকল প্রকারের জাভা অ্যাপস পেতে তার ওয়েবসাইট Sf App Store ভিজিট করতে পারেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন সুস্থ খাকবেন আল্লাহ
হাফেজ।






3 thoughts on "যে কোনো জাভা অ্যাপ থেকে স্কিনশর্ট নিনো খুব সহজেই, না দেখলেই মিস"

  1. Roni Contributor says:
    Jantam…tnx
  2. 444mdzahid Contributor says:
    পোস্টটা আরেকটু গোছালো হতে পারতো। তবে ভালো লিখছেন। আগে যখন জাভা ইউস করতাম তখন এগুলা করতাম।

Leave a Reply